ডুমুরের ফুল
সুভাষ দত্ত পরিচালিত ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি শিশুতোষ চলচ্চিত্র
ডুমুরের ফুল সুভাষ দত্ত পরিচালিত বাংলাদেশি বাংলা ভাষার একটি শিশুতোষ চলচ্চিত্র। এটি সাহিত্যিক আশরাফ সিদ্দিকীর গলির ধারের ছেলেটি নামক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ববিতা, ইলিয়াস কাঞ্চন[১], শাকিল[২], সৈয়দ হাসান ইমাম[৩], সিরাজুল ইসলাম[৪] প্রমুখ। চলচ্চিত্রটি ১৯৭৯ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে।
ডুমুরের ফুল | |
---|---|
পরিচালক | সুভাষ দত্ত |
প্রযোজক | সুভাষ দত্ত |
চিত্রনাট্যকার | সুভাষ দত্ত |
কাহিনিকার | আশরাফ সিদ্দিকী |
শ্রেষ্ঠাংশে | ববিতা ইলিয়াস কাঞ্চন শাকিল |
সুরকার | আজাদ রহমান |
সম্পাদক | নুরুন্নবী |
পরিবেশক | শতাব্দী ফিল্মস |
মুক্তি | ১৯৭৮ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পী
সম্পাদনা- ববিতা - নার্স
- ইলিয়াস কাঞ্চন
- শাকিল - লাডু
- সৈয়দ হাসান ইমাম
- সিরাজুল ইসলাম
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান এবং গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার।
পুরস্কার
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইলিয়াস কাঞ্চনের একাল সেকাল"। দৈনিক যুগান্তর। ঢাকা, বাংলাদেশ। ১০ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- ↑ "সুভাষ দত্তর মতো শিশুবান্ধব পরিচালক এখন নেই"। নিউজনেক্সটবিডি। ঢাকা, বাংলাদেশ। ১৬ নভেম্বর ২০১৪। ৯ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- ↑ "সৈয়দ হাসান ইমামের ৮০তম জন্মবার্ষিকীতে 'নীল ছোঁয়া কিংবদন্তি'"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৫। ২৮ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- ↑ "চলে গেলেন সিরাজুল ইসলাম"। বাংলানিউজ। ঢাকা, বাংলাদেশ। ২৪ মার্চ ২০১৫। ১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
- ↑ "'বেলা অবেলা সারাবেলা' অনুষ্ঠানে মহিউদ্দিন ফারুক"। ঢাকা, বাংলাদেশ: সাতদিন। ৮ অক্টোবর ২০১৫। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।