শওকত আলী ইমন
শওকত আলী ইমন (জন্ম: ১৯ জুলাই, ১৯৭১) একজন বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার, ও সঙ্গীতশিল্পী। দুই দশকে প্রায় ৪০০ চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।[১]
শওকত আলী ইমন | |
---|---|
জন্মনাম | শওকত আলী ইমন |
জন্ম | ঢাকা, বাংলাদেশ | ১৯ জুলাই ১৯৭১
ধরন | চলচ্চিত্রের গান, রেকর্ডিং, ফোক, পপ |
পেশা | সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার |
বাদ্যযন্ত্র | কীবোর্ড, ভোকাল, বেহালা, গীটার |
কার্যকাল | ১৯৯৬ - বর্তমান |
লেবেল | সঙ্গীতা, লেজার ভিশন |
প্রাথমিক জীবন
সম্পাদনাশওকত আলী ইমনের জন্ম বাংলাদেশের ঢাকা জেলায় ১৯৭১ সালের ১৯ জুলাই। তার পৈতৃক নিবাস মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে। তার মা মুসলিমা বেগম একজন সঙ্গীতশিল্পী ছিলেন। তার দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও দেশের নামকরা সঙ্গীতশিল্পী।[২]
সঙ্গীত জীবন
সম্পাদনাশওকত আলী ইমনের সঙ্গীত জীবন শুরু হয় ১৯৯৬ সালে রুটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা দিয়ে।[৩] ২০০২ সালে চলচ্চিত্রে অশ্লীলতা দেখা দিলে তিনি সঙ্গীত পরিচালনা বন্ধ করে দেন। এরপর ২০০৭ সালে এক টাকার বউ চলচ্চিত্র দিয়ে নতুন করে যাত্রা শুরু করেন।[৪] ইমনের সুরে কণ্ঠ দিয়ে সঙ্গীত জীবন শুরু করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর, দিনাত জাহান মুন্নী, তাসিফ সহ আরো অনেকে।[৫]
তিনি কলকাতার অন্যায় অবিচার, বিচারক সহ ১২টি চলচ্চিত্রের গান পরিচালনা করেন। সেখানে তার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, অলকা ইয়াগনিক, সাধনা সরগম, বাবুল সুপ্রিয়, সোনু নিগম, শানদের মত জনপ্রিয় সঙ্গিতশিল্পীরা।[৬] এছাড়াও তিনি বলিউডে মহেশ ভাট পরিচালিত সার্চ-২ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।[৭]
পারিবারিক জীবন
সম্পাদনাশওকত আলী ইমন ১৯৮৯ সালে ঢাকার হোটেল শেরাটনে চাইম ব্যান্ডের এক কনসার্টে নাট্যঅভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সাথে পরিচিত হন এবং কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৮] ১৭ বছর একসাথে সংসার করা পর ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।[৯] ২০১২ সালে তিনি জিনাত কবীরকে বিয়ে করেন।[১০]
ডিস্কোগ্রাফি
সম্পাদনাচলচ্চিত্রের গান
সম্পাদনা- রুটি (১৯৯৬)
- লাঠি (১৯৯৯)
- মগের মুল্লুক (১৯৯৯)
- গুন্ডা নাম্বার ওয়ান (২০০০)
- মনে পড়ে তোমাকে (২০০০)
- বিচ্চু বাহিনী (২০০১)
- মাটির ফুল (২০০৩)
- হীরা আমার নাম (২০০৫)
- রাজা নাম্বার ওয়ান
- আমার প্রাণের স্বামী (২০০৭)
- ১ টাকার বউ (২০০৮)
- আমার জান আমার প্রাণ (২০০৮)
- মন যেখানে হৃদয় সেখানে (২০০৯)
- পিরিতির আগুন জ্বলে দ্বিগুন (২০০৯)
- বলবো কথা বাসর ঘরে (২০০৯)
- শুভ বিবাহ (২০০৯)
- বলো না কবুল (২০০৯)
- রাস্তার ছেলে (২০০৯)
- ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০)
- চাচ্চু আমার চাচ্চু (২০১০)
- টাকার চেয়ে প্রেম বড় (২০১০)
- পরাণ যায় জ্বলিয়া রে (২০১০)
- হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
- কোটি টাকার প্রেম (২০১১)
- সে আমার মন কেড়েছে (২০১২)
- ভালোবাসার রঙ (২০১২)
- হানিমুন (২০১২)
- মোস্ট ওয়েলকাম (২০১২)
- দ্যা স্পিড (২০১২)
- ডন নাম্বার ওয়ান (২০১২)
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)[১১]
- রোমিও (২০১৩)
- ভালোবাসা জিন্দাবাদ (২০১৩)
- অন্য রকম ভালোবাসা (২০১৩)
- নিঃস্বার্থ ভালোবাসা (২০১৩)
- তবুও ভালোবাসি (২০১৩)
- প্রেম করবো তোমার সাথে (২০১৪)
- তোকে ভালোবাসতেই হবে (২০১৪)
- হিরো দ্য সুপারস্টার (২০১৪)
- আই ডোন্ট কেয়ার (২০১৪)
- স্বপ্ন যে তুই (২০১৪)
- অল্প অল্প প্রেমের গল্প (২০১৪)
- কিস্তিমাত (২০১৪)
- লাভ স্টেশন (২০১৪)
- অ্যাকশন জেসমিন (২০১৫)
- অগ্নি ২ (২০১৫)
- আশিকী (২০১৫)
- লাভ ম্যারেজ (২০১৫)
- ব্ল্যাক মানি (২০১৫)
- ওয়ার্নিং (২০১৫)
- গেইম (২০১৫)
- বিগ ব্রাদার (২০১৫)
- মিসডকল (২০১৫)
- গ্যাংস্টার রিটানর্স (২০১৫)[১২]
- অনেক দামে কেনা (২০১৬)
- বাজে ছেলে: দ্য লোফার (২০১৬)[১৩]
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু (২০১৬)[১৪]
- ধ্যাততেরিকি (২০১৭)
- ডার্ক ওয়ার্ল্ড (২০২৪)
- লিপস্টিক (২০২৪)
অ্যালবাম
সম্পাদনাপুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩)
সমালোচনা
সম্পাদনা২০১৪ সালে তার স্ত্রী জিনাত কবীরের কিছু আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সমালোচিত হন এই সঙ্গীত ব্যক্তিত্ব।[১৮] তথ্যপ্রযুক্তি আইনে তাকে গ্রেফতার করা হয়।[১৯]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভিন্নরুপে শওকত আলী ইমন…"। সঙ্গীতাঙ্গন। ১৭ সেপ্টেম্বর ২০১৫। ২৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "সেলিব্রেটিদের আত্মীয়তার বন্ধন"। খুলনানিউজ.কম। ৬ এপ্রিল ২০১২। ২০১৬-০৩-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "আমাদের মিডিয়ার সাপোর্ট দরকার: শওকত আলী ইমন"। বিডিলাইভ। ৫ সেপ্টেম্বর ২০১৫। ৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ তানজিল আহমেদ জনি (২৯ মার্চ ২০১৫)। "কালজয়ী অনেক গানই নকল: শওকত আলী ইমন"। বিডিনিউজ। ৩১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "Emon's new arrival- Tasif [ইমনের নতুন মুখ - তাসিফ]"। প্রিয় নিউজ। ১১ অক্টোবর ২০১২। ২২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ সমুদ্র বিপ্লব (১৫ জুলাই ২০১৫)। "যারা প্রকৃত মেধাবী তারাই সংগীতজগতে টিকে থাকবে: শওকত আলী ইমন"। ফেমাস নিউজ। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শওকত আলী ইমন"। প্রিয় নিউজ। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "Heart to heart with Bijori-Emon [একসাথে বিজরী-ইমন]"। দ্য ডেইলি স্টার। ১ সেপ্টেম্বর ২০০৬। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "সঙ্গীত পরিচালক ইমন গ্রেফতার"। দৈনিক ইত্তেফাক। ২১ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "প্রেমিকা জিনাতকে বিয়ে করলেন শওকত আলী ইমন"। নিউজ৭১। ৬ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী'র অডিও রেকর্ডিং শুরু"। দৈনিক যায় যায় দিন। সেপ্টেম্বর ২৭, ২০১২। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ আহমেদ জামান শিমুল (২ আগস্ট ২০১৫)। "পান্থ কানাই গাইলেন টাইটেল গান"। ঢালিউড২৪.কম। ৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "দুই দুটি সিনেমা মুক্তি পেল আইসক্রিম ও বাজে ছেলে"। মিডিয়া খবর। ২৯ এপ্রিল ২০১৬। ২ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "আবার শওকত আলী ইমন ও আসিফ"। বিডিনিউজ। ১ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শওকত আলী ইমনের সুরে হৃদয় খান"। মিডিয়া খবর। ২৭ জুন ২০১৫। ২৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "শওকত আলী ইমন ফিচারিং আসিফ প্রজেক্টের"। বিডিলাইভ। ২৬ আগস্ট ২০১৫। ২৮ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "ডলি সায়ন্তনীর 'প্রজেক্ট ডলি'"। মিডিয়া খবর। ২৭ ফেব্রুয়ারি ২০১৬। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "গায়ক শওকত আলী ইমন কারাগারে"। দৈনিক প্রথম আলো। আগস্ট ২১, ২০১৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
- ↑ "শওকত আলী ইমন গ্রেফতার"। বাংলাদেশ প্রতিদিন। আগস্ট ২১, ২০১৪। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শওকত আলী ইমন (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে শওকত আলী ইমন