জ্যোতিকা জ্যোতি
জ্যোতিকা জ্যোতি (জন্ম: ১১ সেপ্টেম্বর ১৯৮৪) একজন বাংলাদেশী অভিনেত্রী। ২০০৫ সালে আয়না চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। এরপর তিনি বেলাল আহমেদের নন্দিত নরকে এবং তানভীর মোকাম্মেলের রাবেয়া চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে তার অভিনীত তানভীর মোকাম্মেলের জীবনঢুলী মোরশেদুল ইসলাম পরিচালিত অনিল বাগচীর একদিন চলচ্চিত্র দুটি মুক্তি পায়।[১][২] তিনি এই চলচ্চিত্রগুলোর প্রধান নারী চরিত্রে অভিনয় করে আলোচিত ও প্রশংসিত হন। তার পরবর্তী সিনেমাগুলো যথাক্রমে গ্রাস, মায়া: দ্য লস্ট মাদার, রাজলক্ষী ও শ্রীকান্ত, লাল মোরগের ঝুঁটি। জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ছিল ব্রেক আপ। এরপর তিনি প্রায় ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন।
জ্যোতিকা জ্যোতি | |
---|---|
জন্ম | জ্যোতিকা পাল জ্যোতি ১১ সেপ্টেম্বর ১৯৮৪ ময়মনসিংহ, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | স্নাতকোত্তর |
মাতৃশিক্ষায়তন | আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ |
পেশা | মডেল, অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৪ – বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | নন্দিত নরকে জীবনঢুলী |
প্রাথমিক জীবন
সম্পাদনাজ্যোতিকা জ্যোতি একজন টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। এছাড়া তিনি উপস্থাপনাও করেন।তিনি ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন।
জ্যোতির পৈত্রিক নিবাস ময়মনসিংহ জেলার গৌরীপুরে। আনন্দ মোহন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন।অধ্যয়নকালীন তিনি ময়মনসিংহের বহুরূপী থিয়েটারে যোগ দিয়েছিলেন।এছাড়াও ময়মনসিংহ শিল্পকলা একাডেমি থেকে অভিনয় ও আবৃত্তির ওপর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।মাস্টার্স শেষ করার পর তিনি ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন এবং অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন।ময়মনসিংহে থাকা অবস্থায়ই তিনি তার প্রথম চলচ্চিত্র সারাহ্ কবরী পরিচালিত আয়না'য় অভিনয়ের সুযোগ পান।[৩]
সমালোচনা
সম্পাদনা২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। আন্দোলন চলাকালীন সময়ে জ্যোতিকা জ্যোতি সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে 'আলো আসবেই' নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।[৪][৫] অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।[৬][৭]
চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিলেন জ্যোতিকা জ্যোতি।[৪] আন্দোলনের পক্ষে মোস্তফা সয়রার ফারুকীর করা একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেন–
"কোন লেভেলের দেশদ্রোহী হলে এমন উসকানিমূলক কথা লেখা যায়। ওকে বাস্টার্ড ছাড়া আর কিছু বলা যায়না। পুরো জঙ্গী স্টাইলে নির্দেশনা দিয়ে যাচ্ছে। মিডিয়ার লাল গ্রুপের পুরো নেতৃত্ব দিচ্ছে সে। যেমন মিডিয়াটা নোংরা করেসে এখন দেশের দিকে ওর নজর পরসে।"
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | টীকা | সূত্র |
---|---|---|---|---|---|
২০০৬ | আয়না | ফাতেমা | কবরী সারোয়ার | অভিনীত প্রথম চলচ্চিত্র | |
নন্দিত নরকে | ইয়াসমিন | বেলাল আহমেদ | |||
২০০৮ | রাবেয়া | রোকেয়া | তানভীর মোকাম্মেল | ||
২০১৪ | জীবনঢুলী | সন্ধ্যারাণী | তানভীর মোকাম্মেল | ||
২০১৫ | অনিল বাগচীর একদিন | অতসী | মোরশেদুল ইসলাম | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (৩৭তম বাচসাস পুরস্কার) | |
২০১৭ | গ্রাস | মারিয়া আফরিন তুষার | |||
২০১৮ | পুত্র | সাইফুল ইসলাম মান্নু | |||
২০১৯ | রাজলক্ষী ও শ্রীকান্ত | রাজলক্ষী | প্রদীপ্ত ভট্টাচার্য্য | ভারতীয় চলচ্চিত্র | |
মায়া: দ্য লস্ট মাদার | মায়া | মাসুদ পথিক | |||
২০২১ | লাল মোরগের ঝুঁটি | দিপালী | নুরুল আলম আতিক | ||
২০২৩ | বঙ্গমাতা | শেখ ফজিলাতুন্নেছা মুজিব | গৌতম কৈরী | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
আসন্ন | অনাবৃত | সাইফুল ইসলাম মান্নু |
টেলিভিশন
সম্পাদনাজ্যোতিকা জ্যোতি অভিনীত এক পর্বের নাটকের মধ্যে অনিমেষ আইচের একটি ঝড়াক্রান্ত শেফালী গাছ, শতাব্দি জাহিদের স্বপ্নবুনন, রনির জাগরণের রংটা ধূসর ছিলো, রাসেল আজমের মুক্তাহীন ঝিনুক, নজরুল কোরেশীর ভালোবাসার লাল পিঁপড়া, দিমা নেফার তিতির স্বপ্ন দেখার সাহস, ইশতিয়াক মাহমুদের মুক্তি ইত্যাদি উল্লেখযোগ্য।
ওয়েব ও টিভি ধারাবাহিক
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | টীকা | সূত্র |
---|---|---|---|---|---|
২০২৪ | ওভারট্রাম্প | বাশার জর্জিস | চরকি মৌলিক ধারাবাহিক |
একপর্বের নাটক
সম্পাদনাবছর | নাটকের নাম | ভূমিকা | সহ-শিল্পী | পরিচালক | টীকা | সূত্র |
---|---|---|---|---|---|---|
আর একবার | ||||||
ইউসুফ ভাবী | সিদ্দিকুর রহমান | মামুন খান | ||||
ইন্টার মিডিয়েট থার্ড ইয়ার | রিমি | প্রাণ রায় | এফ জামান তাপস | |||
গন্তব্যের দিকে | লায়লা | মোশাররফ করিম | সালাহউদ্দিন লাভলু | |||
চিঠি | দিহান | তাজু কামরুল | ||||
জামাই অভিজান | আ খ ম হাসান | রবিন খান | ||||
পুশিং সেল | তসলিমা | ইন্তেখাব দিনার | রুলীন রহমান | |||
বিশ্বাসে ভালোবাসা | প্রকারক চক্রের সদস্য | সাব্বির আহমেদ | তাজু কামরুল | |||
মুকুটহীন নবাব | ফুলমতি | রওনক হাসান | তাজু কামরুল | |||
হাওয়াই শহরের গল্প | আফরান নিশো | মাহমুদ দিদার |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | বিভাগ | নাটক | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৫ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | অনিল বাগচীর একদিন | বিজয়ী |
- আরটিভি স্টার অ্যাওয়ার্ডস
বছর | বিভাগ | নাটক | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০১৩ | ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেত্রী - কেন্দ্রীয় চরিত্র | কলেজ রোড | বিজয়ী | [৮] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Correspondent, A. (২০১২-০৯-১৯)। "Jyoti in Tanvir Mokammel's Jibon Dhuli"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৯।
- ↑ Shazu, Shah Alam (২০১৫-১২-১৮)। ""Today's generation wants to see films on Liberation War""। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৯।
- ↑ "জ্যোতিকা জ্যোতি"। বিএমডিবি। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ "আন্দোলন নিয়ে আওয়ামীপন্থী শিল্পীদের কথোপকথন ভাইরাল"। প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। ভোরের কাগজ। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!"। বাংলা নিউজ ২৪। ৩ সেপ্টেম্বর ২০২৪। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "ছাত্রদের ওপর 'গরম পানি' ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী"। দৈনিক ইত্তেফাক। ৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ শাওন, রাশেদ (২৭ জানুয়ারি ২০১৩)। "আরটিভির সেরা সজল ও মৌসুমী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে জ্যোতিকা জ্যোতি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে জ্যোতিকা জ্যোতি