সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পাবনা
পাবনা জেলার সদর উপজেলায় ১৮৮৯ খ্রি. প্রতিষ্ঠিত হওয়া বর্তমানের পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষা ব্যবস্থা অত্যাধুনিক মডেল হিসাবে সুনামের সাথে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এটি কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান[১][২]
শিক্ষাকার্যক্রম সম্পাদনা
বর্তমানে প্রতিষ্ঠানটিতে এসএসসি এইচএসসি ও চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে।
প্রতিষ্ঠানে বিদ্যমান কোর্স সমূহঃ
- এসএসসি (ভোকেশনাল): নবম ও দশম শ্রেণী।
- এইচএসসি (ভোকেশনাল): একাদশ ও দ্বাদশ শ্রেণী।
- চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং : (ইলেকট্রিক্যাল,মেকানিক্যাল ও কম্পিউটার টেকনোলজি)।
- এছাড়াও প্রায় প্রতিটি ট্রেডে শর্ট কোর্স চালু আছে।
টেকনোলজি সম্পাদনা
একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে
- কম্পিউটার প্রকৌশল
- তড়িৎ প্রকৌশল
- যন্ত্রকৌশল
- পুরকৌশল
- এনভায়রনমেন্টাল
- কন্সট্রাকশন
- পাওয়ার
- কম্পিউটার
- ইলেকট্রনিক্স
- রেফ্রিঃএন্ডএয়ারকন্ডিশন
অবস্থান সম্পাদনা
সাফল্য সম্পাদনা
কৃতি শিক্ষার্থী সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "শিক্ষা ব্যবস্থায় অত্যাধুনিক মডেল পাবনা'র সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ"। gnewsbd24.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ "Institute Basic Info"। Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩০ জানুয়ারী ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০।