পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাবনা জেলার সদর উপজেলায় ১৮৮৯ খ্রি. প্রতিষ্ঠিত হয়। বর্তমানের শিক্ষা ব্যবস্থা অত্যাধুনিক মডেল হিসাবে সুনামের সাথে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এটি কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান[১][২]

পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
অবস্থান

,
পাবনা-৬৬০০

তথ্য
ধরনসরকারি
প্রতিষ্ঠাকাল২৪ই ডিসেম্বর, ১৮৯৯
প্রতিষ্ঠাতাবাংলাদেশ সরকার
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাপাবনা জেলা
সেশন৬ষ্ঠ থেকে ১২শ
ইআইআইএন১৩২৯৫৪
অধ্যক্ষপ্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান
লিঙ্গবালক-বালিকা
সময়সূচির ধরনদিবা
সময়সূচিসকাল ৯:০০ ঘটিকা - দুপুর ২:০০ ঘটিকা
ক্যাম্পাসসমূহ১টি
ক্যাম্পাসের ধরনশহরে
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন
ওয়েবসাইট[১]

শিক্ষাকার্যক্রম সম্পাদনা

বর্তমানে প্রতিষ্ঠানটিতে এসএসসি এইচএসসি ও চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।

প্রতিষ্ঠানে বিদ্যমান কোর্স সমূহঃ

  • এসএসসি (ভোকেশনাল): নবম ও দশম শ্রেণী।
  • এইচএসসি (ভোকেশনাল): একাদশ ও দ্বাদশ শ্রেণী।
  • চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং : (ইলেকট্রিক্যাল,মেকানিক্যাল ও কম্পিউটার টেকনোলজি)।
  • এছাড়াও প্রায় প্রতিটি ট্রেডে শর্ট কোর্স চালু আছে।

টেকনোলজি সম্পাদনা

একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে

  1. কম্পিউটার প্রকৌশল
  2. তড়িৎ প্রকৌশল
  3. যন্ত্রকৌশল
  4. পুরকৌশল
  5. এনভায়রনমেন্টাল
  6. কন্সট্রাকশন
  7. পাওয়ার
  8. কম্পিউটার
  9. ইলেকট্রনিক্স
  10. রেফ্রিঃএন্ডএয়ারকন্ডিশ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শিক্ষা ব্যবস্থায় অত্যাধুনিক মডেল পাবনা'র সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ"gnewsbd24.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮ 
  2. "Institute Basic Info"Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩০ জানুয়ারী ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০