হাসমত

চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক

হাসমত (আনু. ১৯৩১ – ১০ নভেম্বর ২০০৩) একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক ছিলেন। তিনি কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।[১][২][৩] তিনি হাবা হাসমত নামে পরিচিত ছিলেন।[৪][৫]

হাসমত
Hashmot
হাসমত কৌতুক.jpg
জন্মআনু. ১৯৩১
মৃত্যু১০ নভেম্বর ২০০৩ (বয়স ৭২)
জাতীয়তাবাংলাদেশি
পেশাঅভিনেতা, পরিচালক

জীবনীসম্পাদনা

হাসমত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৪] তিনি নীল আকাশের নিচে, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, হাবা হাসমতনতুন বউ এর মত চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনার সাথেও যুক্ত ছিলেন। হাসমত ২০০৩ সালের ১০ নভেম্বর ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৬]

নির্বাচিত চলচ্চিত্র তালিকাসম্পাদনা

অভিনেতাসম্পাদনা

পরিচালকসম্পাদনা

  • স্বপ্ন দিয়ে ঘেরা[৪]
  • এখনো আকাশ নীল[৪]
  • হাবা হাসমত[৪]
  • মধুমিতা[৪]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "কৌতুক অভিনেতা সংকটে ঢাকাই সিনেমা"একুশে টেলিভিশন। ৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "চলচ্চিত্রে এখন আর কৌতুক অভিনেতা দেখা যায় না"ইনকিলাব। ১৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  3. "চলচ্চিত্রে চলছে কৌতুক অভিনেতার সংকট"আমাদের সময়। ১৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  4. "চলচ্চিত্রের হাসির রাজারা..."বাংলাদেশ প্রতিদিন। ৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  5. "Comedy stars through the ages"The Daily Star। ১৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  6. "Comedian Hashmat no more"The Daily Star। ১১ নভেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগসম্পাদনা