বাধা (চলচ্চিত্র)

২০০৫ এর চলচ্চিত্র

বাধা হচ্ছে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক জুটি শাহীন-সুমন।[১] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, শাকিব খান এবং মনোয়ার হোসেন ডিপজল। এটি ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু চলচ্চিত্র আর্য-এর পুনঃনির্মাণ। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফল হয়।

বাধা
বাধা (চলচ্চিত্র).JPG
বাধা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশাহীন-সুমন
প্রযোজকমনোয়ার হোসেন ডিপজল
রচয়িতাআবদুল্লাহ জহির বাবু (সংলাপ)
কাহিনিকারমনোয়ার হোসেন ডিপজল
উৎসসুকুমার কর্তৃক 
আর্য
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
চিত্রগ্রাহকআজিজ পনির
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
পরিবেশকঅমি বনি কথাচিত্র
মুক্তি
  • ৪ অক্টোবর ২০০৫ (2005-10-04) (বাংলাদেশ)
দৈর্ঘ্য১৭০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপসম্পাদনা

কুশীলবসম্পাদনা

সঙ্গীতসম্পাদনা

বাধা চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এবং গীত রচনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, বেবী নাজনীন, সামিনা চৌধুরী, অনিমা ডি কস্টা, মনির খান, আসিফ আকবর, পলাশ

গানের তালিকাসম্পাদনা

নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."মানুষ বাঁচার জন্য"আহমেদ ইমতিয়াজ বুলবুলবেবী নাজনীনমনির খান:
২."জীবনে প্রথম যারে লেগেছে ভালো"আহমেদ ইমতিয়াজ বুলবুলমনির খান, সামিনা চৌধুরীপলাশ:
৩."এই বুকে সুখ লাগে"আহমেদ ইমতিয়াজ বুলবুলঅনিমা ডি কস্টা ও পলাশ:
৪."এই তুমি সেই তুমি"আহমেদ ইমতিয়াজ বুলবুলআসিফ আকবরকনক চাঁপা:
৫."আমার জগত সংসার"আহমেদ ইমতিয়াজ বুলবুলবেবী নাজনীন ও মনির খান:

তথ্যসূত্রসম্পাদনা

  1. "বাংলা ছায়াছবি 'বাধা'"টিভি গাইড বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগসম্পাদনা