দৈনিক যুগান্তর

বাংলাদেশী পত্রিকা
(যুগান্তর থেকে পুনর্নির্দেশিত)

দৈনিক যুগান্তর হলো বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশী দৈনিক সংবাদপত্র। ২০০০ সালের ১ ফেব্রুয়ারি এটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি যমুনা গ্রুপের একটি অংশ।[১][২][৩]

যুগান্তর
যুগান্তরের লোগো.svg
ধরনদৈনিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট ও অনলাইন সংস্করণ
মালিকযমুনা গ্রুপ
প্রকাশকসালমা ইসলাম
সম্পাদকসাইফুল আলম
প্রতিষ্ঠাকাল১ ফেব্রুয়ারি ২০০০
ভাষাবাংলা
সদর দপ্তরক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
প্রচলন২ লক্ষ ৩০ হাজার কপি
ওয়েবসাইটযুগান্তর

পত্রিকার বিবরণসম্পাদনা

যুগান্তর 'ব্রডশিট' আকারে মুদ্রিত হয়। কলাম সংখ্যা ৮। পত্রিকাটি চার রঙে মুদ্রিত। নিয়মিত সংখ্যা ২০ পৃষ্ঠা। সপ্তাহে এক দিন মূল ব্রডশিট পত্রিকার সঙ্গে ম্যাগাজিন প্রকাশিত হয়। ২০০০ সালের ১ ফেব্রুয়ারি দেশের খ্যাতনামা সাংবাদিক গোলাম সারওয়ারের সম্পাদনায় এ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সত্যের সন্ধানে নির্ভীক শ্লোগান নিয়ে যুগান্তর এ পর্যন্ত জাতীয় বিষয়ে সাহসী রিপোর্ট করেছে। যার ফলে অনেক সময় বিভিন্ন প্রতিকূলতার মোকাবেলাও করতে হয়েছে এ গণমাধ্যমটিকে[৪]। বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হয়েছেন পত্রিকাটির সাংবাদিক ও কর্তৃপক্ষ[৫]

প্রতিদিনের আয়োজনসম্পাদনা

যুগান্তরে নিয়মিত আয়োজনে থাকে- খবর, সম্পাদকীয়, বাংলার মুখ, দশদিগন্ত, খেলাধুলা, আনন্দনগর, টিউটোরিয়াল, চিঠিপত্র, বাতায়ন ইত্যাদি। এছাড়াও এ পত্রিকাটি নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের ফিচার পাতা প্রকাশ করে থাকে।

বিশেষ ফিচারসম্পাদনা

  • একদিন প্রতিদিন
  • তারা ঝিলমিল
  • সুরঞ্জনা
  • প্রতিমঞ্চ

সামাজিক কর্মসূচিসম্পাদনা

সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুগান্তর[৬] সক্রিয়ভাবে জড়িত রয়েছে। পাঠক সংগঠন স্বজন সমাবেশের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও মাদকবিরোধী আন্দোলনসহ নানা কর্মসূচি পালন করে থাকে। এছাড়াও মুক্তিযোদ্ধা সংবর্ধনা[৭], বই উৎসব[৮], শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ সমসাময়িক নানা কর্মসূচি পালন করে থাকে।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Daily Jugantor"। ১৫ ফেব্রুয়ারি ২০১৭। 
  2. "The Daily Jugantor -Jamuna Group"। ২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২১ 
  3. "Jugantor - Most Popular Bangla News - Entertainment - Breaking News"Jugantor 
  4. প্রতিবেদক, নিজস্ব। "রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে দেশে সাংবাদিক নির্যাতন বেড়েছে"Prothomalo 
  5. প্রতিবেদক, নিজস্ব; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "যমুনার বাবুলের বিরুদ্ধে এনবিআরের জিডি"bangla.bdnews24.com 
  6. "যুগান্তরকে জাগো নিউজের শুভেচ্ছা"jagonews24.com 
  7. "স্বজন সমাবেশ | Jugantor | Most Popular Bangla News | Entertainment | Breaking News"Jugantor [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. সিলেটে বইপড়া উৎসব[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগসম্পাদনা