নতুন বউ
নতুন বউ আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ১৯৮৩ সালের পারিবারিক-নাট্য চলচ্চিত্র। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন কাজী জহির এবং সংলাপ লিখেছেন জিয়া আনসারী। চিত্রা জহির প্রযোজিত ও কাজী জহির নিবেদিত চলচ্চিত্রটি পরিবেশনা করেছে চিত্রা ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ববিতা, সুবর্ণা মুস্তাফা, আফজল হোসেন, রাইসুল ইসলাম আসাদ।[১]
নতুন বউ | |
---|---|
পরিচালক | আব্দুল লতিফ বাচ্চু |
প্রযোজক | চিত্রা জহির |
রচয়িতা | জিয়া আনসারী (সংলাপ) |
চিত্রনাট্যকার | কাজী জহির |
কাহিনিকার | কাজী জহির |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আজাদ রহমান |
চিত্রগ্রাহক | আব্দুল লতিফ বাচ্চু |
সম্পাদক | দেবনাথ মজুমদার |
প্রযোজনা কোম্পানি | চিত্রকথা |
পরিবেশক | চিত্রা ফিল্মস |
মুক্তি | ৪ ফেব্রুয়ারি ১৯৮৩ |
স্থিতিকাল | ১৫২ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।[২] এই ছবিতে অভিনয়ের জন্য সুবর্ণা মুস্তাফা ৮ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।[৩]
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাপ্রেম, নৈতিকতা ও পারিবারিক সুসম্পর্কের গল্প।
কুশীলব
সম্পাদনাসঙ্গীত
সম্পাদনানতুন বউ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার ও আহমদ জামান চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও নিয়াজ মোহাম্মদ চৌধুরী।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "হৃদয়ের অ্যানাটমি করতে শেখো" | আহমদ জামান চৌধুরী | রুনা লায়লা | ৩:৫৮ |
২. | "আমি কপালে পড়েছি স্বামীর সহাগের চন্দন" | গাজী মাজহারুল আনোয়ার | সাবিনা ইয়াসমিন | ২:৫৮ |
৩. | "ও পদ্মা নদী একটু যদি সদয় হতো" | গাজী মাজহারুল আনোয়ার | নিয়াজ মোহাম্মদ চৌধুরী | ৪:২৮ |
সম্মাননা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৩২ বছর পর একসঙ্গে চলচ্চিত্রে আসাদ-সুবর্ণা"। দৈনিক ইনকিলাব। ১৭ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
- ↑ "নতুন বউ (১৯৮৩)"। বাংলা মুভি ডেটাবেজ। ১২ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
- ↑ "হারানো দিনের ছবিতে সুবর্ণা মুস্তাফা"। দ্য রিপোর্ট। ২ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
- ↑ মঈনুদ্দীন, অভি (২ ডিসেম্বর ২০১৬)। "সুবর্ণার নতুন চলচ্চিত্র"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
- ↑ উল্লাহ, মাহমুদ (২২ ডিসেম্বর ২০১৬)। "আবার চলচ্চিত্রে সক্রিয় সুবর্ণা"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে নতুন বউ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে নতুন বউ