শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতার জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে অভিনেতাদের প্রধান চরিত্রে সেরা অভিনয়ের জন্য প্রদান করা হয়। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ৫ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে এই বিভাগে কোন পুরস্কার দেওয়া হয়নি।
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে সেরা অভিনেতা হিসেবে অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশ সরকার |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৩ |
বর্তমানে আধৃত | মীর সাব্বির ও সিয়াম আহমেদ রাত জাগা ফুল ও মৃধা বনাম মৃধা |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবাসাইট |
বাংলাদেশ সরকার ২০২৩ সালের আয়োজন পর্যন্ত ২৫ জন অভিনেতাকে এই পুরস্কারে ভূষিত করেছে। আনোয়ার হোসেন এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি লাঠিয়াল (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন। এই বিভাগে সর্বাধিক সাতবার পুরস্কার লাভ করেন আলমগীর। কাজী মারুফ ও তিতাস জিয়া তাদের অভিনীত প্রথম চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন। সবচেয়ে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী মীর সাব্বির ও সিয়াম আহমেদ যথাক্রমে রাত জাগা ফুল ও মৃধা বনাম মৃধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
বিজয়ী অভিনেতা
সম্পাদনানিম্নে বর্ণিত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর। পুরস্কার প্রদান ও আয়োজন সাধারণত মুক্তির পরের বছরগুলোতে হয়ে থাকে।
১৯৭০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৭৫ | আনোয়ার হোসেন | লাঠিয়াল | কাদের লাঠিয়াল | [১][২] |
১৯৭৬ | রাজ্জাক | কি যে করি | বাদশাহ | [১][৩] |
১৯৭৭ | বুলবুল আহমেদ | সীমানা পেরিয়ে | কালু | [৪] |
১৯৭৮ | বুলবুল আহমেদ | বধূ বিদায় | সাগর | [৪] |
রাজ্জাক | অশিক্ষিত | রহমত | [৪][৩] | |
১৯৭৯ | শ্রেষ্ঠ অভিনেতার জন্য পুরস্কার দেওয়া হয়নি |
১৯৮০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৮০ | বুলবুল আহমেদ | শেষ উত্তর | ইমরান | [৫] |
১৯৮১ | পুরস্কার দেওয়া হয় নি | |||
১৯৮২ | রাজ্জাক | বড় ভালো লোক ছিল | ইয়াসিন | [৬][৩] |
১৯৮৩ | সোহেল রানা | লালু ভুলু | [৬] | |
১৯৮৪ | রাজ্জাক | চন্দ্রনাথ | চন্দ্রনাথ | [৭][৩] |
১৯৮৫ | আলমগীর | মা ও ছেলে | দীপক চৌধুরী | [৪][৮] |
১৯৮৬ | ইলিয়াস কাঞ্চন | পরিণীতা | [৯] | |
গোলাম মুস্তাফা | শুভদা | হারান | ||
১৯৮৭ | আলমগীর | অপেক্ষা | [৯][৮] | |
এটিএম শামসুজ্জামান | দায়ী কে? | কদম আলী | [৯] | |
১৯৮৮ | রাজ্জাক | যোগাযোগ | শাহেদ চৌধুরী | [১০][৩] |
১৯৮৯ | আলমগীর | ক্ষতিপূরণ | আলম | [১০][৮] |
১৯৯০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ | আলমগীর | মরণের পরে | সাগর | [১১][৮] |
১৯৯১ | আলমগীর | পিতা মাতা সন্তান | আবদুর রহমান | [১২][৮] |
১৯৯২ | আলমগীর | অন্ধ বিশ্বাস | আলম | |
১৯৯৩ | রাইসুল ইসলাম আসাদ | পদ্মা নদীর মাঝি | কুবের | [১৩] |
১৯৯৪ | আলমগীর | দেশপ্রেমিক | [১৪][৮] | |
১৯৯৫ | রাইসুল ইসলাম আসাদ | অন্য জীবন | [১৪] | |
১৯৯৬ | সোহেল রানা | অজান্তে | আসাদ | [১৫] |
১৯৯৭ | রাইসুল ইসলাম আসাদ | দুখাই | দুখাই | |
১৯৯৮ | ফেরদৌস আহমেদ | হঠাৎ বৃষ্টি | অজিত | [১৬] |
১৯৯৯ | জাহিদ হাসান | শ্রাবণ মেঘের দিন | মতি/ঘাতক (গায়ক) | [১৬][১৭] |
২০০০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০০০ | রিয়াজ | দুই দুয়ারী | রহস্য মানব | [১৮] |
২০০১ | রাইসুল ইসলাম আসাদ | লালসালু | আব্দুল মজিদ | |
২০০২ | কাজী মারুফ | ইতিহাস | মারুফ | [১৯] |
২০০৩ | মান্না | বীর সৈনিক | মোহাম্মদ আলী/আবদুল্লাহ | |
২০০৪ | হুমায়ূন ফরীদি | মাতৃত্ব | জব্বার | [২০] |
২০০৫ | মাহফুজ আহমেদ | লাল সবুজ | সবুজ | |
২০০৬ | আরমান পারভেজ মুরাদ | ঘানি | বজলু | |
২০০৭ | রিয়াজ | দারুচিনি দ্বীপ | শুভ্র/কানাবাবা | |
২০০৮ | রিয়াজ | কি যাদু করিলা | সাগর | [২১] |
২০০৯ | চঞ্চল চৌধুরী | মনপুরা | সোনাই | [২২] |
ফেরদৌস আহমেদ | গঙ্গাযাত্রা | বিকাশ |
২০১০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | শাকিব খান | ভালোবাসলেই ঘর বাঁধা যায় না | সূর্য খান | [২৩] |
২০১১ | ফেরদৌস আহমেদ | কুসুম কুসুম প্রেম | হাশেম | [২৪] |
২০১২ | শাকিব খান | খোদার পরে মা | মুন্না / সিডর | [২৫] |
২০১৩ | তিতাস জিয়া | মৃত্তিকা মায়া | বৈশাখ | [২৬] |
২০১৪ | ফেরদৌস আহমেদ | এক কাপ চা | শফিক | [২৭] |
২০১৫ | মাহফুজ আহমেদ | জিরো ডিগ্রী | অমিত | [২৮] |
শাকিব খান | আরো ভালোবাসবো তোমায় | শাকিব খান | ||
২০১৬ | চঞ্চল চৌধুরী | আয়নাবাজি | শরাফত করিম আয়না | [২৯] |
২০১৭ | আরিফিন শুভ | ঢাকা অ্যাটাক | আবিদ রহমান | [৩০] |
শাকিব খান | সত্তা | সবুজ | ||
২০১৮ | ফেরদৌস আহমেদ | পুত্র | [৩০] | |
সাইমন সাদিক | জান্নাত | আসলাম / ইফতেখার | ||
২০১৯ | তারিক আনাম খান | আবার বসন্ত | ইমরান চৌধুরী | [৩১] |
২০২০-এর দশক
সম্পাদনাবছর | বিজয়ী অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০২০ | সিয়াম আহমেদ | বিশ্বসুন্দরী | স্বাধীন | [৩২] |
২০২১ | মীর সাব্বির | রাত জাগা ফুল | রইস | [৩৩] |
সিয়াম আহমেদ | মৃধা বনাম মৃধা | আশফাকুল মৃধা |
একাধিকবার বিজয়ী
সম্পাদনাসংখ্যা | বিজয়ী অভিনেতা |
---|---|
৭ বার | আলমগীর (টানা চারবার সহ) |
৫ | রাজ্জাক |
ফেরদৌস আহমেদ | |
৪ | রাইসুল ইসলাম আসাদ |
শাকিব খান | |
৩ | বুলবুল আহমেদ |
রিয়াজ | |
২ | সোহেল রানা |
মাহফুজ আহমেদ | |
চঞ্চল চৌধুরী | |
সিয়াম আহমেদ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ এফডিসি, পৃষ্ঠা ১।
- ↑ "লাঠিয়াল"। দৈনিক সমকাল। ১৫ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ "যে পাঁচ সিনেমার জন্য সেরা রাজ্জাক"। পরিবর্তন.কম। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ ক খ গ ঘ এফডিসি, পৃষ্ঠা ২।
- ↑ এফডিসি, পৃষ্ঠা ৪।
- ↑ ক খ এফডিসি, পৃষ্ঠা ৫।
- ↑ এফডিসি, পৃষ্ঠা ৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ মঈনুদ্দীন, অভি (৬ আগস্ট ২০১৫)। "অনবদ্য আলমগীর"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ ক খ গ এফডিসি, পৃষ্ঠা ৭।
- ↑ ক খ এফডিসি, পৃষ্ঠা ৮।
- ↑ এফডিসি, পৃষ্ঠা ৯।
- ↑ এফডিসি, পৃষ্ঠা ১০।
- ↑ এফডিসি, পৃষ্ঠা ১১।
- ↑ ক খ এফডিসি, পৃষ্ঠা ১২।
- ↑ এফডিসি, পৃষ্ঠা ১৩।
- ↑ ক খ এফডিসি, পৃষ্ঠা ১৪।
- ↑ শিল্পী মহালনবিশ (৩১ ডিসেম্বর ২০০৩)। "The year that was! The joy of achievement and agony of loss: Zahid Hassan"। দ্য ডেইলি স্টার। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৫, ২০১৫।
- ↑ এফডিসি, পৃষ্ঠা ১৫।
- ↑ এফডিসি, পৃষ্ঠা ১৬।
- ↑ Nadia Sarwat (অক্টোবর ২৫, ২০০৮)। "National Film Awards generate enthusiasm"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫।
- ↑ Meghla Rahman Brishti (ফেব্রুয়ারি ১৯, ২০১০)। "অভিনয়ে সেরা রিয়াজ ও পপি"। দৈনিক কালের কণ্ঠ। জানুয়ারি ২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫।
- ↑ "ফেরদৌস ও চঞ্চল চৌধুরী শ্রেষ্ঠ অভিনেতা, পপি শ্রেষ্ঠ অভিনেত্রী"। দৈনিক জনকণ্ঠ। ২২ জুলাই ২০১১। ২০১৮-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ "২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান"। দৈনিক কালের কণ্ঠ। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ "সেরা চলচ্চিত্র 'গেরিলা', ফেরদৌস ও জয়া শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী"। দৈনিক ইত্তেফাক। ১৫ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২: সেরা অভিনেতা শাকিব খান অভিনেত্রী জয়া আহসান"। বণিক বার্তা। মে ১১, ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শ্রেষ্ঠ চলচ্চিত্র \\\'মৃত্তিকা মায়া\\\', অভিনেতা তিতাস, অভিনেত্রী মৌসুমি ও শর্মিমালা"। বাংলাদেশ প্রতিদিন। ১০ মার্চ ২০১৫। ৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ : সেরা অভিনেতা ফেরদৌস অভিনেত্রী মৌসুমী ও বিদ্যা সিনহা মিম"। দৈনিক ভোরের কাগজ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫: শাকিব খান-মাহফুজ সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী জয়া"। দৈনিক কালের কণ্ঠ। ১৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য অধিদফতর। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৩।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১: শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম-মীর সাব্বির, অভিনেত্রী বাঁধন"। দৈনিক ইত্তেফাক। ৬ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৩।
উৎস
সম্পাদনা- "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৩।