পাবনা ইসলামিয়া মাদ্রাসা
পাবনা ইসলামিয়া মাদরাসা অফিশিয়ালি পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত একটি ইসলাম ধর্মীয় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।[১] তবে মাদ্রাসাটি তার মাতৃ প্রতিষ্ঠান দারুল আমান ট্রাষ্ট নামেই অধিক পরিচিত।[২] ২০১১ সালের দাখিল পরীক্ষায় মাদরাসা বোর্ডে সারা দেশে এই প্রতিষ্ঠানটি ২য় স্থান এবং ২০১৪ সালে ৯ম স্থান লাভ করে।[৩] এই মাদ্রাসাটি দারুল আমান ট্রাষ্ট নামক প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয়ে থাকে।
নীতিবাক্য | প্রভু আমার জ্ঞানের আলো বাড়িয়ে দাও (আরবি: ربِّ زدنی علماً) |
---|---|
ধরন | এমপিও ভুক্ত |
স্থাপিত | ১৯৯৩ |
প্রতিষ্ঠাতা | দারুল আমান ট্রাস্ট, পাবনা |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড |
অধ্যক্ষ | হাফেজ মাওলানা ইকবাল হুসাইন |
শিক্ষার্থী | ২,৫০০+ |
প্রাক্তন শিক্ষার্থী | পাবনা ইসলামিয়া মাদ্রাসা অ্যালামনি আসোসিয়েসন (PIMAA) |
ঠিকানা | দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস, লস্করপুর , , 6600 , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | শহুরে, ২৫ একর |
ভাষা | বাংলা, আরবি ও ইংরেজি |
সংক্ষিপ্ত নাম | ইসলামিয়া মাদরাসা পা.ই.মা |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনা১৯৯১ সালের ১৮ ডিসেম্বর পাবনা দারুল আমান ট্রাস্ট প্রতিষ্ঠিত হবার[৪] প্রায় ১৪ মাস পর, ১৯৯৩ সালের ১৬ জানুয়ারী, স্থানীয় জনৈক আলহাজ্ব আছির উদ্দীন সরদার, দারুল আমান ট্রাস্টকে সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য পাবনা বাস টার্মিনালের উত্তরে লস্করপুর মৌজায় সাড়ে ৭ বিঘা জমি দান করেন। এর অনধিক ৩ মাসের মধ্যেই, সেই জমিতে দারুল আমান ট্রাস্টের উদ্যোগে ‘পাবনা ইসলামিয়া মাদরাসা’ নামে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হয়। মাদরাসা প্রতিষ্ঠাকালীন সময়ে ভারপ্রাপ্ত সুপার হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুর রহীম দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মাওলানা আব্দুর রবকে সুপারের দায়িত্ব দেয়া হয়। ক্রমান্বয়ে মাদরাসাটি ইবতেদায়ী থেকে দাখিল এবং তারপর আলীম স্তরে উন্নীত হয়। প্রতিষ্ঠার পর থেকে বরাবরই মাদরাসাটির ফলাফল ভাল বিধায় ২০১৯ সালেও দাখিল ও আলিম পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড প্রদত্ত ‘মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি’ লাভ করেছে। [৫] ২০২০ সালে এই মাদ্রাসায় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়।[২] বর্তমানে মাদরাসাটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা ইকবাল হুসাইন।
সহশিক্ষা কর্মসূচী
সম্পাদনা- শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি। এখানে মনন নামে একটি পাবলিকেশন রয়েছে।
পোশাক
সম্পাদনা- ছাত্রঃ সাদা পাজামা, গাড় সবুজ (পেস্ট কালার) পাঞ্জাবী, সাদা টুপি এবং সাদা জুতা-মোজা।
- ছাত্রীঃ সাদা পাজামা, গাড় সবুজ (পেস্ট কালার) ফ্রক, সাদা স্কার্ফ এবং সাদা জুতা-মোজা।
চিত্রশালা
সম্পাদনা-
কাছ থেকে ইসলামিয়া মাদ্রাসা
-
পাবনা ইসলামিয়া মাদ্রাসার সম্পূর্ণ চিত্র
-
দক্ষিণ-পশ্চিম কোণ থেকে পাবনা ইসলামিয়া আলিম মাদরাসার অবকাঠামো
-
২১ ফেব্রুয়ারি, ২০১৭: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
-
২১ ফেব্রুয়ারি, ২০১৭: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রাজশাহীর সেরা দশ, শীর্ষে পাবনা ইসলামিয়া"। banglanews24.com। ২০১২-১২-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২০।
- ↑ ক খ "পাবনা দারুল আমান ট্রাস্ট সেন্ট্রাল লাইব্রেরি উদ্বোধন"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬।
- ↑ আব্দুর রহীম, অধ্যাপক মুহাম্মদ (ফেব্রুয়ারি ২২, ২০২০)। "স্মৃতির পাতায় মাওলানা আবদুস সুবহান"। দৈনিক সংগ্রাম (প্রিন্ট সংস্করণ)। জাতীয় দৈনিক। ৫ম পাতা। সংগ্রহের তারিখ মার্চ ১১, ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রহমান, রেজিস্ট্রার, মো: সিদ্দিকুর (২০২০) [2019]। "২০১৯ সালের দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 'মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি' প্রদান" (পিডিএফ)। বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড, ঢাকা (বাংলা and English ভাষায়) (প্রকাশিত হয় ২০২০-০১-০৭)। পৃষ্ঠা ২২, ৩০, ৩৯, ৫২। ২০২০-০১-১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১।
বহিঃসংযোগ
সম্পাদনাপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মে ২০২০ তারিখে