দেনমোহর (চলচ্চিত্র)

দেনমোহর ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহমৌসুমী অভিনীত বাংলাদেশী বাংলা ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন শফি বিক্রমপুরী।[] এই সুপারহিট ছবিটি ১৯৯১ সালে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত সানাম বেওফা হিন্দি ছবির অফিসিয়াল পুনঃনির্মাণ।[]

দেনমোহর
দেনমোহর চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশফি বিক্রমপুরী
প্রযোজকযমুনা ফিল্ম কর্পোরেশন লিমিটেড
চিত্রনাট্যকারছটকু আহমেদ
শ্রেষ্ঠাংশেসালমান শাহ
মৌসুমী
রাজীব
আহমেদ শরীফ
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকশফি বিক্রমপুরী
পরিবেশকযমুনা ফিল্ম কর্পোরেশন লিমিটেড
মুক্তি৩ মার্চ ১৯৯৫
স্থিতিকাল১৫৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

বিবাদমান দুই জমিদার পরিবারের ছেলে-মেয়ের মাঝে প্রেম হয়। এক পর্যায়ে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। মেয়ের পরিবারের দাবি থাকে এক কোটি টাকা দেনমোহর। বিয়ের পরদিনই এক কোটি টাকা দিয়ে নববধুকে বের করে দেওয়া হয়।সামন্তবাদী দ্বন্দ্ব নিয়ে নির্মিত বাংলা চলচ্চিত্রগুলোর মধ্যে এটি অন্যতম।

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

আলাউদ্দিন আলী এ ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, গাজী মাজহারুল আনোয়ার, মাসুদ করিম, পুলক বন্দ্যোপাধ্যায় এবং গান গেয়েছেন রুনা লায়লা, খালিদ হাসান মিলু, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন ও আগুন।

গানের তালিকা

সম্পাদনা
নং.শিরোনামসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."মৌসুম এলো ভালোবাসার"আলাউদ্দিন আলীরুনা লায়লা৫:৩২
২."শুধু একবার শুধু একবার"আলাউদ্দিন আলীখালিদ হাসান মিলু এবং সাবিনা ইয়াসমিন৬:২২
৩."আমি তোমার প্রেমে পাগল"আলাউদ্দিন আলীএন্ড্রু কিশোর৪:৩৬
৪."আমার মনের ভেতরে"আলাউদ্দিন আলীরুনা লায়লা 
৫."ও রঙ্গিলা দুলাভাই"আলাউদ্দিন আলীরুনা লায়লা 
৬."আমার দেহর আছে এই মন"আলাউদ্দিন আলীসাবিনা ইয়াসমিন এবং আগুন 
৭."আপন মানুষ কইরা দিয়া পর"আলাউদ্দিন আলীসৈয়দ আব্দুল হাদী 

মুক্তি

সম্পাদনা

১৯৯৫ সালের ৩রা মার্চ ঈদুল ফিতরে মুক্তি পায় চলচ্চিত্রটি। এটি ব্যবসায়িক ভাবে সফল হয় এবং বছরের অন্যতম সেরা সুপারহিট চলচ্চিত্রের তকমা পায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. গোলাম রিয়াদ (৫ সেপ্টেম্বর ২০১৫)। "স্মরণ : অমর নায়ক সালমান শাহ"। দৈনিক ভোরের পাতা। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৬ 
  2. "সালমান-মৌসুমীর রসায়ন"। thereport24.com। ২০১৪। 

বহিঃসংযোগ

সম্পাদনা