সালমান শাহ

বাংলাদেশী জনপ্রিয় অভিনেতা

সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭১ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।[১][২] তার প্রকৃত নাম ''চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন"।[৩] গণমাধ্যমে তাকে "বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র", "আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার", "অমর মহানায়ক" এবং "স্বপ্নের নায়ক" উপাধিতে ব্যক্ত করা হয়।[৪] টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।[৫] সাড়ে তিন বছরের মত স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন যার অধিকাংশই ছিল ব্যবসাসফল। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ, সুজন সখি, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু ইত্যাদি তে অভিনয় করার মাধ্যমে দেশের শীর্ষ তারকায় পরিণত হন।[৬] তিনি পারিবারিক গল্প, কমেডি, সামাজিক ও রাজনৈতিক গল্প, অ্যাকশনধর্মী চলচ্চিত্র, গ্রামীণ পটভূমিতে নির্মিত গল্প, আসন্ন যুগের গল্প, রোমান্স এবং ট্র্যাজেডির মতো বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৭] তাকে একাধারে প্রভৃতি প্রকৃতির চলচ্চিত্রে দেখা যেত যেখানে তিনি নিজের বহুমুখী অভিনয় প্রতিভা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজের সক্ষমতার পরিচয় দেন।[৮] ফলস্বরূপ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং ঢালিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতায় পরিণত হন। তার তিনটি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে।[৯] তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্স এর জন্য বিখ্যাত হন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেয়া হয়। চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমার একটি নতুন ব্র্যান্ড প্রবর্তন এবং আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান এবং তার শৈল্পিকতা ও ফ্যাশনকে কৃতিত্ব দেন।[১০] তার অভিনয় দক্ষতা, অভূতপূর্ব সফলতা, ক্রমশ বর্ধমান জনপ্রিয়তা, কালজয়ী প্রভাব, খ্যাতির বিস্তৃতি এর কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ, প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতার খেতাব দেয়া হয়।[১১][১২] খ্যাতির চূড়ায় থাকাকালীন তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।[১৩]

সালমান শাহ
সালমান শাহ
জন্ম
চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার

(১৯৭১-০৯-১৯)১৯ সেপ্টেম্বর ১৯৭১
দাড়িয়া পাড়া, সিলেট, বাংলাদেশ
মৃত্যু৬ সেপ্টেম্বর ১৯৯৬(1996-09-06) (বয়স ২৪)
ইস্কাটন প্লাজা, ঢাকা, বাংলাদেশ
সমাধিশাহ জালাল (র.) মাজার প্রাঙ্গণ, সিলেট, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
অন্যান্য নাম"বাংলা চলচ্চিত্রের রাজপুত্র", "আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার", "অমর মহানায়ক", "স্বপ্নের নায়ক"
পেশামডেল, অভিনেতা, গায়ক
কর্মজীবন১৯৮৬–১৯৯৬
পরিচিতির কারণকেয়ামত থেকে কেয়ামত
বিক্ষোভ
সুজন সখি
স্বপ্নের ঠিকানা
কন্যাদান
মায়ের অধিকার
এই ঘর এই সংসার
সত্যের মৃত্যু নেই
আনন্দ অশ্রু
দাম্পত্য সঙ্গীসামিরা হক (বি. ১৯৯২–১৯৯৬)
স্বাক্ষর

প্রাথমিক জীবন সম্পাদনা

জন্ম সম্পাদনা

সালমান শাহর জন্ম ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাড়িয়া পাড়াস্থ তার নানা বাড়ি আব এ হায়াত ভবনে, যা এখন সালমান শাহ্‌ ভবন হিসেবে পরিচিত।[১৪] তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন।[১৫]

শিক্ষা সম্পাদনা

সালমান পড়াশুনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী ছিলেন।[১৬] ১৯৮৭ সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ (বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ) থেকে বি.কম. পাস করেন।[১৭]

পারিবারিক জীবন সম্পাদনা

সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের ২টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন।[১৭]

অভিনয় জীবন সম্পাদনা

মডেলিং সম্পাদনা

সালমান শাহ সর্বপ্রথম ১৯৮৬ সালে পাবলিক টেলিভিশন বিটিভি তে হানিফ সংকেত এর ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-এর জন্য একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে পর্দায় আবির্ভাব ঘটান। পরে তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে কাজ করেন এবং বিভিন্ন স্টেজ শোতে মডেল হিসেবে অংশগ্রহণ করেন।[১৮]

নাটকে অভিনয় সম্পাদনা

সালমান ১৯৮৫ সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। পরে দেয়াল (১৯৮৫), সব পাখি ঘরে ফিরে (১৯৮৫), সৈকতে সারস (১৯৮৮), নয়ন (১৯৯৫), স্বপ্নের পৃথিবী (১৯৯৬) নাটকে অভিনয় করেন।[১৫] নয়ন নাটকটি সে বছর শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে।[১৯] এছাড়া তিনি ১৯৯০ সালে মঈনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় ও ১৯৯৪ সালে ইতিকথা ধারাবাহিক নাটকে অভিনয় করেন।[১৭]

চলচ্চিত্রে অভিষেক সম্পাদনা

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা তিনটি হিন্দি ছবি সনম বেওয়াফা, দিলকেয়ামত সে কেয়ামত তক এর মেধাস্বত্ব নিয়ে সোহানের কাছে আসে এর যে-কোনো একটির বাংলা পুনঃনির্মাণ করার জন্য। কিন্তু তিনি উক্ত ছবিগুলোর জন্য উপযুক্ত নায়ক-নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। নায়িকা হিসেবে মৌসুমীকে নির্বাচিত করলেও নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনূর আলমগীর 'ইমন' নামে একটি ছেলের সন্ধান দেন। প্রথম দেখাতেই তাঁকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং সনম বেওয়াফা ছবির জন্য প্রস্তাব দেন, কিন্তু যখন ইমন 'কেয়ামত সে কেয়ামত তক' ছবির কথা জানতে পারেন তখন তিনি উক্ত ছবিতে অভিনেয়র জন্য পীড়াপীড়ি করেন। তার কাছে কেয়ামত সে কেয়ামত তক ছবি এতই প্রিয় ছিলো যে তিনি মোট ২৬ বার ছবিটি দেখেছেন বলে পরিচালক কে জানান। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান তাঁকে নিয়ে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন এবং ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ রাখা হয়।[২০] পরে মৌসুমীর বিপরীতে তিনি আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। ছবি তিনটি হলো অন্তরে অন্তরে (১৯৯৪), স্নেহ (১৯৯৪) ও দেনমোহর (১৯৯৫)। শিবলী সাদিক পরিচালিত অন্তরে অন্তরে হিন্দি চলচ্চিত্র আও পেয়ার করের অনানুষ্ঠানিক পুনঃনির্মাণ, স্নেহ পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার ও শফি বিক্রমপুরী পরিচালিত দেনমোহর হিন্দি চলচ্চিত্র সনম বেওয়াফার আনুষ্ঠানিক পুনঃনির্মাণ।[২১]

চলচ্চিত্রে সাফল্য সম্পাদনা

তার দ্বিতীয় চলচ্চিত্র জহিরুল হকতমিজউদ্দিন রিজভী পরিচালিত তুমি আমার চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়। পরিচালক জহিরুল হক চলচ্চিত্রটির কিছু অংশ নির্মাণ করার পর মারা যান। পরে তমিজউদ্দিন রিজভী বাকি কাজ শেষ করেন।[২২] এই চলচ্চিত্রে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন শাবনূর[২৩] পরে তার সাথে জুটি বেঁধে একে একে সুজন সখি (১৯৯৪), বিক্ষোভ (১৯৯৪), স্বপ্নের ঠিকানা (১৯৯৪), মহামিলন (১৯৯৫), বিচার হবে (১৯৯৬), তোমাকে চাই (১৯৯৬), স্বপ্নের পৃথিবী (১৯৯৬), জীবন সংসার (১৯৯৬), চাওয়া থেকে পাওয়া (১৯৯৬), প্রেম পিয়াসী (১৯৯৭), স্বপ্নের নায়ক (১৯৯৭), আনন্দ অশ্রু (১৯৯৭), বুকের ভিতর আগুন (১৯৯৭) সহ মোট ১৪টি ছবিতে অভিনয় করেছেন।[২৪] সবকটি ছবি ব্যবসাসফল হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য ব্যবসাসফল ছবির মধ্যে শাবনাজ এর সাথে আশা ভালবাসামায়ের অধিকার, লিমা এর সাথে প্রেমযুদ্ধকন্যাদান, শিল্পী এর সাথে প্রিয়জন, শাহনাজ এর সাথে সত্যের মৃত্যু নেই এবং বৃষ্টি এর সাথে এই ঘর এই সংসার অন্যতম।[২৫]

সালমান শাহ মৃত্যুর আগে মন মানে না ছবির ৫০ শতাংশ কাজ শেষ করতে পেরেছিলেন; তার মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজ কে দিয়ে ছবিটি করানো হয়। এছাড়াও কে অপরাধী, তুমি শুধু তুমি, প্রেমের বাজি সহ একাধিক মুভি সালমান শাহ অর্ধেক শুটিং করে মারা যান। পরবর্তীতে প্রেমের বাজি ব্যতীত বাকি সিনেমাগুলি অন্য নায়কদের দিয়ে নতুন করে শুটিং করা হয়। সালমানের অসমাপ্ত সিনেমার মধ্যে একমাত্র প্রেমের বাজি সিনেমার কাজ পরে আর শেষ হয় নি।[২৬]

জনপ্রিয়তা সম্পাদনা

সালমান শাহ তার অভিনয়, সুদর্শন চেহারা ও ব্যক্তিত্বের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন যা তার মৃত্যুর পর ও বজায় আছে। কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তার অভিনয় জগতে প্রবেশ। তার পেশাগত অর্জন, ব্যক্তিগত জীবন, শৈল্পিক সম্ভাবনা, অকাল মৃত্যু এবং স্থায়ী জনপ্রিয়তা সবসময় সংবাদ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে এসেছে। তার দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার কৃতিত্ব তার মুখের অভিব্যক্তি, পর্দায় উপস্থিতি, সংলাপ বিতরণ, কন্ঠস্বর, বাহ্যিক সৌন্দর্য ও ফ্যাশন সেন্সকে দেওয়া হয়। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করেন যে তাঁর স্বাভাবিক অভিনয়, শারীরিক ভাষা, চরিত্রগুলির সাথে মিল করার স্টাইল এবং ফ্যাশন-সচেতনতা আধুনিকতার ছোঁয়ায় তাঁর সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল।[২৭] শাকিব খান, আরিফিন শুভ, শরীফুল রাজ, সিয়াম আহমেদ এবং নিরব হোসেন সহ বেশ কয়েকজন চলচ্চিত্র অভিনেতা সালমানকে বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নায়ক, ফ্যাশন আইকন এবং অভিনয়ের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।[২৮][২৯][৩০] তার অনেক ফ্যাশন স্টেটমেন্ট বাংলাদেশের পপ সংস্কৃতিতে প্রবণতা হয়ে উঠেছে। বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহ কপালে রুমাল বাধতেন, পরবর্তীতে দেখা যায় তার এই রুমাল বাধা তৎকালীন তরুণ সমাজের মধ্যে ট্রেন্ডে পরিণত হয়ে যায়।[তথ্যসূত্র প্রয়োজন]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
১৯৯৩ কেয়ামত থেকে কেয়ামত রাজ সোহানুর রহমান সোহান চলচ্চিত্রে অভিষেক
১৯৯৪ তুমি আমার আকাশ জহিরুল হকতমিজ উদ্দিন রিজভী
অন্তরে অন্তরে শান শিবলি সাদিক
সুজন সখি সুজন শাহ আলম কিরণ
বিক্ষোভ অনিক মহম্মদ হান্‌নান
স্নেহ ইমন গাজী মাজহারুল আনোয়ার
প্রেমযুদ্ধ রাজা জীবন রহমান
১৯৯৫ দেনমোহর সরোয়ার শফি বিক্রমপুরী
কন্যাদান শ্রাবন দেলোয়ার জাহান ঝন্টু
স্বপ্নের ঠিকানা সুমন এম. এ. খালেক
আঞ্জুমান সালমান হাফিজউদ্দিন
মহামিলন শান্ত দিলীপ সোম
আশা ভালবাসা আকাশ তমিজ উদ্দিন রিজভী
১৯৯৬ বিচার হবে সুজন শাহ আলম কিরণ
এই ঘর এই সংসার মিন্টু মালেক আফসারী
প্রিয়জন নয়ন / জীবন রানা নাসের
তোমাকে চাই সাগর মতিন রহমান
স্বপ্নের পৃথিবী মাসুম বাদল খন্দকার
সত্যের মৃত্যু নাই জয় ছটকু আহমেদ মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত /১৩ সেপ্টেম্বর, ১৯৯৬
জীবন সংসার সবুজ জাকির হোসেন রাজু মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত / ১৮ অক্টোবর, ১৯৯৬
মায়ের অধিকার রবিন শিবলি সাদিক মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত / ৬ ডিসেম্বর, ১৯৯৬
চাওয়া থেকে পাওয়া সাগর এম এম সরকার মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত / ২০ ডিসেম্বর, ১৯৯৬
১৯৯৭ প্রেম পিয়াসী হৃদয় / জীবন চৌধুরী রেজা হাসমত মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত / ১৮ এপ্রিল, ১৯৯৭
স্বপ্নের নায়ক রাজু / রাসেল নাসির খান মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত / ৪ জুলাই, ১৯৯৭
শুধু তুমি আকাশ কাজী মোরশেদ মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত / ১৮ জুলাই, ১৯৯৭
আনন্দ অশ্রু খসরু শিবলি সাদিক মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত / ১ আগস্ট, ১৯৯৭
বুকের ভিতর আগুন আগুন ছটকু আহমেদ মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত শেষ ছবি / ৫ সেপ্টেম্বর, ১৯৯৭

টিভি নাটক সম্পাদনা

 
সিলেটে সালমান শাহের সমাধি লিপি
বছর নাটক চরিত্র
১৯৮৫ আকাশ ছোঁয়া
১৯৮৬ ইত্যাদি অপূর্ব
১৯৮৮ সৈকতে সারস রাব্বি
১৯৯০ পাথর সময়
১৯৯৪ ইতিকথা ইউসুফ
১৯৯৪ দোয়েল
১৯৯৫ সব পাখি ঘরে ফেরে
১৯৯৫ নয়ন সুলতান
১৯৯৬ স্বপ্নের পৃথিবী শুভ

মৃত্যু সম্পাদনা

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। ঢাকার ইস্কাটনে তার নিজ বাস ভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন, এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়; কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয় নি ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয় নি।[৩১]

 
শাহজালালের মাজারের পাশে সালমান শাহ এর সমাধি

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায় যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন।[৩২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সালমান শাহকে কেন এখনও স্মরণ?"BDNews24। ৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২ 
  2. "এই দিনে সালমানের মৃত্যুর সংবাদে স্তম্ভিত হয়ে পড়েছিল সবাই"Prothom Alo। ৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২ 
  3. "Salman Shah's 13th death anniversary"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ঢাকা, বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১১ 
  4. "আজ ঢাকাই সিনেমার 'মহানায়ক' সালমান শাহর জন্মদিন"The Daily Star Bangla। ১৯ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২০ 
  5. "ঢালিউডে নতুন দিগন্ত উন্মোচনেরও তিন দশক"www.kalerkantho.com। ২০২৩-০৩-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৩ 
  6. "Remembering Salman Shah: Best Movies of the Short-Lived Maestro"unb.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৩ 
  7. "চলচ্চিত্রে চির অম্লান নায়ক সালমান শাহ"RTV News। ১৯ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২২ 
  8. "কত গল্প জমে আছে সালমানকে নিয়ে"Prothom Alo। ১৯ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২২ 
  9. "২৫ হাজারে শুরু, ১০ লাখ টাকা পারিশ্রমিক পেতেন সালমান শাহ"NewsG24 (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ 
  10. "চলচ্চিত্রের নতুন ধারার প্রবর্তক সালমান শাহ"Bhorer Kagoj। ৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  11. "Salman Shah: Still the most revered icon"NewAgebd (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 
  12. "মৃত্যুর ২০ বছর পরেও আলোচনায় নায়ক সালমান শাহ। কেন তিনি এত জনপ্রিয় ছিলেন?"বিবিসি বাংলা। ঢাকা, বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  13. "Salman Shah Forever etched in memory"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ঢাকা, বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১১ 
  14. "Salman Shah's 45th birth anniversary today"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  15. "সাফল্যের রাজপুত্র সালমান শাহ"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ২০১২। ২০১৬-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  16. "একই স্কুলে পড়তেন সালমান-মৌসুমী"বাংলা মুভি ডেটাবেজ। সেপ্টেম্বর ১৯, ২০১৬। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  17. শান্তা মারিয়া (৫ সেপ্টেম্বর ২০১৪)। "অন্তরে সালমান শাহ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঢাকা, বাংলাদেশ। ২৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  18. "স্বপ্নের নায়ক সেই তুমি"Odhikar। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৩ 
  19. "সালমান শাহের নাটক 'নয়ন'"দ্য রিপোর্ট। সেপ্টেম্বর ৬, ২০১৪। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  20. "ইমন থেকে সালমান"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৬ 
  21. "সালমান-মৌসুমীর রসায়ন"দ্য রিপোর্ট। সেপ্টেম্বর ৬, ২০১৪। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  22. গোলাম রিয়াদ (৫ সেপ্টেম্বর ২০১৫)। "স্মরণ : অমর নায়ক সালমান শাহ"দৈনিক ভোরের পাতা। ২১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  23. "একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতাম: শাবনূর"দৈনিক প্রথম আলো। সেপ্টেম্বর ৬, ২০১৪। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  24. "সালমান শাহ'র নায়িকারা"দ্য রিপোর্ট। সেপ্টেম্বর ৬, ২০১৫। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  25. "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"Jago News24। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৭ 
  26. "আমাকে পরামর্শ দিয়েছিলেন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৬ 
  27. "সালমান শাহ: গল্পটা সংক্ষিপ্ত, অসমাপ্ত ও অমীমাংসিত"Bangla Tribune। ৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 
  28. "তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক: শাকিব খান"Bangla Tribune। ১৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১ 
  29. Diganta, Probashir (২০২২-০৯-০৬)। "Arifin Shuvoo, Sariful Razz remember film icon Salman Shah"Probashir Diganta (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৯ 
  30. Shazu, Shah Alam (২০২০-০৯-০৬)। "Salman Shah: A star that never stops shining"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৩ 
  31. "সালমান শাহ'র মৃত্যু এখনো রহস্য"রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৬ 
  32. "সালমান শাহকে হারানোর ২৫ বছর"ঢাকাটাইমস ২৪। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা