রেবেকা সুলতানা

বাংলাদেশের ৯ম ফার্স্ট লেডি

রেবেকা সুলতানা একজন বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি বাংলাদেশের ৯ম ফার্স্ট লেডি এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের স্ত্রী।[] তিনি ২৪ এপ্রিল ২০২৩ থেকে বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রেবেকা সুলতানা
২০২৩ সালে রেবেকা সুলতানা
বাংলাদেশের ফার্স্ট লেডি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৪ এপ্রিল ২০২৩
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
পূর্বসূরীরাশিদা হামিদ
ব্যক্তিগত বিবরণ
জন্মদিলালপুর, পাবনা
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীমোহাম্মদ সাহাবুদ্দিন (বি. ১৯৭২)
সন্তান
পিতাআলী আকতার
যে জন্য পরিচিতবাংলাদেশের ৯ম ফার্স্ট লেডি

কর্মজীবন

সম্পাদনা

রেবেকা সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন ও যুগ্ম সচিব হিসেবে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ প্রোগ্রাম বিভাগের অধ্যাপক ছিলেন[][] এবং ফ্রেন্ডস ফর চিলড্রেন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

রেবেকা সুলতানা ১৯৭২ সালের ১৬ নভেম্বর মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। তাদের এক সন্তান রয়েছে, যার নাম মো. আরশাদ আদনান (রনি)।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জ্ঞানভিত্তিক শিক্ষা জাতিকে এগিয়ে নিতে পারে -ড. রেবেকা সুলতানা"আমাদের সময়। ২৫ ফেব্রুয়ারি ২০২৪। 
  2. "বঙ্গভবনে যাওয়ার পর প্রথমবার নিজ কর্মস্থলে ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা"ডেইলি ভোরের পাতা। ৮ মে ২০২৩। 
  3. "হঠাৎ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতিপত্নী ড. রেবেকা, হলেন প্রধান উপদেষ্টা"ঢাকাটাইমস। ২৩ মার্চ ২০২৩। Archived from the original on ৩০ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৪ 
  4. "একনজরে রাষ্ট্রপতি প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন"আরটিভি। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা