শিবা শানু
চৌধুরী মাজহার আলী (মঞ্চ নাম শিবা শানু হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত; জন্ম ৭ আগস্ট ১৯৭৪) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। চলচ্চিত্রে তিনি সাধারণত খল চরিত্রে অভিনয় করে থাকেন। তিনি ১৯৯৮ সালে মাতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন।[১][২][৩][৪]
শিবা শানু | |
---|---|
জন্ম | চৌধুরী মাজহার আলী ৭ আগস্ট ১৯৭৪ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৮–বর্তমান |
শৈলী | খল |
আদি নিবাস | সপুরা, রাজশাহী |
রাজনৈতিক দল | বিএনপি |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাশিবা শানু ১৯৭৪ সালের ৭ আগস্ট ঢাকায় চৌধুরী মাজহার আলী হিসাবে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস রাজশাহীর সপুরায়। শিবা শানু বাংলা চলচ্চিত্রের একজন সুপরিচিত অভিনেতা। তিনি সাধারণত খল চরিত্রে অভিনয় করে থাকেন। তিনি ১৯৯৮ সালে মাতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন।
এ পর্যন্ত প্রায় পাঁচশ’তাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ইতিবাচক চরিত্র দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে খল অভিনেতা হিসেবে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন শিবা শানু।
সিনেমায় তার ২৬ বছরের ক্যারিয়ারে এখনও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। শিবা শানুর শিক্ষাগত যোগ্যতা রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স)।
কর্মজীবন
সম্পাদনা১৯৯৮ সালে মাতৃভূমি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শানুর চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। উনি ব্যক্তিগত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির রাজনীতির সাথে জড়িত।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- মাতৃভূমি (১৯৯৮)
- মগের মুল্লুক (১৯৯৯)
- রংবাজ বাদশা (২০০১)
- স্বামী স্ত্রীর যুদ্ধ (২০০২) - সেলিম
- নষ্ট (২০০৪)
- আজকের সমাজ (২০০৪)
- বাপ বেটার লড়াই (২০০৪)
- গুরুদেব (২০০৪)
- বিদ্রোহী সালাউদ্দিন (২০০৪) - খান রমজান
- জীবন এক সংঘর্ষ (২০০৪)
- কঠিন পুরুষ (২০০৪)
- মমতাজ (২০০৫)
- সন্ত্রাসী মুন্না (২০০৫)
- গাদ্দারী (২০০৫)
- হাঙ্গামা (২০০৫)
- নিখোঁজ সংবাদ (২০০৫)
- দুর্ধর্ষ (২০০৫)
- লাল সবুজ (২০০৫) - মাইঝ্যা ভাই
- হাই রিস্ক (২০০৬)
- ভেজাল (২০০৬)
- মাথা নষ্ট (২০০৬)
- জীবনের গল্প (২০০৬)
- দুশমনের দুশমন (২০০৬)
- ধরিয়ে দিন (২০০৬)
- লাষ্ট বর্ডার (২০০৬)
- সাত খুন মাফ (২০০৬)
- জীবনের চেয়ে দামী (২০০৭)
- তুই যদি আমার হই তিরে (২০০৭)
- খেসারত (২০০৭)
- চক্কর (২০০৭)
- ওরা অগ্নিকন্যা (২০০৭)
- তেজী মেয়ে (২০০৭)
- তোমার জন্য মরতে পারি (২০০৭)
- বাবু খুনী (২০০৭)
- বড় লোকের জামাই (২০০৮)
- টাকাই যত গণ্ডগোল (২০০৮)
- রাজু আমার ভাই (২০০৮)
- পাওয়ার (২০০৮)
- আগুনের ফুলকী (২০০৮)
- ছোট বোন (২০০৮)
- স্বামী নিয়ে যুদ্ধ (২০০৮)
- বড় ভাই জিন্দাবাদ (২০০৮)
- তুমি আমার প্রেম (২০০৮)
- রাজধানীর রাজা (২০০৮)
- টিপ টিপ বৃষ্টি (২০০৮)
- ১ টাকার বউ (২০০৮)
- বাবা আমার বাবা (২০০৮)
- পিতা মাতার আমানত (২০০৮)
- ভালোবাসার লাল গোলাপ (২০০৯)
- বিয়ে বাড়ী (২০০৯)
- মন যেখানে হৃদয় সেখানে (২০০৯)
- মনে বড় কষ্ট (২০০৯)
- চিরদিন আমি তোমার (২০০৯)
- আইনের হাতে গ্রেফতার (২০০৯)
- জীবন নিয়ে যুদ্ধ (২০০৯)
- প্রেম কয়েদী (২০০৯)
- মন বসেনা পড়ার টেবিলে (২০০৯)
- পিরিতির আগুন জ্বলে দ্বিগুন (২০০৯)
- সবার উপরে তুমি (২০০৯)
- মন দিয়েছি তোমাকে (২০০৯)
- রাস্তার ছেলে (২০০৯)
- ভালোবাসা দিবি কিনা বল? (২০০৯)
- মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯)
- কে আমি (২০০৯)
- কাজের মানুষ (২০০৯)
- ও সাথী রে (২০০৯)
- টপ হিরো (২০১০)
- রিকসাওয়ালার ছেলে (২০১০)
- আমার বুকের মধ্যিখানে (২০১০)
- মা আমার জান (২০১০)
- যেখানে তুমি সেখানে আমি (২০১০)
- রক্ত চোষা (২০১০)
- আমার স্বপ্ন আমার সংসার (২০১০)
- মায়ের চোখ (২০১০)
- এক জবান (২০১০)
- চেহারা: ভন্ড ২ (২০১০)
- গরীবের ভাই (২০১১)
- এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে (২০১১)
- বস নাম্বার ওয়ান (২০১১) - দিলু দেওয়ান
- জান কোরবান (২০১১)
- প্রিয়া আমার জান (২০১১)
- মনের জ্বালা (২০১১)
- মাটির ঠিকানা (২০১১)
- ওয়ান্টেড (২০১১)
- একবার বলো ভালবাসি (২০১১)
- অংক (২০১১)
- স্বামী ভাগ্য (২০১২)
- বাজারের কুলি (২০১২)
- জিদ্দি বউ (২০১২)
- ঢাকার কিং (২০১২)
- মাই নেম ইজ সুলতান (২০১২)
- ডন নাম্বার ওয়ান (২০১২)
- ভালোবাসার রঙ (২০১২)
- দুর্ধর্ষ প্রেমিক (২০১২)
- ফুল এন্ড ফাইনাল (২০১৩) - পি.কে. জনসন
- ভালোবাসা আজকাল (২০১৩)
- পোড়ামন (২০১৩) - ছোট ভাই
- দেহরক্ষী (২০১৩)
- প্রেম প্রেম পাগলামী (২০১৩)
- কি প্রেম দেখাইলা (২০১৩)
- জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩)
- প্রেমিক নাম্বার ওয়ান (২০১৩) - দিলা
- জটিল প্রেম (২০১৩)
- চার অক্ষরের ভালবাসা (২০১৪)
- মাই নেম ইজ সিমি (২০১৪)
- মায়ের মমতা (২০১৪)
- হিটম্যান (২০১৪)
- প্রেম করবো তোমার সাথে (২০১৪)
- জিরো থেকে টপ হিরো (২০১৪)
- হিরো: দ্যা সুপারস্টার (২০১৪)
- আই ডোন্ট কেয়ার (২০১৪)
- তোকে ভালোবাসতেই হবে (২০১৪)
- অগ্নি (২০১৪) - জাহাঙ্গীর
- কি দারুন দেখতে (২০১৪)
- দাবাং (২০১৪)
- সেরা নায়ক (২০১৪)
- মার্ডার ২ (২০১৫)
- রাজাবাবু - দ্য পাওয়ার (২০১৫)
- ওয়ার্নিং (২০১৫)
- দুই পৃথিবী (২০১৫)
- মনের অজান্তে (২০১৫)
- লাভার নাম্বার ওয়ান (২০১৫)
- পাকড়াও (২০১৫)
- পাগলা দিওয়ানা (২০১৫)
- বুলেট বাবু (২০১৬)
- বাজে ছেলে - দ্য লোফার (২০১৬)
- শিকারী (২০১৬)
- মেন্টাল (২০২৬)
- বসগিরি (২০১৬)
- রংবাজ (২০১৭)
- মায়াবিনী (২০১৭)
- প্রেমী ও প্রেমী (২০১৭)
- রাজনীতি (২০১৭)
- আমি নেতা হবো (২০১৮)
- পাগল মানুষ (২০১৮)
- চালবাজ (২০১৮)
- ক্যাপ্টেন খান (২০১৮) - আব্বাস
- নাকাব (২০১৮)
- বেপরোয়া (২০১৯)
- বয়ফ্রেন্ড (২০১৯)
- অবতার (২০১৯) - রকি
- পাসওয়ার্ড (২০১৯)
- আব্বাস (২০১৯)
- বেগমজান (২০১৯)
- পাগলামী (২০১৯) - লালু
- ডনগিরি (২০১৯)
- বীর (২০২০)
- হৃদয় জুড়ে (২০২০)
- শাহেনশাহ (২০২০)
- টুঙ্গিপাড়ার মিয়া ভাই (২০২১)
- মাফিয়া (২০২২)
- লাইভ (২০২২) - মোহাম্মদ ইউনুস
- বিক্ষোভ (২০২২)
- বিদ্রোহী (২০২২)
- প্রিয়তমা (২০২৩) - সুজন
- কমান্ডো (নির্মানাধীন)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অভিনেতা শিবা সানু কারাগারে"। জাগো নিউজ টোয়েন্টিফোর। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০।
- ↑ "কার কত পারিশ্রমিক"। মানবজমিন। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অভিনেতা শিবা শানুসহ চারজন কারাগারে"। এনটিভি অনলাইন। ২৫ ডিসেম্বর ২০১৮। ৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০।
- ↑ "খলনায়ক সংকটে ঢাকাই চলচ্চিত্র | বাংলাদেশ প্রতিদিন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শিবা শানু (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে শিবা শানু