গাজী মাজহারুল আনোয়ার

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার

গাজী মাজহারুল আনোয়ার (জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৪৩ — মৃত্যু: ৪ সেপ্টেম্বর ২০২২)[][] ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।[] ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি।[] বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।[]

গাজী মাজহারুল আনোয়ার
জন্ম
গাজী মাজহারুল আনোয়ার

(১৯৪৩-০২-২২)২২ ফেব্রুয়ারি ১৯৪৩
দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ
মৃত্যু৪ সেপ্টেম্বর ২০২২(2022-09-04) (বয়স ৭৯)
জাতীয়তাবাংলাদেশী
পেশাগীতিকার, চলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৬৪–২০২২
পুরস্কার

প্রাথমিক জীবন

সম্পাদনা

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। []

কর্মজীবন

সম্পাদনা

২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি।[]

রাজনীতি

সম্পাদনা

গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন।

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

পরিচালক

সম্পাদনা
বছর চলচ্চিত্র টীকা
১৯৮২ নান্টু ঘটক প্রথম পরিচালিত চলচ্চিত্র
১৯৮৪ শাস্তি
১৯৮৫ চোর
১৯৮৭ সন্ধি
১৯৮৮ স্বাক্ষর
১৯৮৯ শর্ত
১৯৯০ স্বাধীন
১৯৯২ সমর
শ্রদ্ধা
টিট ফর ট্যাট
১৯৯৪ স্নেহ
আম্মা
পরাধীন
তপস্যা
উল্কা
ক্ষুধা
১৯৯৯ রাগী
আর্তনাদ
২০০১ চুড়িওয়ালা
২০০২ লাল দরিয়া
জীবনের গল্প
২০০৭ এই যে দুনিয়া
পাষানের প্রেম
২০১১ হৃদয় ভাঙ্গা ঢেউ
২০১৬ মেয়েটি এখন কোথায় যাবে

গীতিকার

সম্পাদনা

উল্লেখযোগ্য গানসমূহ

সম্পাদনা
  • জয় বাংলা, বাংলার জয়[]
  • আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার
  • একতারা তুই দেশের কথা বল রে এবার বল
  • একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
  • গানের খাতায় স্বরলিপি লিখে
  • আকাশের হাতে আছে একরাশ নীল
  • শুধু গান গেয়ে পরিচয়
  • ও পাখি তোর যন্ত্রণা
  • ইশারায় শীষ দিয়ে
  • চোখের নজর এমনি কইরা
  • এই মন তোমাকে দিলাম
  • চোখ যে মনের কথা বলে
  • নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা
  • নীল আহা কত নীল তোমার ঐ দুটি চোখ
  • যদি আমাকে জানতে স্বাধ হয়
  • সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে
  • অনেক সাধের ময়না আমার বাধন কেটে যায়
  • আমিতো বন্ধু মাতাল নই
  • গীতিময় এইদিন চিরদিন রবে কি
  • চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাই বলো
  • তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে
  • প্রেম যেনো মোর গোধূলি বেলার ক্লান্ত পাখীর কাকলি
  • ফুল বিনা কোনদিন মালা হয় না
  • পারিনা ভুলে যেতে স্মৃতিরা মালা গেথে
  • ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
  • বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনে
  • লোকে বলে রাগ নাকি অনুরাগের আয়না
  • দুটি পাখি একটি ছোট্ট নীড়ে কেউতো কারো পানে চায় না ফিরে
  • কারো আপন হইতে পারলিনা অন্তর
  • হয় যদি বদনাম হোক আরো
  • ওরে পরদেশী যাবার আগে দোহাই লাগে
  • কাছে এসো যদি বলো তবে দূরে কেন থাকো
  • আমি সাত সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে আছি
  • তুমি সাত সাগরের ওপাড় হতে আমায় ডেকেছো
  • সুরের ভুবনে আমি আজো পথচারি
  • তুমি কেন বোঝনা যে
  • দীজাহানের মালিক তুমি
  • জানিনা সে হৃদয়ে কখন এসেছে
  • ছবি যেন শুধু ছবি নয়
  • আমি নিজের মনে জিনেই যেন
  • হেসে খেলে জীবনটা যদি চলে যায়
  • সবাইতো ভালবাসা চায়
  • এই পথে পথে আম একা চলি
  • ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
  • হায় হায় রংগিলা
  • তোর রুপ দেখে চোখ ধাদে মন ভুলে না
  • ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম
  • বিক্রমপুরে বাপের বাড়ি

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।[] স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন।[] পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Gazi Mazharul Anwar, A renowned Lyrist, Film Director & Producer"bizbdnews.com। ১১ নভেম্বর ২০১১। ২০১৫-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। টেমপ্লেট:Self-published inline
  2. প্রতিবেদক, বিনোদন। "গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন"প্রথম আলো 
  3. "স্বাধীনতা পুরস্কার পেলেন যারা, ইত্তেফাক, ৭ মার্চ ২০২১"। ৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২১ 
  4. রওশন আরা বিউটি। "গাজী মাজহারুল আনোয়ার - কালজয়ী গানের স্রষ্টা"রোদ্দুর। ২০১৬-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫ 
  5. "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"বিবিসি বাংলা। ঢাকা, বাংলাদেশ। ৩ মে ২০০৬। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫ 
  6. "গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিন"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। ২২ ফেব্রুয়ারি ২০১৪। ২৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫ 
  7. "শুভ জন্মদিন গাজী মাজহারুল আনোয়ার"দি টাইমস ইনফো। ঢাকা, বাংলাদেশ। ২২ ফেব্রুয়ারি ২০১৫। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬ 
  8. Rayhan, Nasir (২৫ মার্চ ২০১৭)। "Songs that won the war"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ 
  9. মাজহার বাবু (২৬ মার্চ ২০১৫)। "উত্তাল সময়ের গান 'জয় বাংলা, বাংলার জয়'"এনটভি অনলাইন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা