পুত্র (চলচ্চিত্র)

সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ২০১৮-এর চলচ্চিত্র

পুত্র ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী সামাজিকধর্মী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। ছবিটির কাহিনী লিখেছেন হারুন রশীদ। বাংলাদেশে সরকারী চলচ্চিত্র অনুদান নির্মিত হয় চলচ্চিত্রটি।[] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ফেরদৌস, জয়া আহসান। চলচ্চিত্রটি ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র এবং সেরা অভিনেতার পুরস্কারসহ মোট ১১টি পুরস্কার লাভ করে।

পুত্র
'পুত্র' চলচ্চিত্রের আনুষ্ঠানিক পোস্টার
পরিচালকসাইফুল ইসলাম মান্নু
প্রযোজকচলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়
চিত্রনাট্যকারসাইফুল ইসলাম মান্নু
শ্রেষ্ঠাংশে
সুরকারজুলফিকার রাসেল
সম্পাদকতারিক হোসেন বিদ্যুৎ
মুক্তি৫ জানুয়ারি ২০১৮
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

সমাজে বিশেষ শিশুদের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি।

কুশীলব

সম্পাদনা

পুরস্কার

সম্পাদনা

চলচ্চিত্রটি ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট ১১টি বিভাগে পুরস্কার লাভ করে।[]

পুরস্কার বিভাগ বিজয়ী ফলাফল
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
শ্রেষ্ঠ চলচ্চিত্র পুত্র বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা ফেরদৌস আহমেদ বিজয়ী
শ্রেষ্ঠ শিশু শিল্পী ফাহিম মোহতাসিম লাজিম বিজয়ী
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী নাইমুল ইসলাম রাতুল বিজয়ী
শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বিজয়ী
শ্রেষ্ঠ গীতিকার জুলফিকার রাসেল বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার সাইফুল ইসলাম মান্নু বিজয়ী
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হারুন রশীদ বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক তারিক হোসেন বিদ্যুৎ বিজয়ী
শ্রেষ্ঠ শব্দগ্রাহক আজম বাবু বিজয়ী
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা সাদিয়া শবনম শান্তু বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'পুত্র' ক্ষুধা মেটানোর মতো একটি চলচ্চিত্র : ফেরদৌস"এনটিভি। ৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা