বন্দে আলী মিয়া
বন্দে আলী মিয়া (১৭ই জানুয়ারি ১৯০৬ - ২৭শে জুন ১৯৭৯) ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।[১]
বন্দে আলী মিয়া | |
---|---|
জন্ম | ১৭ই জানুয়ারি ১৯০৬ খ্রিস্টাব্দ রাধানগর, পাবনা |
মৃত্যু | ২৭শে জুন, ১৯৭৯ খ্রিস্টাব্দ রাজশাহী |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয়(১৯০৬-১৯৪৭) পাকিস্তানি (১৯৪৭-১৯৭১) বাংলাদেশি (১৯৭১-১৯৭৯) |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯০৬-১৯৪৭) পাকিস্তান (১৯৪৭-১৯৭১) বাংলাদেশ (১৯৭১-১৯৭৯) |
পরিচিতির কারণ | কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক |
পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার , একুশে পদক |
জন্ম ও পরিবার
সম্পাদনাবন্দে আলী মিয়া পাবনা জেলার রাধানগর গ্রামে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুন্সী উমেদ আলী ছিলেন পাবনা জজকোর্টের একজন নিম্ন পদের কর্মচারী।[২]
শিক্ষা ও কর্মজীবন
সম্পাদনাতিনি রাধানগর মজুমদার একাডেমি (স্কুল অ্যান্ড কলেজ) পাবনা থেকে ১৯২৩ সালে ম্যাট্রিকুলেশন পাস করে কলকাতা আর্ট একাডেমিতে ভর্তি হন এবং ১ম বিভাগে উত্তীর্ণ হন। ১৯২৫-এ ইসলাম দর্শন পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। ১৯৩০ থেকে ১৯৪৬ পর্যন্ত কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন। তাঁর কলকাতা যাপনের কালে বন্দে আলী মিয়া রবীন্দ্র-নজরুলের সান্নিধ্য লাভ করেন। তখন তাঁর প্রায় ২০০ খানা গ্রন্থ প্রকাশিত হয়। সে সময় বিভিন্ন গ্রামোফোন কোম্পানিতে তাঁর রচিত পালাগান ও নাটিকা রের্কড আকারে কলকাতার বাজারে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।[৩] ১৯৬৪-র পর প্রথমে ঢাকা বেতারে ও পরে রাজশাহী বেতারে চাকরি করেন। তিনি তাঁর কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় প্রদান করেছেন। প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে।
সাহিত্যকর্ম
সম্পাদনাতার উলেস্নখযোগ্য গ্রন্থগুলোর হলো।[৪]
কাব্যগ্রন্থ
সম্পাদনা- ময়নামতির চর (১৯৩২),
- অনুরাগ (১৯৩২),
- পদ্মানদীর চর (১৯৫৩),
- মধুমতীর চর (১৯৫৩),
- ধরিত্রী (১৯৭৫)
উপন্যাস
সম্পাদনা- অরণ্য
- গোধূলী
- ঝড়ের সংকেত
- নীড়ভ্রষ্ট (১৯৫৮)
- জীবনের দিনগুলো
- বসন্ত জাগ্রত দ্বারে (১৯৩১),
- শেষ লগ্ন (১৯৪১),
- অরণ্য গোধূলি (১৯৪৯),
- শ্রাবণের দিনগুলো
শিশুতোষ গ্রন্থ
সম্পাদনা- চোর জামাই (১৯২৭)
- মেঘকুমারী (১৯৩২)
- মৃগপরী (১৯৩৭)
- বোকা জামাই (১৯৩৭)
- কামাল আতার্তুক (১৯৪০)
- ডাইনী বউ (১৯৫৯)
- রূপকথা (১৯৬০)
- কুঁচবরণ কন্যা (১৯৬০)
- ছোটদের নজরুল (১৯৬০)
- শিয়াল পন্ডিতের পাঠশালা (১৯৬৩)
- বাঘের ঘরে ঘোগের বাসা
- সাত রাজ্যের গল্প (১৯৭৭)।
- হাদিসের গল্প
★ নীল অন্ধকার
সম্মাননা
সম্পাদনাশিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার[৫] এবং ১৯৬৫ সালে প্রেসিডেন্ট পুরস্কার,[৬] ১৯৭৮ সালে রাজশাহীর উত্তরা সাহিত্য মজলিস পদক লাভ করেন। তিনি ১৯৮৮ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।[৭] ১৯৬৭ সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার লাভ করেন সাহিত্যে উল্লেখযোগ্য অবদান এর জন্য।[৬]
মৃত্যু
সম্পাদনা১৯৭৯ সালের ২৭শে জুন রাজশাহীতে তাঁর মৃত্যু হয়।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মিয়া, বন্দে আলী - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৭।
- ↑ সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ২৪৪।
- ↑ "কবি বন্দে আলী মিয়া"। www.kalerkantho.com। ২০১৫-০৭-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২০।
- ↑ "বন্দে আলী মিয়া গ্রাম মাটি ও মানুষের কবি অলোক আচার্য"। jjdin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২০।
- ↑ এমদাদ হোসেন ভূঁইয়া (২৭ জুন ২০২০)। "মরমি কবি বন্দে আলী মিয়া"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৪।
- ↑ ক খ "বন্দে আলী মিয়ার জন্ম"। জাগো নিউজ ২৪। ১৫ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৪।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "বহুমাত্রিক বন্দে আলী মিয়া"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২০।
- ↑ "কবি বন্দে আলী মিয়া'র ১১৭তম জন্মবার্ষিকী শুক্রবার"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২০।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |