মেঘলা আকাশ
মেঘলা আকাশ এটি ২০০১-এর একটি বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন বাংলাদেশী বিখ্যাত নারী চলচিত্রকার নারগিস আক্তার[২]। ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত এই ছবির মূল কাহিনী এইচআইভি/এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ইস্যু নিয়ে। [৩] ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী এবং আরও অভিনয় করেছেন আয়ুব খান, শাকিল খান, পূর্ণিমা, অমিত হাসান, রাজীব, শহিদুল আলম সাচ্চু, ফেরদৌসী মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায় । একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন ভারতের বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি[৪]।
মেঘলা আকাশ | |
---|---|
পরিচালক | নারগিস আক্তার |
প্রযোজক | নারগিস আক্তার ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | মাসুম রেজা |
শ্রেষ্ঠাংশে | মৌসুমী আয়ুব খান শাবানা আজমি শাকিল খান পূর্ণিমা অমিত হাসান রাজীব শহিদুল আলম সাচ্চু ফেরদৌসী মজুমদার পিযুষ বান্ধেপাধ্যায় |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | মুজিবুর রহমান দুলু |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২০০১[১] |
স্থিতিকাল | ১৩৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নারগিস আক্তারের এই ছবিটি চলচ্চিত্র-সমালোচক ও দর্শকদের কাছে দারুণ প্রশংসা অর্জন করে। এরই স্বীকৃতি স্বরূপ পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর শ্রেষ্ঠ পরিচালক, সহ মোট ছয়টি বিভাগে পুরস্কার লাভ করেছিল[৫]।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- মৌসুমী - মেঘলা
- আয়ুব খান - জাবেদ আহমেদ
- অমিত হাসান - মনি
- শাকিল খান - টিংকু
- পূর্ণিমা - রিমি
- রাজীব - হাওলাদার
- শহিদুল আলম সাচ্চু - খয়বর মোল্লা
- ফেরদৌসী মজুমদার - পতিতালয়ের সর্দারনী
- পিযুষ বান্ধেপাধ্যায় - বাকের সাকিব
- নীলাম সিং - জাবেদের মেয়ে বন্ধু
- সৈয়দ হাসান ইমাম -
- ডলি জহুর - মেঘলার মামী
- দিলদার - পুলিশ কনস্টেবল
- আমল বোস - মনির বাবা
- জাহানারা ভুঞা -
- প্রবীর মিত্র - ডাক্তার মিত্র
- আনিস - কাজী
- সিরাজুল ইসলাম -
- মায়া ঘোষ -
- শাবানা আজমি - ভাইরাসবিদ্যা ডাক্তার (বিশেষ অতিথি)
কলাকুশলী
সম্পাদনা- প্রযোজনা: নারগিস আক্তার, ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম)
- এক্সিকিউটিভ প্রোডিউসার: আকন্দ সানওয়ার মোরশেদ
- কাহিনী: মাসুম রেজা
- পরিচালক: নারগিস আক্তার
- প্রধান সহকারী পরিচালক: হুমায়ুন কবির
- চিত্রনাট্য: নারগিস আক্তার
- সহযোগী পরিচালক: শফিকুর রহমান
- স্ক্রিপ্ট: নারগিস আক্তার
- সংলাপ: মাসুম রেজা, ছটকু আহমেদ, হুমায়ুন কবির ও নারগিস আক্তার
- চিত্রগ্রহণ: মাহফুজুর রহমান খান
- স্থির ফটোগ্রাফি: রফিকুল ইসলাম রুস্তম
- সম্পাদনা: মুজিবুর রহমান দুলু
- শিরোনাম করণ: শফিকুল ইসলাম
- এইডস বার্তা সংগ্রহ: শ্যামল বাসাক
- ইংরেজি সাব টাইটেল: রোকসানা হক
- গবেষণা: নারগিস আক্তার
- সঙ্গীত: আলাউদ্দিন আলী
- গানের কথা: মোঃ রফিকুজ্জামান
- শব্দগ্রহণ: জাহাঙ্গীর আলম
- শব্দ পুনরায় রেকর্ডিং: মির্জা মাহবুব
- আবহ সঙ্গীত: উজ্জ্বল
- ধ্বনিকৌশল: জামাল ও রাসেল
- নৃত্যপরিকল্পনা: আমির হোসেন বাবু, মাসুম বাবলা, ইমদাদুল হক খোকন ও নারগিস আক্তার
- অঙ্গসজ্জা: আবদুর রহমান
- চুল প্রসাধক: লতিকা জোহর (মুম্বাই)
- মারপিট পরিচালক: ইউসুফ খান
- কসটিউম ডিজাইনার: অস্পষ্ট রহমান
- সহকারী কসটিউম ডিজাইনার: রওনক আলম
- কসটিউম ডিজাইন পরিচালনা: শাহ আলম
- উপদেষ্টা: সৈয়দ সালাউদ্দিন জাকি (ঢাকা) আহসান খান (মুম্বাই)
- পরিবেশক: ইমপ্রেস টেলিফিল্ম
প্রযুক্তিক খুঁটিনাটি
সম্পাদনাসম্মাননা
সম্পাদনাজাতীয় চলচ্চিত্র পুরস্কার
সম্পাদনামেঘলা আকাশ ২০০১ সালের জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার সহ মোট ছয়টি বিভাগে পুরস্কার লাভ করে [৬]
- বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: নারগিস আক্তার - ২০০১
- বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী: মৌসুমী - ২০০১
সঙ্গীত
সম্পাদনামেঘলা আকাশ ছবির সঙ্গীত পরিচলনা করেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। ছবিটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ভারত ও বাংলাদেশের কয়েকজন। এদের মধ্যে কয়েছেন মিতালী মুখার্জী, প্রতীক দে, খালিদ হাসান মিলু ও রাগিব চৌধুরী।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রকাশক: দ্য ডেইলি স্টার, 2006 Meghla Akash (2002) Shameem Alam Dipen, সংগৃহীত : ১৯ মে, ২০১১
- ↑ প্রকাশক: দ্য ডেইলি স্টার, 8 March, 2006 Celebrating International Women's Day Nargis Akhter Empathy with women Khalid-Bin-Habib, সংগৃহীত : ১৮ মে, ২০১১
- ↑ প্রকাশক: দ্য ডেইলি স্টার, 2 July, 2010 Making Movies for a Cause Tamanna Khan, সংগৃহীত : ১৮ মে, ২০১১
- ↑ প্রকাশক: দ্য ডেইলি স্টার, 19 Decenber, 2005 Azmi to star in Nargis' Megher Koley Roud’ Culture, সংগৃহীত : ১৯ মে, ২০১১
- ↑ প্রকাশক: দ্য ডেইলি স্টার, 9 July, 2007 Nargis Akhter talks about her latest film "Abujh Bou" Jamil Mahmud, সংগৃহীত : ১৯ মে, ২০১১
- ↑ প্রকাশক: দ্য ডেইলি স্টার, 8 November, 2010 PM to distribute film awards today BSS, Dhaka, সংগৃহীত : ১৯ মে, ২০১১