কখনো মেঘ কখনো বৃষ্টি
কখনো মেঘ কখনো বৃষ্টি এটি ২০০৩-এর একটি বাংলাদেশী চলচ্চিত্র.[১] ছবিটি পরিচালনা করেছেন অভিনেত্রী মৌসুমী এবং এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র, দ্বিতীয়টি মেহের নেগার।[২] ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, রাজ্জাক, ববিতা, হুমায়ুন ফরীদি, শহিদুল আলম সাচ্চু, শাবন ও জেসমিন পারভেজ.
কখনো মেঘ কখনো বৃষ্টি | |
---|---|
![]() ভিসিডি'র মোড়ক | |
পরিচালক | মৌসুমী |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | রাবেয়া খাতুন |
শ্রেষ্ঠাংশে | মৌসুমী ফেরদৌস রাজ্জাক ববিতা হুমায়ুন ফরীদি শহিদুল আলম সাচ্চু |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | শহীদুল্লাহ দুলাল |
সম্পাদক | আমজাদ হোসেন |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২০০৩ |
দৈর্ঘ্য | ১৩৮ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
কাহিনি সংক্ষেপ সম্পাদনা
শ্রেষ্ঠাংশে সম্পাদনা
- মৌসুমী - নদী
- ফেরদৌস - শাবন
- রাজ্জাক - নদীর ভাই
- ববিতা - নদীর ভাবি
- হুমায়ুন ফরীদি -
- শহিদুল আলম সাচ্চু -
- শাবন -
- জেসমিন পারভেজ -
- শাওন -
- প্রিয়াঙ্কা -
- রওশন অরা -
- প্রানব ঘোষ - নিজ ভূমিকায়
- শিবলী সাদিক -
- সামসুদ্দিন -
- টগর -
- শিল্পী চক্রবর্তী -
- সি বি জামাল -
- তুষার খান -
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Published: The Daily Star, 26 August 2003 New film and film-award coming soon Harun ur Rashid, accessed: 05 June, 2011
- ↑ Published: The Daily Star, 05 November, 2010 Forging ahead In conversation with Moushumi Arts & Entertainment, accessed: 05 June, 2011
বহিঃসংযোগ সম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কখনো মেঘ কখনো বৃষ্টি (ইংরেজি)
- রটেন টম্যাটোসে কখনো মেঘ কখনো বৃষ্টি (ইংরেজি)