রাজাবাবু - দ্য পাওয়ার
২০১৫ সালের বাংলাদেশি চলচ্চিত্র
রাজাবাবু - দ্য পাওয়ার হচ্ছে একটি বাংলাদেশী বাংলা ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন ও ভাওয়াল পিকচারসের ব্যানারে প্রযোজনা করেছেন মোজাম্মেল হক সরকার মনির।[২][৩] এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস ও ইয়ামিন হক ববি। চলচ্চিত্রটি ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর একযোগে ১৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যা সেই সময় যেকোনো বাংলাদেশী চলচ্চিত্রের জন্য রেকর্ড সংখ্যক ছিল।
রাজাবাবু - দ্য পাওয়ার | |
---|---|
পরিচালক | বদিউল আলম খোকন |
প্রযোজক | মোজাম্মেল হক সরকার মনির |
রচয়িতা | এস এ হক অলিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | মাসুম বাবুল |
সম্পাদক | জিন্নাত হোসেন জিন্নাহ |
পরিবেশক | ভাওয়াল পিকচারস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
এর আগে রাজাবাবু দ্যা পাওয়ার নামে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সেন্সর বোর্ড দ্যা পাওয়ার কর্তন করে ছাড়পত্র দিলেও পরবর্তীতে পূর্বের নামেই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়।[৪]
কাহিনি
সম্পাদনাছোটবেলা থেকে এতিমখানায় বড় হওয়া রাজা ২৫ বছর বয়সে হয়ে যায় রাজাবাবু।নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হয় তাঁকে।
অভিনয়
সম্পাদনা- শাকিব খান - রাজা/রাজাবাবু
- অপু বিশ্বাস - সাথী
- ববি - সুইটি
- উজ্জ্বল - সৈয়দ রায়হান বাবু, রাজাবাবু’র বাবা
- পারভীন সুলতানা দিতি - সৈয়দা শারমিন জাহান চৌধুরী, রাজাবাবু’র মা
- প্রবীর মিত্র - রাজিব চৌধুরী, রাজাবাবু’র দাদা
- সাদেক বাচ্চু - আসলাম সওদাগর
- মিশা সওদাগর - ডায়মন্ড, আসলাম সওদাগরের বড় ছেলে
- শাহনূর - মমতা, রাজাবাবু’র বড় বোন
- ওমর সানি - মারুফ, মমতা’র হবু জামাই
- সুব্রত - সাথী’র বাবা
- সিরাজ হায়দার - সুইটি’র বাবা
- শিবা শানু - ওসি সাজ্জাদ
- সাংকো পাঞ্জা
- রাজু সরকার
- আফজাল শরীফ - দৌলত আলী, রাজা’র বন্ধু
- ফাইজান আহমেদ ববি
- জ্যাকি আলমগীর
- হাবিব খান
- জামিলুর রহমান শাখা
- যাদু আজাদ
সঙ্গীত
সম্পাদনানং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "রাজাবাবু (টাইটেল গান)" | এস আই টুটুল | |
২. | "ভালবাসি" | ইমরান মাহমুদুল | |
৩. | "তোকে কাছে পেলে" | এস আই টুটুল | |
৪. | "সেলফি সং" | আসিফ আকবর | |
৫. | "চলনা দুজন মিলে" | বিপাশা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://dhakatimes.com.bd/। "ঈদে শাকিব খানের রাজাবাবু দ্যা পাওয়ার মুক্তি পাচ্ছে"। দ্য ঢাকা টাইমস। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" আসছে শাকিবের ‘রাজাবাবু-দ্য পাওয়ার’। shomoyerkhobor.com। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" এক সিনেমাতেই শাকিবের ঈদ। BD24Live.com। ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৯।
- ↑ "নীতিমালা মানছে না কেউ : ইংরেজি নামের সিনেমা মুক্তি অব্যাহত"। দৈনিক ইনকিলাব। ১৮ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা
বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |