মাটির ঠিকানা

২০১১-এর চলচ্চিত্র

মাটির ঠিকানা হচ্ছে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ এবং সন্ধানী কথাচিত্রের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ ও মিত্র দেব নাথ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, আলমগীরপারভীন সুলতানা দিতি। চলচ্চিত্রটি ২০১১ সালের ১০ জুন মুক্তি পায়।[]

মাটির ঠিকানা
পরিচালকশাহ আলম কিরণ
প্রযোজক
  • গোলাম মোর্শেদ
  • মিত্র দেব নাথ
রচয়িতাগোলাম মোর্শেদ
শ্রেষ্ঠাংশে
সুরকার
পরিবেশকসন্ধানী কথাচিত্র
মুক্তি
  • ১০ জুন ২০১১ (2011-06-10)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়শিল্পী

সম্পাদনা
মাটির ঠিকানা
কর্তৃক সাউন্ডট্র‍্যাক
মুক্তির তারিখ২০১১
ভাষাবাংলা

মাটির ঠিকানা[]

গানসূমুহ

সম্পাদনা
নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."ঘুমন্ত এক শিশু"জেমস 
২."চোখের ভিতর"সালমা আক্তার 
৩."জন্মে ছিলাম একজন"কনক চাঁপাএন্ড্রু কিশোর 
৪."নীল নীল আকাশ"দিলশাদ নাহার কনা 
৫."তুই বড় সুন্দর"কনক চাঁপাএন্ড্রু কিশোর 
৬."কালাইয়া রে কালাইয়া"মিলা ইসলাম 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. শাকিব-পুর্ণিমা জুটির 'মাটির ঠিকানা' [Shakib-Purnima pair to release 'Matir Thikana' in June]। Glitzবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Movie Songs: Matir Dtikana"। ১০ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা