পুত্র (চলচ্চিত্র)
সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ২০১৮-এর চলচ্চিত্র
পুত্র ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী সামাজিকধর্মী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। ছবিটির কাহিনী লিখেছেন হারুন রশীদ। বাংলাদেশে সরকারী চলচ্চিত্র অনুদান নির্মিত হয় চলচ্চিত্রটি।[১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ফেরদৌস, জয়া আহসান। চলচ্চিত্রটি ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র এবং সেরা অভিনেতার পুরস্কারসহ মোট ১১টি পুরস্কার লাভ করে।
পুত্র | |
---|---|
পরিচালক | সাইফুল ইসলাম মান্নু |
প্রযোজক | চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় |
চিত্রনাট্যকার | সাইফুল ইসলাম মান্নু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জুলফিকার রাসেল |
সম্পাদক | তারিক হোসেন বিদ্যুৎ |
মুক্তি | ৫ জানুয়ারি ২০১৮ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাসমাজে বিশেষ শিশুদের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি।
কুশীলব
সম্পাদনাপুরস্কার
সম্পাদনাচলচ্চিত্রটি ৪৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট ১১টি বিভাগে পুরস্কার লাভ করে।[২]
পুরস্কার | বিভাগ | বিজয়ী | ফলাফল |
---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | পুত্র | বিজয়ী | |
শ্রেষ্ঠ অভিনেতা | ফেরদৌস আহমেদ | বিজয়ী | |
শ্রেষ্ঠ শিশু শিল্পী | ফাহিম মোহতাসিম লাজিম | বিজয়ী | |
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী | নাইমুল ইসলাম রাতুল | বিজয়ী | |
শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী | সাবিনা ইয়াসমিন | বিজয়ী | |
শ্রেষ্ঠ গীতিকার | জুলফিকার রাসেল | বিজয়ী | |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | সাইফুল ইসলাম মান্নু | বিজয়ী | |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | হারুন রশীদ | বিজয়ী | |
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | তারিক হোসেন বিদ্যুৎ | বিজয়ী | |
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | আজম বাবু | বিজয়ী | |
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা | সাদিয়া শবনম শান্তু | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'পুত্র' ক্ষুধা মেটানোর মতো একটি চলচ্চিত্র : ফেরদৌস"। এনটিভি। ৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পুত্র (ইংরেজি)