রুমা গুহঠাকুরতা
রুমা গুহঠাকুরতা একজন বাঙালি অভিনেত্রী ও গায়িকা। ১৯৩৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। মা সতী দেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা। বাবা সত্যেন ঘোষ। মা সতী দেবী, আলমোড়ায় উদয় শংকর কালচার সেন্টারের মিউজিক এন্সম্বলের সদস্য ছিলেন ও পরে মুম্বাইয়ে পৃথ্বী থিয়েটারে মিউজিক ডিরেকটার ( দেশের প্রথম মহিলা সংগীত পরিচালক) হন তাই রুমার ছেলেবেলা কেটেছে আলমোড়া ও মুম্বাইয়ে। সতী দেবীর পিসতুতো ভাই হলেন বরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায় ও বিজয়া রায় হলেন আপন ছোটবোন। ১৯৫২ সালে কিশোর কুমারকে বিবাহ করেন ও তাদের পুত্র সুগায়ক অমিত কুমার। ১৯৫৮ সালে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয় এবং ১৯৬০ সালে অরূপ গুহঠাকুরতা কে বিবাহ করেন । তিনি ১৯৫৮ সালে ক্যালকাটা ইয়ুথ কয়্যার প্রতিষ্ঠা করেন। সত্যজিৎ রায় পরিচালিত 'অভিযান' (১৯৬২) ও 'গণশত্রু' (১৯৮৮) তে রুমা দেবী অভিনয় করেছেন। 'তিনকন্যা'র 'মণিহারা'য় (১৯৬১) অভিনেত্রী কণিকা মজুমদারের লিপে 'বাজে করুণ সুরে' গানটি রুমা দেবীর গাওয়া।
চলচ্চিত্রে
সম্পাদনাঅভিনেত্রী স্বরূপ
সম্পাদনাবছর |
চলচ্চিত্র |
পরিচালক |
রোল |
ভাষা |
---|---|---|---|---|
১৯৪৪ |
যাওয়ার বার্তা | |||
১৯৫০ |
মশাল | নীতীন বসু | হিন্দি | |
আফসার | ছেতান আনান্দ | হিন্দি | ||
১৯৫২ |
রাগ রাং | দিজভিজায় | রুমা দেবী |
হিন্দি |
১৯৫৯ |
গুন্ডা | রাজন তরফদার | হিমি | |
বাক্তিগত সহকারী | চিত্রাকার | রুমালি সেন (রুমা দেবী) | বাংলা | |
১৯৬২ |
অভিযান (চলচ্চিত্র) | সত্যজিৎ রায় | নিলি |
বাংলা |
১৯৬৩ |
নিরজন সৈকত |
তপন সিংহ | বাংলা | |
পলাতক |
তরুণ মজুমদার | ময়না |
বাংলা | |
১৯৬৪ |
পর্বতের রঙ | |||
১৯৬৬ |
জরাদিঘির চৌধুরী পরিবার | অজিত লাহিরি | বাংলা | |
১৯৬৭ |
বালিকা বঁধু (১৯৬৭-এর চলচ্চিত্র) | তরুন মজুমদার | বাংলা | |
অন্তনি ফিরিঙ্গে | সুনিল বানারজি | যোগেশ্বরই | বাংলা | |
আসি তে আসিও না |
বাংলা | |||
১৯৬৮ |
Panchashar | অরূপ গুহঠাকুরতা | বাংলা | |
বাঘিনী | বিজয় বসু |
বাংলা | ||
হাংসা মিথুন | বাংলা | |||
ঘর নিশিপুর | বাংলা | |||
১৯৬৯ |
আড়ঙ্গ নিকেতান | বিজয় বসু |
Pradyot's mother | বাংলা |
১৯৭৪ |
যদি জানতেম |
Yatrik | রানু বসু |
বাংলা |
১৯৭৬ |
বৈরাগ | অসিত সেন |
পুষ্প | |
১৯৮০ |
দাদার কীর্তি | তরুন মজুমদার | সরস্বতী, বিনার মা | বাংলা |
১৯৮১ |
৩৬ Chowringhee লেন | নন্দিতার মা |
ইংরেজি | |
স্বামী স্ত্রী | বাংলা | |||
১৯৮২ |
ত্রয়ী | বাংলা | ||
অমৃত কুম্ভের সন্ধানে | বাংলা | |||
১৯৮৩ |
সামারপিতা | বাংলা | ||
১৯৮৫ |
ভালবাসা ভালবাসা | কেয়ার মা | বাংলা | |
১৯৮৬ |
Anurager Chhonya | বাংলা | ||
১৯৮৭ |
গায়ক |
Shantanu Bhowmick | ||
আমার সঙ্গী | সুজিত গুহ | Jhilik's Mother | বাংলা | |
১৯৮৮ |
আগুন (১৯৮৮ চলচ্চিত্র) |
ভিক্তর বানারজি | ||
১৯৮৯ |
আশা ও ভালবাসা | বাংলা | ||
Aakrosh | ||||
Gonoshatru | Satyajit Roy | মায়া গুপ্ত | বাংলা | |
১৯৯১ |
পথ ও প্রসাদ | বাংলা | ||
১৯৯২ |
ইন্দ্রজিত (চলচ্চিত্র) | অঞ্জন চৌধুরী | বাংলা | |
১৯৯৪ |
হুইল চেয়ার | তপন চৌধুরী | Sushmita's Mother | |
১৯৯৫ |
Sangharsha | হারানাথ চক্রবর্তী | বাংলা | |
১৯৯৬ |
হিমাগার |
বাংলা | ||
২০০৬ |
The Namesake | Ashoke's Mother | English |
গায়িকা স্বরূপ
সম্পাদনাবছর |
চলচ্চিত্র |
---|---|
১৯৫৮ |
লুকোচুরি |
১৯৬৩ |
বর্ণালী |
পলাতক | |
১৯৬১ |
তিন কন্যা |
১৯৬৬ |
জোড়াদিঘীর চৌধূরী পরিবার |
১৯৬৭ |
আন্তনে ফিরিঙ্গে |
১৯৬৮ |
বাঘিনী |
১৯৭০ |
বাক্স বাদাল |
১৯৭৪ |
যদি জানতাম |
১৯৭৬ |
ম্যারা ধর্ম্যা মেরি মা |
১৯৮২ |
অমিত্রা কুম্ভার সান্ধানি |
মৃত্যু
সম্পাদনারুমা গুহঠাকুরতা ২০১৯ সালের ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল ছটা নাগাদ ঘুমের মধ্যে শেষনিশ্বাস ত্যাগ করেন।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রুমা গুহঠাকুরতা আর নেই"। প্রথম আলো date= ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রুমা গুহঠাকুরতা (ইংরেজি)