অবতার (২০১৯-এর চলচ্চিত্র)
২০১৯ সালের বাংলাদেশী চলচ্চিত্র
অবতার হল ২০১৯ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র, যেটিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, জেএইচ রুশো, আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদসহ আরো অনেকে।
অবতার | |
---|---|
![]() অবতার এর পোস্টার | |
পরিচালক | মাহমুদ হাসান শিকদার |
প্রযোজক | এস এম ইমরুল কায়েস |
রচয়িতা | মাহমুদ হাসান শিকদার |
শ্রেষ্ঠাংশে | মাহিয়া মাহি জেএইচ রুশো আমিন খান মিশা সওদাগর রাইসুল ইসলাম আসাদ |
চিত্রগ্রাহক | মাহমুদুল হাসান শিকদার |
প্রযোজনা কোম্পানি | সাগা এন্টারটেইনমেন্ট |
মুক্তি | ১৩ সেপ্টেম্বর ২০১৯ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- মাহিয়া মাহি
- জেএইচ রুশো
- আমিন খান
- মিশা সওদাগর
- রাইসুল ইসলাম আসাদ
- শিবা সানু
- সুব্রত
- সুস্মিতা সিনহা
- শিল্পী সরকার অপু
- মিলন ভট্ট
নির্মাণ
সম্পাদনা২০১৭ সালের ডিসেম্বরে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় এবং ২০১৮ সালের ডিসেম্বরে তা শেষ হয়।[১] ২০১৯ সালের ১৯ মার্চ চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র লাভ করে।[২]
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটির মুক্তির তারিখ ২০১৯ সালের ১৯ জুলাই শুরুতে নির্ধারণ করা হয়েছিল।[১][৩][৪] পরে সে তারিখ পরিবর্তন করা হয় এবং ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়।[৫][৬][৭] চলচ্চিত্রটি মুক্তির পর চলচ্চিত্রটির অভিনেতা আমিন খান যুগান্তর পত্রিকায় এক সাক্ষাৎকারে হ্যাকিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "'অবতার' নিয়ে ফিরছেন মাহি"। আরটিভি। ১২ জুন ২০১৯। ২৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "ছাড়পত্র পেল মাহির 'অবতার'"। বাংলাদেশ প্রতিদিন। ২১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "১৯ জুলাই মুক্তি পাচ্ছে 'অবতার'"। বাংলানিউজ২৪.কম। ১১ জুন ২০১৯। ২৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "পর্দায় ফিরছেন মাহিয়া মাহি"। বাংলা ট্রিবিউন। ১২ জুন ২০১৯। ২৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।
- ↑ "বন্যা ও আমদানি ছবির কারণে থমকে গেল মাহির 'অবতার'"। চ্যানেল আই। ১৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- ↑ "আজ থেকে প্রেক্ষাগৃহে দুই নায়িকার লড়াই"। ভোরের কাগজ। ১৩ সেপ্টেম্বর ২০১৯। ২৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "আজ মাহী- তিশা মুখোমুখি"। ইত্তেফাক। ১৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "ভালো ছবির প্রচারণা কোনো একটি শ্রেণি বন্ধ করতে চায়"। যুগান্তর। ২২ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৯।