বীর (২০২০-এর চলচ্চিত্র)

কাজী হায়াৎ পরিচালিত ২০২০ সালের চলচ্চিত্র

বীর হচ্ছে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী রাজনৈতিক-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কাজী হায়াৎ এবং এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খানমোহাম্মদ ইকবাল। চলচ্চিত্রটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খানশবনম বুবলি[][] এটি শাকিব খান প্রযোজিত তৃতীয় এবং কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র।[]

বীর
বীর চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার
পরিচালককাজী হায়াৎ
প্রযোজকশাকিব খান
মোহাম্মদ ইকবাল
রচয়িতাকাজী হায়াৎ
শ্রেষ্ঠাংশে
সুরকার
সঙ্গীত:

আবহ সঙ্গীত:

চিত্রগ্রাহকসাইফুল শাহীন
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকএসকে ফিল্মস
মুক্তি
  • ১৪ ফেব্রুয়ারি ২০২০ (2020-02-14)
[]
স্থিতিকাল১৪২ মিনিট[]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়প্রা. ১.৩০ কোটি[]

চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়।[]

অভিনয়

সম্পাদনা

প্রযোজনা

সম্পাদনা

২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর বীর চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান, এসময় চলচ্চিত্রটি প্রযোজনার কথা ছিল মোহাম্মদ ইকবালের।[১০] পরে, ২০১৪ সালের হিরো: দ্যা সুপারস্টার ও সর্বশেষ ২০১৯ পাসওয়ার্ড চলচ্চিত্রের সফলতার পর ২০১৯ সালের ২৩ জুন শাকিব খান তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে বীরসহ একসঙ্গে চারটি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দেন।[১১]

অভিনয়শিল্পী নির্বাচন

সম্পাদনা

২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর চলচ্চিত্রের প্রধান অভিনেতা ও প্রযোজক শাকিব খান চলচ্চিত্রটির বীর চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হন।[১২] ২০১৮ সালে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণার পর প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছিল এই চলচ্চিত্রে অভিনয় করবেন শবনম বুবলি। এসময় আনুষ্ঠানিক ঘোষণা না আসার কারণে অনেক গণমাধ্যমে খবর আসে বুবলি এ চলচ্চিত্রে থাকছেন না। পরে ২০১৯ সালের ১৫ জুলাই রাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন শবনম বুবলি[১৩][১৪]

২০১৯ সালের ২৪ আগস্ট চলচ্চিত্রটির পার্শ্বচরিত্রের জন্য চুক্তিবদ্ধ হন আরিয়ানা জামান, এটি তার অভিষেক চলচ্চিত্রও।[]

চিত্রগ্রহণ

সম্পাদনা

২০১৯ সালের ১০ জানুয়ারি বীর-এর চিত্রগ্রহণ শুরুর কথা থাকলেও, পরিচালক কাজী হায়াতের অসুস্থতার কারণে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ পিছিয়ে যায়। পরবর্তীতে, ১৫ জুলাই ঢাকার শ্রুতি স্টুডিও-তে বীর চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়।[] এরপর, এদিনই বিএফডিসিতে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক চিত্রগ্রহণ শুরু হয়। প্রথম ধাপে ১৮ জুলাই পর্যন্ত টানা তিনদিন শাকিব খান ও তাঁর বন্ধুর ছোটবেলার এবং বাবার চরিত্রের দৃশ্যগুলোর চিত্রধারণ করা হয়। শাকিব খানের চরিত্রের নাম অন্তু ও তার বন্ধুর চরিত্রের নাম মিরান।[১৫] শাকিব খান তার চরিত্র রূপদানের প্রয়োজনে মানানসই মুখ অবয়ব তৈরী করতে প্রায় দেড়মাস সময় নেন। নতুন মুখ অবয়ব নিয়ে, এবছরের ২৮ নভেম্বর পূবাইলে দ্বিতীয় ধাপের চিত্রধারণে অংশগ্রহণ করেন তিনি।[১৬] এরপর, ২ ডিসেম্বর দৃশ্যধারণে অংশগ্রহণ করেন শবনম বুবলি। দ্বিতীয় ধাপের দৃশ্যধারণে অংশ নেন শাকিব খান, শবনম বুবলি ও মিশা সওদাগরসহ অন্যান্য অভিনয়শিল্পীরা।[১৭] পরে, ৭ ডিসেম্বর শুরু হয় চলচ্চিত্রটির সমাপনী মারপিট দৃশ্যের চিত্রধারণ।[১৮]

২০১৯ সালে ২৮ ডিসেম্বর এটির প্রধান অভিনেতা শাকিব খান ঠাণ্ডা জ্বর ও গ্যাস্ট্রিক জনিত সমস্যার কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হলে, দৃশ্য ধারণ স্থগিত থাকে।[১৯][২০][২১][২২]

২০২০ সালের ২৬ জানুয়ারি চিত্রগ্রহণ পরবর্তী সম্পাদনার মাধ্যমে চলচ্চিত্রর সম্পূর্ণ কাজ শেষ হয়।[২৩]

সঙ্গীত

সম্পাদনা
বীর
আকাশ সেন, শওকত আলী ইমন ও আহমেদ সাগীর
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০২০
শব্দধারণের সময়২০১৯–২০
ঘরানাপূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সঙ্গীত
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীএসকে ফিল্মস
প্রযোজকশাকিব খান, মোহাম্মদ ইকবাল
আকাশ সেন, শওকত আলী ইমন ও আহমেদ সাগীর কালক্রম
পাসওয়ার্ড
(২০১৯)
বীর
(২০২০)
বীর থেকে একক গান
  1. "তুমি আমার জীবন"
    মুক্তির তারিখ: ৬ ফেব্রুয়ারি ২০২০
  2. "তোকে দেখলে শুধু একটি বার"
    মুক্তির তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২০
  3. "মিস বুবলি"
    মুক্তির তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২০
  4. "কি চমৎকার দেখা গেল"
    মুক্তির তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২০

বীর চলচ্চিত্রের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন, আকাশ সেন ও আহমেদ সাগীর এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা[] এতে সর্বমোট চারটি গান ব্যবহার করা হয়েছে। তুমি আমার জীবন শিরোনামের প্রথম গানটি গেয়েছেন ইমরান মাহমুদুলসোমনুর মনির কোনাল। এটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন এবং গীত রচনা করেছেন কবির বকুল। এছাড়াও এই গানের নৃত্য পরিচালনা করেছেন হাবিব রহমান। তুমি আমার জীবন গানের শিরোনামটি ১৯৮৯ সালের জাফর ইকবালববিতা অবুঝ হৃদয় চলচ্চিত্রের আহমেদ ইমতিয়াজ বুলবুল সুর ও রচিত এবং এন্ড্রু কিশোররুনা লায়লার গাওয়া তুমি আমার জীবন গান থেকে নেওয়া হয়। গানটি ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়।[২৪][২৫][২৬][২৭] এরপর ১১ ফেব্রুয়ারি চলচ্চিত্রের দ্বিতীয় গান তোকে দেখলে শুধু একটি বার মুক্তি পায়, গানটি গান আকাশ মাহমুদ। এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেন শওকত আলী ইমন এবং গীত রচনা করেন ফায়সাল রাব্বিকীন। একইদিন তৃতীয় গানটি মুক্তি দেয়া হয়; মিস বুবলি শিরোনামের আইটেম গানটি গেয়েছেন কোনাল। এই গানের সঙ্গীত পরিচালনা করেন ভারতের আকাশ সেন এবং গীত রচনা করেছেন প্রিয় চট্টোপাধ্যায়।[২৮][২৯][৩০] এছাড়াও এতে কি চমৎকার দেখা গেল শিরোনামের একটি কবি গান ব্যবহার করা হয়, এতে কণ্ঠ দেন মনির খান। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ সাগীর এবং গীত রচনা করেন মুন্সি ওয়াদুদ। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি গানটি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়।

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."তুমি আমার জীবন"কবির বকুলআকাশ সেনইমরান মাহমুদুল, কোনাল৪:১৭
২."তোকে দেখলে শুধু একটি বার"ফায়সাল রাব্বিকীনশওকত আলী ইমনআকাশ মাহমুদ 
৩."মিস বুবলি"প্রিয় চট্টোপাধ্যায়আকাশ সেনকোনাল 
৪."কি চমৎকার দেখা গেল"মুন্সি ওয়াদুদআহমেদ সাগীরমনির খান 

বাজারজাতকরণ ও মুক্তি

সম্পাদনা

২০১৯ সালের ১২ ডিসেম্বর চলচ্চিত্রটির প্রযোজক ও অভিনেতা শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেইজে বীর চলচ্চিত্রের প্রথম বর্ণন (ফার্স্ট লুক পোস্টার) প্রকাশ করা হয়।[৩১][৩২] ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সেন্সর বোর্ড কর্তৃপক্ষ চলচ্চিত্রটিকে বিনাকর্তনে মুক্তির ছাড়পত্র দেয়।[৩৩] ৯ ফেব্রুয়ারি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ট্রেইলার প্রকাশ করা হয়।[৩৪][৩৫]

প্রচারণা

সম্পাদনা

২০২০ সালে ১২ ফেব্রুয়ারি বীর মুক্তি উপলক্ষে ঢাকা ক্লাবের স্যামসন হলে আলোচনা অনুষ্ঠান করে এটির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। আলোচনা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, অভিনেতা ফারুক, আলমগীরসহ চলচ্চিত্র ব্যক্তিত্বরা।[৩৬][৩৭][৩৮][৩৯]

মুক্তি

সম্পাদনা

চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৪০]

সমালোচনা

সম্পাদনা

চলচ্চিত্রটির প্রথম দর্শন (ফার্স্ট লুক) পোস্টার প্রকাশের পর, এটি কেজিএফ: চ্যাপ্টার ওয়ানের পোস্টার অনুকরণে তৈরী হয়েছে বলে সমালোচনা হয়। পোস্টারে শাকিব খান নায়ক যশের ভঙ্গিমা নকল করেছে মর্মেও সমালোচনা হয়। তবে শাকিব ও কাজী হায়াৎ পোস্টার ও শাকিবের অবয়বের সাথে কেজিএফ চলচ্চিত্রের সংশ্লিষ্টতা অস্বীকার করেন।[৪১][৪২][৪৩] কাজী হায়াৎ বলেন, "এটি সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। গল্পটা দেশপ্রেমের। এক যুবক কীভাবে নোংরা রাজনীতির শিকার হয় তা-ই এখানে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে দেশি-বিদেশি কোনও গল্পের মিল নেই।"[৪৪][৪৫] এসম্পর্কে এটির প্রধান অভিনেতা শাকিব খান বলেন, "দুটি (কেজিএফ চ্যাপ্টার ওয়ানবীর) দুই ধরনের ছবি। এই দুই ছবির মধ্যে কোনো মিল নেই। এটি সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি।"[৪৩][৪৬]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মুক্তির প্রথম দিনেই সারাদেশে 'বীর'-এর দাপট"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫ 
  2. "সেন্সর বোর্ডের অনুমতি মিলেছে, ভালোবাসা দিবসেই শাকিবের 'বীর'"প্রথম আলো। ৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০ 
  3. "কোথাও ভালো, কোথাও খারাপ"প্রথম আলো। ২২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "বীর নিয়ে ফিরলেন শাকিব | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  5. "'বীর' সিনেমায় বুবলীই চূড়ান্ত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  6. "কাজী হায়াতের পঞ্চাশতম, শাকিব প্রথম"চ্যানেল আই অনলাইন। ২৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "বড়পর্দায় সাংবাদিক শাবান মাহমুদ"এনটিভি অনলাইন। ৭ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০ 
  8. "শাকিব খানের দ্বিতীয় নায়িকা আরিয়ানা জামান | কালের কণ্ঠ"কালের কন্ঠ। ২৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০ 
  9. "বুবলীকে নিয়ে নতুন করে বাঁচতে চান শাকিব!"এনটিভি অনলাইন। ১১ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  10. "'বীর' শাকিব খান"আরটিভি অনলাইন। ২৭ সেপ্টেম্বর ২০১৮। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  11. "শাকিব খানের নতুন ছবি কারা পেলেন?"দ্য ডেইলি স্টার। ২৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  12. "বীর ছবিতে জুটি বাঁধছেন শাকিব-শ্রাবন্তী"একুশে টিভি। ২৭ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০ 
  13. "'বীর' সিনেমায় বুবলীই চূড়ান্ত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  14. "'বীর'-এ যোগ দিলেন বুবলী"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-০২। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  15. "ছোটবেলার শাকিব খানকে নিয়ে 'বীর'র যাত্রা শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  16. "কাজী হায়াতের বীর দিয়ে শুরু শাকিব খানের"চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  17. "বঙ্গবন্ধুকে উৎসর্গ করে শাকিব খানের 'বীর' | বাংলা ট্রিবিউন"বাংলা ট্রিবিউন। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯ 
  18. "শুটিংয়ে শাকিব-মিশার গোলাগুলি (ভিডিও)"সময় নিউজ। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ 
  19. "শাকিব খান অসুস্থ, বন্ধ 'বীর' শুটিং"বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  20. "শাকিব অসুস্থ | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। ৩০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  21. "এক সপ্তাহ ধরে অসুস্থ শাকিব | কালের কণ্ঠ"কালের কণ্ঠ। ৩০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  22. "অসুখের ধকল কাটিয়ে শুটিংয়ে ফিরছেন শাকিব"বিডিনিউজ টোয়েন্টিফোর.কম। ৩০ ডিসেম্বর ২০১৯। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  23. "পুরোপুরি শেষ হলো শাকিবের 'বীর', যাচ্ছে সেন্সরে"চ্যানেল আই অনলাইন। ২৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০ 
  24. "'বীর'-এর প্রথম গানেই শাকিব-বুবলীর চমক"চ্যানেল আই অনলাইন। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  25. "জাফর ইকবাল-ববিতা ফিরে এলেন শাকিব-বুবলীর গানে"বাংলা ট্রিবিউন। ৬ ফেব্রুয়ারি ২০২০। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  26. "প্রকাশ্যে শাকিব-বুবলীর 'তুমি আমার জীবন'"মানবজমিন। ৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  27. "প্রশংসিত শাকিব-বুবলীর 'তুমি আমার জীবন'"এনটিভি অনলাইন। ৭ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  28. "৯ ঘণ্টার ব্যবধানে 'বীর'-এর দুই গানের মুক্তি (ভিডিও)"বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩ 
  29. "পোশাকে আইটেম গানের প্রথা ভাঙলেন মিস বুবলী"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১২। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩ 
  30. "ইউটিউব মাতাচ্ছে শাকিব বুবলীর গান"Ekushey TV (ইংরেজি ভাষায়)। ১২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩ 
  31. "কয়লা শ্রমিক শাকিব খান"এনটিভি অনলাইন। ১২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  32. "'বীর'-এর ফার্স্টলুকে অন্য এক শাকিব খান"দৈনিক মানবজমিন। ১২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  33. "সেন্সর পেল শাকিবের 'বীর', মুক্তি ১৪ ফেব্রুয়ারি"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪ 
  34. "রাখেন মিয়া, নেতা কারে কয় জানেন: ট্রেলারে শাকিব খান"প্রথম আলো। ৯ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০ 
  35. "অপরাজনীতির বিরুদ্ধে 'বীর' হয়ে ধরা দিলেন শাকিব (ভিডিও) | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। ৮ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০ 
  36. "'বীর' হয়তো আমার শেষ ছবি, বলেই কাঁদলেন কাজী হায়াৎ"প্রথম আলো। ১২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩ 
  37. "'বীর' দিয়ে চালু হচ্ছে ৩০টি বন্ধ হল"সমকাল। ১২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩ 
  38. "'বীর আমার শেষ ছবি'-বলেই কাঁদলেন কাজী হায়াৎ"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১২। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩ 
  39. "এখন আর থেমে থাকার সময় নেই: শাকিব খান"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩ 
  40. "৮০ সিনেমা হলে কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র 'বীর'"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫ 
  41. "পোস্টার নকলের অভিযোগ বীর শাকিব বিতর্কে"আরটিভি অনলাইন। ১৩ ডিসেম্বর ২০১৯। ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ 
  42. "ভাইরাল 'বীর' | কালের কণ্ঠ"কালের কন্ঠ। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ 
  43. "'বীর' সিনেমার সঙ্গে অন্য সিনেমার মিল নেই: শাকিব খান"সময় নিউজ। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ 
  44. "নকল নাকি আসল: 'বীর' নিয়ে বাদানুবাদ | বাংলা ট্রিবিউন"বাংলা ট্রিবিউন। ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ 
  45. "তামিল ছবির পোস্টার নকল করে শাকিবের 'বীর'"সময় নিউজ। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ 
  46. "কে কী বলল, তাতে কিছু যায় আসে না: শাকিব খান"প্রথম আলো। ১২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা