ইবনে মিজান
ইবনে মিজান (৭ অক্টোবর ১৯৩০ – ২৮ মার্চ ২০১৭) একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি অনেক চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি লোককাহিনি নির্ভর চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত ছিলেন।[১][২][৩] তিনি মকবুলা মনজুরের ভাই।[৪]
ইবনে মিজান | |
---|---|
জন্ম | ৭ অক্টোবর ১৯৩০ |
মৃত্যু | ২৮ মার্চ ২০১৭ | (বয়স ৮৬)
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
আত্মীয় | মকবুলা মনজুর (বোন) |
জীবনী
সম্পাদনাইবনে মিজান ১৯৩০ সালের ৭ অক্টোবর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।[৫] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন।[১]
ইবনে মিজান পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম ছিল অউর গাম নেহি।[২] উর্দু ভাষায় নির্মিত চলচ্চিত্রটি কখনো মুক্তি পায় নি।[৬] এরপর, তিনি আবার বনবাসে রূপবান নির্মাণ করেন। চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে।[৭] এছাড়া, তিনি নিশান, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহাদুর, কত যে মিনতি, রাখাল বন্ধু, জিঘাংসা ও লাইলী মজনু র মত চলচ্চিত্র পরিচালনা করেছেন। এই চলচ্চিত্রগুলোও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে।[৮][৯][১০][১১][১২][১৩][১৪] তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র সাগরকন্যা।[২] ১৯৯০ সালে তিনি যুক্তরাষ্ট্র গমন করেন ও ক্যালিফোর্নিয়ার করোনায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন।[৩]
ইবনে মিজান ২০১৭ সালের ২৮ মার্চ ক্যালিফোর্নিয়ার করোনায় ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১৫][১৬][১৭]
নির্বাচিত চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- অউর গাম নেহি
- একালের রূপকথা (১৯৬৫)
- আবার বনবাসে রূপবান(১৯৬৬)
- জরিনা সুন্দরী(")
- জংলী মেয়ে(১৯৬৭)
- রাখাল বন্ধু (১৯৬৮)
- শহীদ তিতুমীর (")
- পাতালপুরীর রাজকন্যা(১৯৬৯)
- নাগিনীর প্রেম(")
- আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী (১৯৭০)
- কত যে মিনতি(")
- কমল রানীর দিঘী (১৯৭২)
- ডাকু মনসুর (১৯৭৪)
- জিঘাংসা (")
- দুই রাজকুমার (১৯৭৫)
- এক মুঠো ভাত(১৯৭৬)
- বাহাদুর(")
- নিশান(১৯৭৭)
- শাহজাদা(১৯৭৮)
- নাগ নাগিনী (১৯৭৯)
- তাজ ও তলোয়ার(১৯৮০)
- বাগদাদের চোর(")
- জংলী রানী(")
- রাজনর্তকী (১৯৮১)
- লাইলী মজনু(১৯৮৩)
- পুনর্মিলন (১৯৮৪)
- চন্দন দ্বীপের রাজকন্যা(")
- রাজকুমারী(")
- পাতাল বিজয়(১৯৮৫)
- সতী নাগকন্যা(")
- রঙীন রাখাল বন্ধু (১৯৮৬)
- রাজবধূ(")
- বসন্ত মালতী(১৯৮৭)
- রঙিন জরিনা সুন্দরী(")
- বাহাদুর নওজোয়ান(")
- নাগজ্যোতি(১৯৮৮)
- জলপরী(১৯৮৯)
- সাপুড়ে মেয়ে(")
- আলাল দুলাল") ও
- সাগর কন্যা(")
- কমলারানীর দিঘী[১]
- জরিনা সুন্দরী[১৬]
- পাতালপুরীর রাজকন্যা[১]
- শহীদ তিতুমীর[১৬]
- নাগ নাগিনীর প্রেম[১]
- কত যে মিনতি[২]
- ডাকু মনসুর[১৬]
- জিঘাংসা[১]
- দুই রাজকুমার[২]
- শাহজাদা[১৬]
- তাজ ও তলোয়ার[১]
- এক মুঠো ভাত[২]
- নিশান[১৬]
- পাতাল বিজয়[১]
- লাইলী মজনু[২]
- পুনর্মিলন[১৬]
- রাজবধূ[১]
- বাগদাদের চোর[২]
- রাজকুমারী[১৬]
- রাজনর্তকী[১]
- বসন্তমালতী[২]
- বাহাদুর[১৬]
- নওজোয়ান[১]
- চন্দন দ্বীপের রাজকন্যা[১৮]
- সাগর কন্যা[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট "সিনেমার ইবনে মিজান"। জনকণ্ঠ। ৬ আগস্ট ২০১৫। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ "চলচ্চিত্র পরিচালক ইবনে মিজানের প্রয়াণ"। ভোরের কাগজ। ২৯ মার্চ ২০১৭। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "আমি আর ইবনে মিজান মানেই হাউসফুল"। কালের কণ্ঠ। ২৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব"। www.sirajganj.gov.bd। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "একই দিনে দুই দুঃসংবাদে বেদনার্ত চলচ্চিত্রাঙ্গন!"। ইত্তেফাক। ২৯ মার্চ ২০১৭। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "চলে গেলেন চিত্র পরিচালক ইবনে মিজান"। প্রথম আলো। ২৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আবার বন বাসে রূপবান"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "নিশান"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "চন্দন দ্বীপের রাজকন্যা"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "বাহাদুর"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "কত যে মিনতি"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "রাখাল বন্ধু"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "জিঘাংসা"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "লাইলী মজনু"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "চিত্র পরিচালক ইবনে মিজান মারা গেছেন"। আরটিভি। ২৯ মার্চ ২০১৭। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "না ফেরার দেশে ইবনে মিজান"। বাংলাদেশ প্রতিদিন। ২৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "চলে গেলেন ইবনে মিজান"। সমকাল। ২৯ মার্চ ২০১৭। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "চলচ্চিত্র নির্মাতা ইবনে মিজান আর নেই"। চ্যানেল আই। ২৮ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইবনে মিজান (ইংরেজি)