দীপ নেভে নাই
১৯৭০ সালের বাংলাদেশী রোম্যান্টিক চলচ্চিত্র
দীপ নেভে নাই নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ১৯৭০ সালের বাংলাদেশী প্রণয়-নাট্যধর্মী চলচ্চিত্র। এর চিত্রনাট্য লিখেছেন বেবী ইসলাম এবং সংলাপ লিখেছেন ইসমাইল মোহাম্মদ। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন রাজ্জাক ও কবরী।[২][৩] এছাড়া অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন, রোজী সামাদ, রাজু আহমেদ, হাসমত প্রমুখ।[৪]
দীপ নেভে নাই | |
---|---|
পরিচালক | নারায়ণ ঘোষ মিতা |
প্রযোজক | নারায়ণ ঘোষ মিতা |
রচয়িতা | ইসমাইল মোহাম্মদ (সংলাপ) |
চিত্রনাট্যকার | ইসমাইল মোহাম্মদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | রফিকুল বারী চৌধুরী |
সম্পাদক | বশীর হোসেন |
মুক্তি | ১ নভেম্বর ১৯৭০[১] |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- রাজ্জাক
- কবরী
- আনোয়ার হোসেন
- রাজু আহমেদ
- আলতাফ
- রোজী সামাদ
- সুলতানা
- হাসমত
- নারায়ণ চক্রবর্তী
- সাইফুদ্দিন
- ফতেহ লোহানী
- রহিমা
- অরুণ কুমার
- পরান বাবু
- বিনয় বিশ্বাস
- মিসবাহ
- রবিউল
- সাইদুর রহমান
সঙ্গীত
সম্পাদনাদীপ নেভে নাই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গীত রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান ও গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন খন্দকার ফারুক আহমেদ, মাহমুদুন্নবী, আব্দুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সত্য সাহা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Movie List 1970"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "নায়িকাদের চোখে নায়করাজ"। দৈনিক কালের কণ্ঠ। ২৪ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "আমার প্রায় সব ছবির নায়ক, বন্ধু রাজ্জাক: কবরী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ আগস্ট ২০১৭। ২৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "Bangladeshis remember Dhallywood screen icon Razzak"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দীপ নেভে নাই (ইংরেজি)