শহীদুল আলম সাচ্চু

বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র অভিনেতা
(শহিদুল আলম সাচ্চু থেকে পুনর্নির্দেশিত)

শহীদুল আলম সাচ্চু হলেন একজন বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। মঞ্চ নাটকের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। পরে তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র মেঘলা আকাশ। এই চলচ্চিত্রের জন্য তিনি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে মেঘের পরে মেঘ (২০০৪), বিদ্রোহী পদ্মা (২০০৬), গঙ্গাযাত্রা (২০০৯), বৃত্তের বাইরে (২০০৯) উল্লেখযোগ্য। বৃত্তের বাইরে চলচ্চিত্রে অভিনয় করে তিনি দ্বিতীয়বারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।[১]

শহীদুল আলম সাচ্চু
জন্ম
শহীদুল আলম সাচ্চু

(1965-03-13) ১৩ মার্চ ১৯৬৫ (বয়স ৫৮)
জাতীয়তাবাংলাদেশী
পেশানাট্য ও চলচ্চিত্র অভিনেতা
কর্মজীবন১৯৯০–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২য় বার)

কর্মজীবন সম্পাদনা

শহীদুল আলম সাচ্চু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দূরত্ব নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। পরে তিনি বসুন্ধরা, মধুমতী, নকআউট প্রভৃতি নাটকে অভিনয় করেন। ২০০১ সালে নারগিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।[২] এই চলচ্চিত্রে খয়বর মোল্লা চরিত্রে অভিনয়ের জন্য ২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন। ২০০৩ সালে কৃষক বিদ্রোহের প্রেক্ষাপটে সাইদুল আনাম টুটুল নির্মিত আধিয়ার-এ অভিনয় করেন। পরের বছর অভিনয় করেন ঔপন্যাসিক রাবেয়া খাতুন রচিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পর মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মিত মেঘের পর মেঘ চলচ্চিত্রে।[৩] এছাড়া নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত দূরত্ব চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৫ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প শাস্তি অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মিত শাস্তিজহির রায়হান রচিত হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে সুচন্দা নির্মিত হাজার বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া এই বছর আরো মুক্তি পায় তার অভিনীত শহীদুল ইসলাম খোকন পরিচালিত টাকা, দেবাশীষ বিশ্বাস পরিচালিত কমেডিধর্মী টক ঝাল মিষ্টি, স্বপন চৌধুরী পরিচালিত অ্যাকশনধর্মী আগুন আমার নাম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে মৌসুমীমুশফিকুর রহমান গুলজার পরিচালিত মেহের নেগার[৪]

২০০৬ সালে হুমায়ূন আহমেদ রচিত জনম জনম উপন্যাস অবলম্বনে আবু সাইয়ীদ নির্মিত নিরন্তর একটি অতিথি চরিত্রে এবং বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মা চলচ্চিত্রে একজন জমিদার চরিত্রে অভিনয় করেন। পরের বছর অভিনয় করেন এনামুল করিম নির্ঝর পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আহা! চলচ্চিত্রে।[৫] এছাড়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ-এ একটি অতিথি চরিত্রে এবং নায়ক রাজ রাজ্জাক পরিচালিত আমি বাঁচতে চাই চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৯ সালে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গাযাত্রায় খলচরিত্রে এবং গোলাম রাব্বানী বিপ্লব পরিচালিত বৃত্তের বাইরে-এ পার্শ্বচরিত্রে অভিনয় করেন। বৃত্তের বাইরে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন।[৬]

২০১১ মুক্তি পায় রাবেয়া খাতুন রচিত উপন্যাস অবলম্বনে শাহজাহান চৌধুরী নির্মিত মধুমতী এবং মাকসুদ হোসেনের বাহাত্তর ঘণ্টা। পরের বছর তিনি অভিনয় করেন স্বপন আহমেদ পরিচালিত বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনার লাল টিপ এবং নোমান রবিন পরিচালিত কমন জেন্ডার ছায়াছবিতে।[৭] ২০১৩ সালে কাজ করেন সাদেক সিদ্দিকী পরিচালিত হৃদয়ে ৭১-এ। ২০১৪ সালে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রযোজিত প্রথম চলচ্চিত্র এক কাপ চা-এ একটি অতিথি চরিত্রে অভিনয় করেন। এছাড়া সানিয়াত হোসেন পরিচালিত অল্প অল্প প্রেমের গল্প এবং কাজী নজরুল ইসলাম রচিত গল্প অতৃপ্ত কামনা অবলম্বনে গীতালী হাসান পরিচালিত প্রিয়া তুমি সুখী হও চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে মুক্তি পায় রাফায়েল আহসান পরিচালিত নয় ছয়।[৮] এছাড়া অভিনয় করেন হুমায়ূন আহমেদ রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অনিল বাগচীর একদিন অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত অনিল বাগচীর একদিন[৯]

২০১৬ সালে মুক্তি পায় সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন জানেনা মনের ঠিকানা।[১০] এছাড়া নির্মাণাধীন রয়েছে দিলশাদুল হক শিমুলের লিডার, মুশফিকুর রহমান গুলজারের বাংলাদেশ সরকার কর্তৃক অনুদানের লাল সবুজের সুর এবং গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল।[১১]

অভিনয়ের তালিকা সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

বছর চলচ্চিত্র চরিত্র সহ-শিল্পী পরিচালক প্রযোজনা প্রতিষ্ঠান টীকা
১৯৯২ অঞ্জলী শাবনাজ, সুস্ময় দারাশিকো ডি-রাশ ফিল্ম
১৯৯৫ আদরের সন্তান ইলিয়াস কাঞ্চন, মৌসুমী আমজাদ হোসেন রংধনু চলচ্চিত্র
দমকা রুবেল, বৃষ্টি আবদুল্লাহ আল মামুন এল কিউ এম প্রোডাশন
১৯৯৭ চারিদিকে শক্র রুবেল, পপি, আলেকজান্ডার বো শহীদুল ইসলাম খোকন আল্পনা কথাচিত্র
২০০১ বিহঙ্গ জাহিদ হাসান, শমি কায়সার, ঈশিতা, আবদুল্লাহ আল মামুন এন ডি ও প্রোডাকশন
২০০২ মেঘলা আকাশ খৈবর মোল্লা মৌসুমী, অমিত হাসান, পূণিমা, শাকিল খান, শাবানা আজমি নারগিস আক্তার ফেমকম বাংলাদেশ শ্রেষ্ঠ খলঅভিনেতা:- জাতীয় চলচ্চিত্র পুরুস্কার
সত্য মিথ্যার লড়াই মান্না, মৌসুমী মনোয়ার খোকন আনন্দবাজার মাল্টিমিডিয়া
২০০৩ প্রাণের মানুষ স্মৃতির বাবা ফেরদৌস, শাবনূর, শাকিব খান আমজাদ হোসেন
আধিয়ার বড় দারোগা লিটু আনাম, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, এটিএম শামসুজ্জামান সাউদুল আনাম টুটুল আকার
কখনো মেঘ কখনো বৃষ্টি মৌসুমী, ফেরদৌস, রাজ্জাক, ববিতা মৌসুমী ইমপ্রেস টেলিফিল্ম
২০০৪ মেঘের পরে মেঘ চুনি মিয়া রিয়াজ, পূর্ণিমা, মাহফুজ আহমেদ চাষী নজরুল ইসলাম
দূরত্ব সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরিদী, রাইসুল ইসলাম আসাদ মোরশেদুল ইসলাম
ফুলের মত বউ সুমন ফেরদৌস, শাবনূর আজাদী হাসনাত ফিরোজ
আমাদের সন্তান মান্না, নেহা, ওমর সানী ইস্পাহানী আরিফ জাহান দিগন্ত চলচ্চিত্র
২০০৫ জঙ্গল অমিত হাসান, পলি, শাহীন আলম, ময়ূরী এম এ রহিম
মাতৃত্ব হেমায়েত আমজাদ হোসেন রংধনু চলচ্চিত্র
শাস্তি রাম লোচন চক্রবর্তী রিয়াজ, পূর্ণিমা, চম্পা, ইলিয়াস কাঞ্চন চাষী নজরুল ইসলাম ইমপ্রেস টেলিফিল্ম
হাজার বছর ধরে মনোয়ার হাজী রিয়াজ, শশি, শাহনূর, আনিসুর রহমান মিলন সুচন্দা সূচন্দা চলচ্চিত্র
ঘর জামাই শাবনূর, ফেরদৌস শাহ আলম কিরণ আশির্বাদ চলচ্চিত্র
মহব্বত জিন্দাবাদ শাকিল খান, কেয়া মতিন রহমান
সুভা শাকিব খান, পূর্ণিমা চাষী নজরুল ইসলাম ইমপ্রেস টেলিফিল্ম
ড্যাম কেয়ার অমিত হাসান, পলি, আলেকজান্ডার বো, সাহারা সৈয়দ শামসুল আলম
টাকা জিন্দার রিয়াজ, পূর্ণিমা শহীদুল ইসলাম খোকন জে কে মুভিজ
টক ঝাল মিষ্টি জামাল আহমেদ দেবাশীষ বিশ্বাস
আগুন আমার নাম রুবেল, পলি, ঝুমকা স্বপন চৌধুরী
মেহের নেগার মৌসুমী, ফেরদৌস মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার ইমপ্রেস টেলিফিল্ম
২০০৬ নিরন্তর শাবনূর, লিটু আনাম, ইলিয়াস কাঞ্চন আবু সাইয়ীদ ইমপ্রেস টেলিফিল্ম
বিদ্রোহী পদ্মা আশরাফ আলী পাঠান (জমিদার) রিয়াজ, পপি, ইলিয়াস কাঞ্চন, চম্পা বাদল খন্দকার এস টিভি প্রোডাকশন
নিখোঁজ সংবাদ শাকিব খান, বৈশাখী শাহীন-সুমন ফ্লিমফেয়ার প্রডাকশন
২০০৭ আহা! রফিক ফেরদৌস, সাথী, হুমায়ুন ফরিদী, খালেদ খান, তারিক আনাম খান এনামুল করিম নির্ঝর ইমপ্রেস টেলিফিল্ম
মেড ইন বাংলাদেশ আগন্তুক জাহিদ হাসান, তানিয়া আহমেদ, তারিক আনাম খান মোস্তফা সরওয়ার ফারুকী
আমি বাঁচতে চাই সম্রাট, অপু বিশ্বাস রাজ্জাক
২০০৮ স্বপ্নপূরণ ফেরদৌস, মৌসুমী শহীদুল ইসলাম খোকন
২০০৯ গঙ্গা যাত্রা রতন ফেরদৌস, পপি, সিমলা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ইমপ্রেস টেলিফিল্ম
বৃত্তের বাইরে জয়ন্ত চট্টোপাধ্যায়, ফিরোজ কবির ডলার, ফজলুর রহমান বাবু, কংকন গোলাম রাব্বানী বিপ্লব জাতীয় চলচ্চিত্র পুরুস্কার
২০১১ মধুমতি রিয়াজ, চৈতী শাহজাহান চৌধুরী
বাহাত্তর ঘন্টা তিশা, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, বাবু মো: সাইদুল ইসলাম মোল্লা মাকসুদ হোসেন
২০১২ লাল টিপ ইমন, কুসুম শিকদার স্বপন আহমেদ ইমপ্রেস টেলিফিল্ম
কমন জেন্ডার-দ্য ফিল্ম বাবলির বাবা সোহেল খান, হাসান মাসুদ, রাশেদ মামুন অপু, রোজী সিদ্দিকী নোমান রবিন
২০১৩ হৃদয়ে ৭১ ইমন, রুমানা সাদেক সিদ্দিকী টি ও টি ফ্লিমস
২০১৪ এক কাপ চা ফেরদৌস, মৌসুমী নঈম ইমতিয়াজ নেয়ামুল
অল্প অল্প প্রেমের গল্প তানিয়ার বাবা নিলয় আলমগীর, আনিকা কবির শখ সানিয়াত হোসেন
প্রিয়া তুমি সুখী হও ফেরদৌস, শায়লা সাবি গীতালি হাসান ইমপ্রেস টেলিফিল্ম
২০১৫ অনিল বাগচীর একদিন আরেফ সৈয়দ, গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর মোরশেদুল ইসলাম
নয় ছয় ফেরদৌস, মৌটুসী বিশ্বাস রাফায়েল
২০১৬ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ ফিরোজ শাকিব খান, জয়া আহসান, ইমন, মৌসুমী হামিদ ইস্পাহানী আরিফ জাহান
মন জানেনা মনের ঠিকানা মামা মৌসুমী, পরিমণি, তানভীর, ইরফান সাজ্জাদ, শিরিন শিলা মুশফিকুর রহমান গুলজার ইমপ্রেস টেলিফিল্ম
২০১৭ রাজনীতি শাকিব খান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন বুলবুল বিশ্বাস
২০১৮ লিডার ফেরদৌস, মৌসুমী, ওমর সানী দিলশাদুল হক শিমুল
ইন্সপেক্টর নটি কে জিৎ, নুসরাত ফারিয়া অশোক পতি জাজ মাল্টিমিডিয়া ও জিৎ ফিল্মওয়ার্কস
সুলতান: দ্য সেভিয়ার আলিয়ার বাবা জিৎ, বিদ্যা সিনহা সাহা মীম, প্রিয়াঙ্কা সরকার, আমান রেজা রাজা চন্দ জিৎ ফিল্মওয়ার্কস
দহন চেয়ারম্যান সিয়াম, পূজা চেরি রায়, মম রায়হান রাফি জাজ মাল্টিমিডিয়া
স্বপ্নজাল রহমান মিয়া, অপুর বাবা ইয়াশ রোহান, পরিমণি গিয়াস উদ্দিন সেলিম বেঙ্গল টেলিফিল্ম
পোস্টমাস্টার ৭১ ফেরদৌস, মৌসুমী আবীর খান ও রাশেদ শামীম ইমপ্রেস টেলিফিল্ম
২০১৯ আলোয় ভুবন ভরা সাইফ খান, মিষ্টি মারিয়া আমীরুল ইসলাম
ফাগুন হাওয়া আজমত সিয়াম, তিশা তৌকির আহমেদ ইমপ্রেস টেলিফিল্ম
নোলক মতি শাকিব খান, ববি রাশেদ রাহা ও সনেট সাকিব টিম বি হ্যাপী
ভালবাসার উত্তাপ ইমন, মিষ্টি মারিয়া শহিদুল আলম সাচ্চু ইমপ্রেস টেলিফিল্ম পরিচালক
বেপরোয়া মানিক/রতন রোশান, ববি রাজা চন্দ জাজ মাল্টিমিডিয়া
রাত্রির যাত্রী মৌসুমী, আনিসুর রহমান মিলন হাবিবুর ইসলাম হাবিব এ ব্যাংক অফ অডিও ভিজুয়াল প্রডাকশন
২০২১ স্ফুলিঙ্গ শ্যামল মাওলা, পরিমণি, মম তৌকির আহমেদ
জীবন যন্ত্রণা মান্না, মৌসুমী, পপি জাহিদ হোসেন ও খোরশেদ আলম খসরু
২০২২ অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিয়াম, পরিমণি আবু রায়হান জুয়েল
নীল ফড়িং শিপন মিত্র, আফ্রি সেলিনা ইদ্রিস হায়দার
সুজুকি শিপন মিত্র, সৈয়দা ফারজানা সোয়েব সাদিক মাহি কথাচিত্র
মুজিব: একটি জাতির রূপকার এ কে ফজলুল হক আরিফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রিয়াজ শ্যাম বেনেগাল (বিএফডিসি) বাংলাদেশ

(এনএফডিসি) ভারত

টেলিফিল্ম সম্পাদনা

বছর টেলিফিল্ম পরিচালক চ্যানেল টীকা
২০১০ ভেতরের মানুষ শহীদুল আলম সাচ্চু [১২]
২০১৬ ফুলমতির নির্বাচন সুমন আনোয়ার বাংলাভিশন ঈদুল ফিতরে প্রচারিত হয়[১৩]
চেতনা চেতনের পদাবলি মাইনুল হাসান ও মো. মাহ্ফুজুল হক চ্যানেল আই [১৪]

একক নাটক সম্পাদনা

বছর টেলিফিল্ম পরিচালক চ্যানেল টীকা
২০১৫ কালাগুল শহীদুল আলম সাচ্চু
২০১৬ জ্বি স্যার ঠিক বলছেন মারুফ মিঠু গাজী টিভি ঈদুল ফিতরে প্রচারিত হয়

ধারাবাহিক নাটক সম্পাদনা

  • ইউনিভার্সিটি
  • ক্ষণিকালয়[১৫]
  • জয়িতা[১৬]
  • স্বর্ণলতা

প্রযোজিত মঞ্চ নাটক সম্পাদনা

ক্রমিক নং নাটকের নাম রচনা অভিনয় ও নির্দেশনা
০১ সুবচন-নির্বাসনে আব্দুল্লাহ আল মামুন শহিদুল আলম সাচ্চু
০২ সেনাপতি আব্দুল্লাহ আল মামুন শহিদুল আলম সাচ্চু
০৩ সেনের খীলের তালুকদার সালাম সাকলাইন শহিদুল আলম সাচ্চু
০৪ বাসন সেলিম আল দীন শহিদুল আলম সাচ্চু
০৫ এবার রাজার পালা উৎপল দত্ত শহিদুল আলম সাচ্চু
০৬ ইদারা মান্নান হীরা নির্দেশনা - শহিদুল আলম সাচ্চু
০৭ শামুক বাস মাসুম রেজা নির্দেশনা রেহানা সামদানী , অভিনয়-শহিদুল আলম সাচ্চু
০৮ টোকাই (শিশু নাটক) দিপক নির্দেশনা - শহিদুল আলম সাচ্চু
০৯ ফকির সম্মেলন সুকান্ত গুপ্ত অলক নির্দেশনা - শহিদুল আলম সাচ্চু
১০ কাহার আহসান হাবীব,পরিমার্জন, গিয়াস উদ্দিন সেলিম নির্দেশনা -শহিদুল আলম সাচ্চু
১১ রাতের অতিথী উৎপল দত্ত উপদেষ্টা নির্দেশক

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০৩ শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা মেঘলা আকাশ বিজয়ী
২০১১ শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বৃত্তের বাইরে বিজয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. স্টাফ রিপোর্টার (২২ জুলাই ২০১১)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯ ঘোষণা - প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন কাল"দৈনিক সংবাদ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. খালিদ-বিন-হাবিব (মার্চ ৮, ২০০৬)। "Celebrating International Women's Day - Nargis Akhter"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  3. শান্তা মারিয়া (২৬ মার্চ ২০১৫)। "যুদ্ধদিনের ছবি"বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ২৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  4. করিম ওয়াহিদ (জুন ২, ২০০৬)। "In search of the veritable radiance - Interpretation of Nazrul's work in our country"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  5. সংস্কৃতি ডেস্ক (৯ অক্টোবর ২০১০)। "এনামুল করিম নির্ঝরের আহা!"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. বিনোদন প্রতিবেদক (২৩ জুলাই ২০১১)। "আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ২৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  7. হোসাইন আব্দুল হাই (১৬ অক্টোবর ২০১১)। "আগামী বছর আসছে প্রথম বাংলা-ফরাসি ছবি 'লাল টিপ'"ডয়েচে ভেলে। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  8. তানজিল আহমেদ জনি (২৩ নভেম্বর ২০১৪)। "অবশেষে মুক্তি পাচ্ছে ফেরদৌসের 'নয় ছয়'"বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ২৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  9. গ্লিটজ ডেস্ক (১৩ নভেম্বর ২০১৫)। "হুমায়ূনের সাহিত্যে সিনেমা 'অনিল বাগচীর একদিন'"বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ২২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  10. "ঈদের দিন শাকিব-জয়ার 'প্রেম কাহিনী টু'"দৈনিক আমাদের সময়। ঢাকা, বাংলাদেশ। ২৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "'স্বপ্নজাল' বোনা শুরু"বনিক বার্তা। ঢাকা, বাংলাদেশ: দেওয়ান হানিফ মাহমুদ। ফেব্রুয়ারি ১২, ২০১৬। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "Sachchu directs telefilm after two years"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ফেব্রুয়ারি ৭, ২০১০। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  13. "নির্বাচন করছেন মম-সাচ্চু-রওনক!"বাংলা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ: কাজী আনিস আহমেদ। মে ৫, ২০১৬। ১৩ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  14. "আবদুল্লাহ আবু সায়ীদের গল্প থেকে টেলিছবি"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। জুলাই ২৩, ২০১৬। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 
  15. গৌতম পান্ডে (২৮ জুলাই ২০১৩)। "আমার প্রথম ছবির গল্প লেখা চলছে"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  16. ""Our channels cannot cater enough entertainment"… Shahidul Alam Sachchu"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। মার্চ ২৩, ২০১৫। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা