এসকে ফিল্মস

বাংলাদেশী চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা

এসকে ফিল্মস হচ্ছে একটি বাংলাদেশী চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা। এর প্রতিষ্ঠাতা শাকিব খান

এসকে ফিল্মস
ধরনব্যক্তিমালিকানাধীন
শিল্পবিনোদন
প্রতিষ্ঠাকাল২০১৪
প্রতিষ্ঠাতাশাকিব খান
সদরদপ্তর,
পণ্যসমূহচলচ্চিত্র
সঙ্গীত
মালিকশাকিব খান

ইতিহাস সম্পাদনা

২০১৪ সালে শাকিব খান এসকে ফিল্মস নামের একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। ফেব্রুয়ারি ২০২০-এর হিসাব অনুযায়ী তিনি তিনটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। ৫ বছর পর ২০১৯ সালে তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ব্যানারে পাসওয়ার্ড চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রযোজনায় ফেরেন এই অভিনেতা। এটি মুক্তির দিক দিয়ে তার প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ২০১৮ সালে তিনি হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা নামে একটি চলচ্চিত্র প্রযোজনায় হাত দেন। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন ইধিকা পাল। চলচ্চিত্রটি ঈদুল আযহায় মুক্তি পায়। তার সর্বশেষ প্রযোজিত চলচ্চিত্র বীর,[১] যা ২০২০ সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়। এর আগে ২০১৯ সালে তিনি একসঙ্গে চারটি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দেন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র পরিচালক সূত্র
২০১৪ হিরো: দ্য সুপারস্টার বদিউল আলম খোকন [২]
২০১৯ পাসওয়ার্ড মালেক আফসারী [৩]
২০২০ বীর কাজী হায়াৎ [৪]
২০২৩ প্রিয়তমা হিমেল আশরাফ
[৫]
ফাইটার বদিউল আলম খোকন
পাসওয়ার্ড ২ মালেক আফসারী
কবি হাসিবুর রেজা কল্লোল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৮০ সিনেমা হলে কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র 'বীর'"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৪ 
  2. "'হিরো দ্য সুপারস্টার'-এর পর 'পাসওয়ার্ড'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০১ 
  3. "ছবির নাম পেনড্রাইভও হতে পারত"প্রথম আলো। ১৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  4. "কাজী হায়াতের পঞ্চাশতম, শাকিবের প্রথম!"চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৮ 
  5. "কুরবানি ঈদে আসছে শাকিবের 'প্রিয়তমা'"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৫ 


বহিঃসংযোগ সম্পাদনা

ফেসবুকে এসকে ফিল্মস

ইউটিউবে এসকে ফিল্মস