শ্রেষ্ঠ চিত্রসম্পাদক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের চিত্রসম্পাদকদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৭ সাল থেকে প্রদান করা হচ্ছে। প্রথমবারের মত এই পুরস্কার অর্জন করেন বশীর হোসেন মাটির মায়া (১৯৭৬) চলচ্চিত্রের জন্য। সর্বাধিক ৮ বার এই পুরস্কার অর্জন করেন মুজিবুর রহমান দুলু। আমিনুল ইসলাম মিন্টু ৪ বার, জুনায়েদ হালিম ৩ বার এবং বশীর হোসেন, আতিকুর রহমান মল্লিক, জিন্নাত হোসেন, সাইফুল ইসলাম ও তৌহিদ হোসেন চৌধুরী ২ বার করে এই পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | |
---|---|
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রসম্পাদনায় অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী |
প্রথম পুরস্কৃত | ১৯৭৭ (১৯৭৬ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ (২০১৯ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | জুনায়েদ হালিম (মায়া: দ্য লস্ট মাদার) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
বিজয়ী চিত্রসম্পাদক
সম্পাদনা১৯৭০-এর দশক
সম্পাদনাবছর | চিত্রসম্পাদক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৭৬ | বশীর হোসেন | মাটির মায়া | [১] |
১৯৭৭ | বশীর হোসেন | সীমানা পেরিয়ে | |
১৯৭৮ | নুরুন্নবী | ডুমুরের ফুল | |
১৯৭৯ | সাইদুল আনাম টুটুল | সূর্য দীঘল বাড়ী |
১৯৮০-এর দশক
সম্পাদনাবছর | চিত্রসম্পাদক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৮০ | বাদল রহমান | এমিলের গোয়েন্দা বাহিনী | [১] |
১৯৮১ | কোন পুরস্কার দেয়া হয় নি | ||
১৯৮২ | আওকাত হোসেন | দুই পয়সার আলতা | |
১৯৮৩ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদকের পুরস্কার দেয়া হয় নি | ||
১৯৮৪ | মুজিবুর রহমান দুলু | ভাত দে | |
১৯৮৫ | মুজিবুর রহমান দুলু | তিন কন্যা | |
১৯৮৬ | আমিনুল ইসলাম মিন্টু | আঘাত | |
১৯৮৭ | আমিনুল ইসলাম মিন্টু | অপেক্ষা | |
১৯৮৮ | আতিকুর রহমান মল্লিক | দুই জীবন | |
১৯৮৯ | মুজিবুর রহমান দুলু | সত্য মিথ্যা |
১৯৯০-এর দশক
সম্পাদনাবছর | চিত্রসম্পাদক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৯০ | আমিনুল ইসলাম মিন্টু | গরীবের বউ | [১] |
জিন্নাত হোসেন | বিপ্লব | ||
১৯৯১ | মুজিবুর রহমান দুলু | পিতা মাতা সন্তান | |
১৯৯২ | সাইফুল ইসলাম | ত্রাস | |
১৯৯৩ | মুজিবুর রহমান দুলু | বাংলার বধূ | |
১৯৯৪ | জিন্নাত হোসেন | কমান্ডার | |
১৯৯৫ | আতিকুর রহমান মল্লিক | অন্য জীবন | |
১৯৯৬ | আমিনুল ইসলাম মিন্টু | অজান্তে | |
১৯৯৭ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদকের পুরস্কার দেয়া হয় নি | ||
১৯৯৮ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদকের পুরস্কার দেয়া হয় নি | ||
১৯৯৯ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদকের পুরস্কার দেয়া হয় নি |
২০০০-এর দশক
সম্পাদনাবছর | চিত্রসম্পাদক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
২০০০ | সুজন মাহমুদ | কিত্তনখোলা | [১] |
২০০১ | মুজিবুর রহমান দুলু | মেঘলা আকাশ | |
২০০২ | মুজিবুর রহমান দুলু | ইতিহাস | |
২০০৩ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদকের পুরস্কার দেয়া হয় নি | ||
২০০৪ | জুনায়েদ হালিম | শঙ্খনাদ | [২] |
২০০৫ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদকের পুরস্কার দেয়া হয় নি | ||
২০০৬ | সাইফুল ইসলাম | ঘানি | |
২০০৭ | শ্রেষ্ঠ চিত্রসম্পাদকের পুরস্কার দেয়া হয় নি | ||
২০০৮ | শহিদুল হক | কি যাদু করিলা | [৩] |
২০০৯ | জুনায়েদ হালিম | বৃত্তের বাইরে | [৪] |
২০১০-এর দশক
সম্পাদনাপরিসংখ্যান
সম্পাদনাএকাধিকবার বিজয়ী
সম্পাদনা
|
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "National Film Awards for the last fours years announced" [চার বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা]। দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। ১ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি ২০১২। ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯"। বাংলানিউজ টোয়েন্টিফোর.কম। ঢাকা, বাংলাদেশ। ২৪ মার্চ ২০১১। ৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "সেরা ছবি গহীনে শব্দ, অভিনয়ে সাকিব-পূর্ণিমা"। দৈনিক আজাদী। ২২ মার্চ ২০১২। ২০১৬-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "Guerrilla bags 10 National Film Awards"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ মার্চ ২০১৩। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২' ঘোষণা"। দৈনিক ইত্তেফাক। ৭ ফেব্রুয়ারি ২০১৪। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'মৃত্তিকা মায়া'র জয়জয়কার"। বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ১০ মার্চ ২০১৫। ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "২০১৫ সালের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- ↑ "মোশাররফ করিম যাবেন না, কালাম পাবেন না"। দৈনিক প্রথম আলো। ১০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২১।