সুব্রত (অভিনেতা)

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা

শাহরুখ ফারদিন সুব্রত হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।

শাহরুখ ফারদিন সুব্রত
জন্ম
সুব্রত চক্রবর্তী

১৯৬০ (বয়স ৬৩–৬৪)
ঢাকা, পূর্ব পাকিস্তান
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৮৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীদোয়েল
সন্তানপ্রার্থনা ফারদিন দিঘী

কর্মজীবন সম্পাদনা

সুব্রত ১৯৮৫ সালে মহম্মদ হান্‌নান পরিচালিত রাই বিনোদিনী দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে একই পরিচালকের মালা বদলমাইয়ার নাম ময়না চলচ্চিত্র দিয়ে বাংলাদেশী চলচ্চিত্রে শক্ত অবস্থান গড়ে তুলেন। প্রধান চরিত্রে তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নারায়ণ ঘোষ মিতা পরিচালিত হারানো সুর (১৯৮৭), রফিকুল বারী চৌধুরী পরিচালিত চণ্ডীদাস ও রজকিনী (১৯৮৭), এফ কবির চৌধুরী পরিচালিত তালা চাবি, কামরুজ্জামান পরিচালিত সততা, মোস্তফা আনোয়ার পরিচালিত পুষ্পমালা, ইবনে মিজান পরিচালিত নাগজ্যোতিসাগর কন্যা[১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আশির দশক থেকে সুব্রত বাংলা সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা হিসাবে পরিচিত। তিনি তার দক্ষ অভিনয় দারা বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। তিনি অভিনয় জীবনে তার সহ অভিনেতা দোয়েলের সাথে প্রেমে জড়িয়ে জান, পরবর্তীতে ১৯৮৮ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসার জীবনে দুটি সন্তান রয়েছে। তাদের কন্যা সন্তান প্রার্থনা ফারদিন দীঘি ইতিমধ্যে বাংলা সিনেমার একজন শিশু চরিত্রে জনপ্রিয়তা লাভ করেছেন।

উল্লেখযোগ্য চলচ্চিত্র সম্পাদনা

  • হৃদয় জুড়ে (২০২০)
  • মেয়েটি এখন কোথায় যাবে (২০১৭)
  • এক পলকের দেখা (২০১৭)
  • ভালোবাসা ১৬ আনা (২০১৭)
  • রাজনীতি (২০১৭)
  • অস্তিত্ব (২০১৬)
  • বসগিরি (২০১৬)
  • সম্রাট (২০১৬)
  • ভালোবাসাপুর (২০১৬)
  • রানা পাগলা দ্য মেন্টাল (২০১৬)
  • মাটির পরী (২০১৬)
  • কত স্বপ্ন কত আশা (২০১৬)
  • রুদ্র দ্য গ্যাংস্টার (২০১৬)
  • লাল সবুজের সুর (২০১৬)
  • ভোলা তো যায় না তারে (২০১৬)
  • ভালোবাসার চ্যালেঞ্জ (২০১৫)
  • মনের অজান্তে (২০১৫)
  • অচেনা হৃদয় (২০১৫)
  • রোমিও বনাম জুলিয়েট (২০১৫)
  • রাজা বাবু (২০১৫)
  • মা বাবা সন্তান (২০১৫)
  • অশান্ত মেয়ে (২০১৫)
  • ক্ষনিকের ভালোবাসা (২০১৪)
  • হিটম্যান (২০১৪)
  • ভালোবাসলে দোষ কি তাতে (২০১৪)
  • ক্ষোভ (২০১৪)
  • ৭১-এর সংগ্রাম (২০১৪)
  • তবুও ভালোবাসি (২০১৩)
  • ভালোবাসা আজকাল (২০১৩)
  • তোমার মাঝে আমি (২০১৩)
  • জোর করে ভালোবাসা হয় না (২০১৩)
  • পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)
  • ভালোবাসার রঙ (২০১২)
  • বাজারের কুলি (২০১২)
  • দুর্ধর্ষ প্রেমিক (২০১২)
  • অস্ত্র ছাড়ো কলম ধর (২০১১)
  • বলো না তুমি আমার (২০১০)
  • জমিদার (২০১০)
  • প্রেম কয়েদী (২০০৯)
  • অভিশপ্ত রাত (২০০৯)
  • মনে বড় কষ্ট (২০০৯)
  • পিরিতির আগুন জ্ৱলে দ্বিগুন (২০০৯)
  • কে আমি (২০০৯)
  • রাস্তার ছেলে (২০০৯)
  • মন ছুঁয়েছে মন (২০০৯)
  • ১ টাকার বউ (২০০৮)
  • চন্দ্রগ্রহণ (২০০৮)
  • আমার প্রাণের স্বামী (২০০৭) - নেতা
  • চাচ্চু (২০০৬)
  • দাদীমা (২০০৬)
  • কোটি টাকার কাবিন (২০০৬)
  • পিতার আসন (২০০৬)
  • আগুন আমার নাম (২০০৫)
  • মমতাজ (২০০৫)
  • ভাইয়ের শত্রু ভাই (২০০৪)
  • কঠিন সীমার (২০০৩)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এখনো সুব্রত"বিএমডিবি। ৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা