অভিযান (চলচ্চিত্র)
১৯৬২ সালের সত্যজিৎ রায়ের চলচ্চিত্র
অভিযান সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র যা ১৯৬২ সালে মুক্তি পায়। [১] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য রচিত হয়েছে। এর আগেও সত্যজিৎ তারাশঙ্করের একটি গল্প থেকে চলচ্চিত্র বানিয়েছিলেন যার নাম ছিল জলসাঘর। তারাশঙ্করের রচনা থেকে করা এই দুটি চলচ্চিত্রতেই মানুষের অহংবোধের বিষয়টি ফুটে উঠেছে। জলসাঘরে বিশ্বম্ভরের জমিদারী অহংবোধ আর অভিযানে নরসিংহের আভিজাত্যের অহংবোধ সুস্পষ্টভাবে রূপায়িত হয়েছে। তবে অহংবোধ ছাপিয়ে দুটি চলচ্চিত্রতেই মানবতা বড় হয়ে উঠেছে। সত্যজিতের শৈল্পিক পরিচালনা দুটিকেই ধ্রুপদী চলচ্চিত্রের মর্যাদায় ভূষিত করেছে।
অভিযান | |
---|---|
![]() | |
পরিচালক | সত্যজিত রায় |
প্রযোজক | অভিযাত্রিক |
রচয়িতা | সত্যজিত রায়, অভিযান উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | সৌমিত্র চট্টোপাধ্যায় ওয়াহিদা রেহমান রুমা গুহ ঠাকুরতা জ্ঞ্যানেশ মুখোপ্যাধ্যায় চারুপ্রকাশ ঘোষ রবি ঘোষ অরুন রায় |
চিত্রগ্রাহক | সৌমেন্দ্র রায় |
মুক্তি | ২৮ সেপ্টেম্বর, ১৯৬২ |
দৈর্ঘ্য | ১৫০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
চরিত্রসমূহসম্পাদনা
- সৌমিত্র চট্টোপাধ্যায় - নরসিংহ
- ওয়াহিদা রেহমান - গুলাবি
- রুমা গুহঠাকুরতা - নীলী
- জ্ঞানেশ মুখোপাধ্যায় - জোসেফ
- চারুপ্রকাশ ঘোষ - সুখনরাম (চোরাচালানের ব্যবসায়ী)
- রবি ঘোষ - রামা (নরসিংহের সহকারী)
- অরুণ রায় - নস্কর
- শেখর চট্টোপাধ্যায় - রামেশ্বর
- অজিত বন্দ্যোপাধ্যায় - ব্যানার্জি
- রেবা দেবী - জোসেফ ও নীলীর মা
- অবনী মুখোপাধ্যায় - সুখনরামের উকিল
সংরক্ষণসম্পাদনা
অ্যাকাডেমি ফিল্ম আর্কাইভ ২০০১ সালে অভিযান সংরক্ষণ করে। [২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Abhijan Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes"।
- ↑ "Preserved Projects"। Academy Film Archive।