রেবেকা সুলতানা
বাংলাদেশের ৯ম ফার্স্ট লেডি
রেবেকা সুলতানা একজন বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি বাংলাদেশের ৯ম ফার্স্ট লেডি এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের স্ত্রী।[১] তিনি ২৪ এপ্রিল ২০২৩ থেকে বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রেবেকা সুলতানা | |
---|---|
![]() ২০২৩ সালে রেবেকা সুলতানা | |
বাংলাদেশের ফার্স্ট লেডি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৪ এপ্রিল ২০২৩ | |
রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
পূর্বসূরী | রাশিদা হামিদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | দিলালপুর, পাবনা |
জাতীয়তা | বাংলাদেশী |
দাম্পত্য সঙ্গী | মোহাম্মদ সাহাবুদ্দিন (বি. ১৯৭২) |
সন্তান | ১ |
পিতা | আলী আকতার |
যে জন্য পরিচিত | বাংলাদেশের ৯ম ফার্স্ট লেডি |
কর্মজীবন
সম্পাদনারেবেকা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন ও যুগ্ম সচিব হিসেবে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ প্রোগ্রাম বিভাগের অধ্যাপক ছিলেন[২][৩] এবং ফ্রেন্ডস ফর চিলড্রেন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪]
ব্যক্তিগত জীবন
সম্পাদনারেবেকা সুলতানা ১৯৭২ সালের ১৬ নভেম্বর মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। তাদের এক সন্তান রয়েছে, যার নাম মো. আরশাদ আদনান (রনি)।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জ্ঞানভিত্তিক শিক্ষা জাতিকে এগিয়ে নিতে পারে -ড. রেবেকা সুলতানা"। আমাদের সময়। ২৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "বঙ্গভবনে যাওয়ার পর প্রথমবার নিজ কর্মস্থলে ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা"। ডেইলি ভোরের পাতা। ৮ মে ২০২৩।
- ↑ "হঠাৎ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতিপত্নী ড. রেবেকা, হলেন প্রধান উপদেষ্টা"। ঢাকাটাইমস। ২৩ মার্চ ২০২৩। Archived from the original on ৩০ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "একনজরে রাষ্ট্রপতি প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন"। আরটিভি। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে রেবেকা সুলতানা সম্পর্কিত মিডিয়া দেখুন।