স্বপ্নের পৃথিবী

১৯৯৬-এ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র

[১]

স্বপ্নের পৃথিবী
স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবাদল খন্দকার
প্রযোজকশাহ আলম হাওলাদার
ফারুক হাওলাদার
চিত্রনাট্যকারবাদল খন্দকার
শ্রেষ্ঠাংশে
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকএ আর জাহাঙ্গীর
সম্পাদকআমিনুল ইসলাম মিন্টু
পরিবেশকএম এফ প্রডাকশনস
মুক্তি
  • ১২ জুলাই ১৯৯৬ (1996-07-12)
দৈর্ঘ্য১৬০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

স্বপ্নের পৃথিবী হল ১৯৯৬ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন বাদল খন্দকার[২] এবং কাহিনী ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী এবং হেনরি আমিন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, ববিতারাজীব

চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ১২ই জুলাই বাংলাদেশে মুক্তি পায়।[৩]

কুশীলব সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনিরগাজী মাজহারুল আনোয়ার

গানের তালিকা সম্পাদনা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."বৃষ্টি রে বৃষ্টি"মনিরুজ্জামান মনিরআলাউদ্দিন আলীআগুনসাবিনা ইয়াসমিন 
২."তুমি আমার মনের মানুষ"মনিরুজ্জামান মনিরআলাউদ্দিন আলীসাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম 

তথ্যসূত্র সম্পাদনা

  1. বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে লিরিক' [Bengali Lyrics]। 
  2. "যেসব পরিচালকদের ছবিতে কাজ করেছিলেন সালমান শাহ"জাগো নিউজ। ৬ সেপ্টেম্বর ২০১৭। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Archive Movie List - 1996"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা