পাবনা
পাবনা বাংলাদেশের মধ্য ভাগে অবস্থিত একটি জেলা ।পাবনা জেলা বাংলাদেশের মধ্যভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে পাবনা বাংলাদেশের একটি “এ” শ্রেণিভুক্ত জেলা।এই জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক হার্ডিণ্জ সেতু আর এর পাশেই অবস্থিত লালন শাহ সেতু। এই জেলাটি রাজশাহী বিভাগের একটি জেলা। এই জেলাটি উত্তরবঙ্গের একটি জেলা। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ইছামতি নদ।এই জেলার কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হলো:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা ক্যাডেট কলেজ,সরকারি বুলবুল কলেজ, সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি । এছাড়া পাবনা সরকারি মানসিক হাসপাতাল একটি ঐতিহাসিক হাসপাতাল, এটিও পাবনাতেই অবস্থিত দর্শনীয় স্থানঃশ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ,ক্ষেতুপাড়া জমিদার বাড়ি,হার্ডিণ্জ সেতু,সরকারি মানসিক হাসপাতাল ইত্যাদি।এই জেলার ঈশ্বরদী উপজেলায় গড়ে তোলা হয়েছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেটা পদ্মা নদীর পাশেই অবস্থিত।সব মিলিয়ে এটি বেশ উন্নত মানের জেলা।
পাবনা | |
---|---|
ঘড়ির কাঁটার ক্রমানুযায়ী: তারাস রাজবাড়ী, দুর্জয় জাগরণ স্মৃতিসৌধ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, ইছামতী নদী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ | |
স্থানাঙ্ক: ২৪°০১′ উত্তর ৮৯°১৩′ পূর্ব / ২৪.০১৭° উত্তর ৮৯.২১৭° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উচ্চতা | ১৬ মিটার (৫২ ফুট) |
জনসংখ্যা (২০২১) | |
• মোট | ৩,০১,০০০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | pabna |
প্রশাসনসম্পাদনা
পাবনা পৌরসভা একজন মেয়র এবং ১৫ জন কাউন্সিলর এবং ৫ জন মহিলা কাউন্সিলর দ্বারা গঠিত। প্রতিটি কাউন্সিলর শহরের একটি করে ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। তারা সবাই জনগণের ভোটে সরাসরি নির্বাচিত।
যাতায়াতসম্পাদনা
যমুনা বহুমুখী সেতু পার হয়ে সড়কপথে রাজধানী ঢাকা থেকে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার পথ। এছাড়া নদী পথে আরিচা থেকে নগরবাড়ি ঘাট হয়ে ৪ ঘণ্টায় পাবনায় যাওয়া যায়।
পাবনা সড়ক দ্বারা সব জেলা এবং শহরগুলির সাথে সংযুক্ত। পাবনা শহর নতুন রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে। শালগরিয়ায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছাকাছি পাবনা রেলওয়ে স্টেশনটি অবস্থিত। এর আগে রেলওয়ে ছিল টেবুনিয়ায়, যা শহরের কেন্দ্র থেকে ১০ কিমি দূরে ছিল।
জলবায়ুসম্পাদনা
পাবনা-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৫.৩ (৭৭.৫) |
২৮.৫ (৮৩.৩) |
৩৩.৬ (৯২.৫) |
৩৬.৭ (৯৮.১) |
৩৫.২ (৯৫.৪) |
৩২.৭ (৯০.৯) |
৩১.৭ (৮৯.১) |
৩১.৮ (৮৯.২) |
৩২.২ (৯০.০) |
৩১.৬ (৮৮.৯) |
২৯.১ (৮৪.৪) |
২৬.৪ (৭৯.৫) |
৩১.২ (৮৮.২) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১১.৬ (৫২.৯) |
১৩.৯ (৫৭.০) |
১৮.৫ (৬৫.৩) |
২২.৮ (৭৩.০) |
২৪.৬ (৭৬.৩) |
২৫.৬ (৭৮.১) |
২৫.৯ (৭৮.৬) |
২৬.৪ (৭৯.৫) |
২৬.২ (৭৯.২) |
২৩.৬ (৭৪.৫) |
১৭.৫ (৬৩.৫) |
১২.৯ (৫৫.২) |
২০.৮ (৬৯.৪) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ১৯ (০.৭) |
১৮ (০.৭) |
৩৪ (১.৩) |
৫৬ (২.২) |
১৫৯ (৬.৩) |
৩০০ (১১.৮) |
২৬০ (১০.২) |
২৯৪ (১১.৬) |
২৪২ (৯.৫) |
২০১ (৭.৯) |
১৭ (০.৭) |
৩ (০.১) |
১,৬০৩ (৬৩.১) |
উৎস: Climate-data.org |
শিক্ষাপ্রতিষ্ঠানসম্পাদনা
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- পাবনা মেডিকেল কলেজ
- পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- পাবনা ক্যাডেট কলেজ
- সরকারী এডওয়ার্ড কলেজ
- সরকারী শহীদ বুলবুল কলেজ
- সরকারী মহিলা কলেজ, পাবনা
- পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট
- পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
- সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পাবনা
- পাবনা জিলা স্কুল
- মেরিন একাডেমী, পাবনা
- শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা
- পাবনা ইসলামিয়া মাদ্রাসা
- পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পাবনা
উল্লেখযোগ্য ব্যক্তিসম্পাদনা
- বন্দে আলী মিয়া , বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।
- জয়ন্ত নাথ চৌধুরী, সাবেক ভারতীয় সেনাপ্রধান
- অধ্যাপক ড. আবু সাইয়িদ , সাবেক তথ্য প্রতিমন্ত্রী , সংবিধান প্রণয়ন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য , সার্ক -এর তথ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান, লেখক ও গবেষক,রাকসু ভিপি ,মিল্কভিটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বঙ্গবন্ধু কর্তৃক পাবনা জেলা গভর্নর , মুক্তিযুদ্ধের সংগঠক, সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ , নির্বাহী সভাপতি ,গণফোরাম ও সাবেক সংসদ সদস্য ,পাবনা-১
- আবদুল করিম খন্দকার (এ,কে খন্দকার) , এয়ার ভাইস মার্শাল , মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, উপ-প্রধান সেনাপতি
- ব্যবসায়ী স্যামসন এইচ চৌধুরী,
- সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, বাপ্পী লাহিড়ী, খ্যাতিমান উপস্থাপক
- ফজলে লোহানী, সাহিত্যিক
- প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক।(ছদ্মনাম বীরবল),
- জনপ্রিয় চিত্রনায়িকা সুচিত্রা সেন
- গৌরীপ্রসন্ন মজুমদার
- চঞ্চল চৌধুরী
- শামসুল হক টুকু (এমপি) ,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সভাপতি ,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
দর্শনীয় স্থানসম্পাদনা
ক্রমিক | নাম | কিভাবে যাওয়া যায় | |
১ | শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ(আশ্রম-মন্দির) | যে কোন স্থান হতে বাস অথবা নিজস্ব পরিবহন মারফত পাবনা বাস টার্মিনাল আগমন। বাস টার্মিনাল হতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ(আশ্রম-মন্দির) ৭ (সাত) কি:মি: দুরে অবস্থিত। উক্ত পথ বাস টার্মিনাল হতে রিক্সা/অটোরিক্সা/সিএনজি যোগে যাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। | |
২ | পাকশীস্থ হার্ডিঞ্জ ব্রিজ | পাবনা জেলা সদর হতে ঈশ্বরদী উপজেলার দুরত্ব আনুমানিক ২৫-৩০ কিলোমিটার। যাতায়াত ব্যবস্থা ভাল। ঈশ্বরদী উপজেলার ১টি ইউনিয়ন ও গ্রামের নাম পাকশী। পাকশী রুপপুর প্রকল্পের পাশে এবং পদ্মা নদীর তীরে পাকশী হার্ডিঞ্জ ব্রীজের অবস্থান। উক্ত স্থানে আনুমানিক ০১(এক) ঘন্টা সময়ে পাবনা জেলা শহর হতে সড়কপথে দাশুরিয়া মোড় হয়ে যাওয়া যায় | |
৩ | ক্ষেতুপাড়া জমিদার বাড়ী | সাথিয়া হইতে ৭ কি.মি দুরেক্ষেতুপাড়া ইউনিয়নে অবস্থিত। সাথিয়া থেকে সিএনজি করে ১৫ টাকা ভাড়া নেবে সাথিয়া টু চিনাখড়া রোডে। চিনাখড়া হতে ৩ কি. মি দুরে এবং ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ৫ কিলোমিটার দুরে। | |
৪ | জোড় বাংলা মন্দির | পাবনা শহর হতে রিক্সা/অটোরিক্সা/সিএনজি/নিজস্ব পরিবহন যোগে ১৫-২০ মিনিটে যাওয়া যায়। | |
৫ | ভাড়ারা শাহী মসিজদ | পাবনা শহর হতে ২০ মিনিট দুরত্বে সিএনজি/নিজস্ব পরিবহন যোগে যাওয়া যায়। | |
৬ | কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা | পাবনা শহর হতে রিক্সা/অটোরিক্সা/সিএনজি/নিজস্ব পরিবহন যোগে ১০-১৫ মিনিটে যাওয়া যায়। | |
৭ | প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস | প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস পাবনা শহর হতে প্রায় ৩৪-৩৫ কি:মি: দুরত্বে চাটমোহর উপজেলা হরিপুরে অবস্থিত। সিএনজি/নিজস্ব পরিবহন যোগে ১.৫০-২.০০ ঘন্টায় উক্ত যায়গায় যাওয়া যায়। | |
৮ | তাড়াশ জমিদার ভবন | পাবনা শহেরর প্রাণকেন্দ্রে আব্দুল হামিদ রোড সংলগ্ন গোপাল্পুর মৌজায় কারুকার্য খচিত দ্বিতল ভবনটি অবস্থিত | |
৯ | পাবনা মানসিক হাসপাতাল | সড়ক পথে যে কোন স্থান হতে বাস অথবা নিজস্ব পরিবহন মারফত পাবনা বাস টার্মিনাল আগমন। বাস টার্মিনাল হতে পাবনা মানিসিক হাসপাতাল ৭ (সাত) কি:মি: দুরে অবস্থিত। উক্ত পথ বাস টার্মিনাল হতে রিক্সা/অটোরিক্সা/সিএনজি যোগে আনুমানিক ৩০-৪০ মিনিটে যাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। | |
১০ | এডরুক লিমিটেড, পাবনা | পাবনা শহর হতে রিক্সা/অটোরিক্সা/সিএনজি/নিজস্ব পরিবহন যোগে ১০-১৫ মিনিটে যাওয়া যায়। | |
১১ | পাবনার ঐতিহ্যবাহী তাঁতশিল্প | পাবনার অন্যতম তাঁতপ্রধান এলাকা দোগাছী, সুজানগর, বেড়া, সাঁথিয়া, আটঘরিয়া ইত্যাদি । উক্ত স্থানে সড়ক পথে পাবনা জেলা শহর হতে সিএনজি/বাসযোগে সহজে যাওয়া যায় । | |
১২ | লালন শাহ সেতু | পাবনা জেলা সদর হতে ঈশ্বরদী উপজেলার দুরত্ব আনুমানিক ২৫-৩০ কিলোমিটার। যাতায়াত ব্যবস্থা ভাল। ঈশ্বরদী উপজেলার ১টি ইউনিয়ন ও গ্রামের নাম পাকশী। পাকশী রুপপুর প্রকল্পের পাশে এবং পদ্মা নদীর তীরে পাকশী লালন শাহ সেতু অবস্থান। উক্ত স্থানে আনুমানিক ০১(এক) ঘন্টা সময়ে পাবনা জেলা শহর হতে সড়কপথে দাশুরিয়া মোড় হয়ে যাওয়া যায় । | |
১৩ | চাটমাহর শাহী মসিজদ | চাটমোহর শাহী মসজিদ পাবনা শহর হতে প্রায় ৩৪-৩৫ কি:মি: দুরত্বে চাটমোহর উপজেলার বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত। সিএনজি/নিজস্ব পরিবহন যোগে ১.৫০-২.০০ ঘন্টায় উক্ত যায়গায় যাওয়া যায়। | |
১৪ | গজনার বিল | সুজানগর উপজেলা থেকে সড়কপথে সিএনজি যোগে প্রায় ৭ কি.মি. খয়রান ব্রিজের পূর্ব দিকে বিল গাজনায় যাওয়া যায়। | |
১৫ | সুজানগর আজিম চৌধুরী জমিদার বাড়ী | পাবনা হতে ১৯ কি.মি. দুরে সিএনজি/নিজ পরিবহন যোগে সুজানগর যাওয়া যায়। সুজানগর উপজেলা থেকে সিএনজি যোগে পোড়াডাঙ্গা বাজার হয়ে চিনাখড়া বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে পাবনা নগরবারী মহাসড়কের পার্শে দুলাই বাজারের ৫০০ মিটার দক্ষিণ দিকে রিক্সা/ভ্যান যোগে জমিদার বাড়ী যাওয়া যায়। | |
১৬ | তাঁতীবন্দ জমিদার বাড়ী | পাবনা হতে ১৯ কি.মি. দুরে সিএনজি/নিজ পরিবহন যোগে সুজানগর যাওয়া যায়। সুজানগর উপজেলা থেকে সি.এন.জি/ভ্যান যোগে উত্তর দিকে প্রায় ৫ কি.মি. দুরে তাঁতিবন্দ উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিদার বাড়ী যাওয়া যায়। | |
১৭ | ঈশ্বরদী রেল জংশন | বাংলাদেশের যে কোন জায়গা হতে রেল পথে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে অথবা পাবনা শহর হতে ২৬ কি.মি. দুরত্বে ঈশ্বরদী বাস টার্মিনালে নেমে সিএনজি/নিজস্ব পরিবহন যোগে যাওয়া যায়। | |
১৮ | আটঘরিয়া বংশীপাড়া গ্রামের চন্দ্রাবতীর ঘাট | পাবনা হতে ১২ কি.মি. দুরে সিএনজি/নিজ পরিবহন যোগে আটঘরিয়া যাওয়া যায়। সেখান থেকে ১১ কি.মি. দুরত্বে মাঝপাড়া ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামে চন্দ্রাবতীর ঘাটে যাওয়া যায়। |