তরুণ মজুমদার
ভারতীয় চলচ্চিত্র পরিচালক
তরুণ মজুমদার (জন্ম: ১৯৩১) একজন ভারতীয় বাঙালি চিত্রপরিচালক। তার সংগ্রহে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, সাতটি বি.এফ.জে.এ. সম্মান, চারটি ফিল্মফেয়ার পুরস্কার ও একটি আনন্দলোক পুরস্কার। ১৯৯০ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।[১]
তরুণ মজুমদার | |
---|---|
![]() | |
জন্ম | ১৯৩১ বগুড়া, পূর্ব পাকিস্থান (বর্তমানে বাংলাদেশ) |
নাগরিকত্ব | ![]() |
পরিচিতির কারণ | চলচ্চিত্র পরিচালক |
উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত চাওয়া পাওয়া (১৯৫৯) তরুণ মজুমদারের প্রথম পরিচালিত ছবি।[২] তার পরিচালিত প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি কাঁচের স্বর্গ (১৯৬২)। পলাতক, নিমন্ত্রন এই সব ছবি সমালোচক মহলে বহুল প্রশংসিত হয়।[৩]
জন্ম ও শিক্ষাজীবনসম্পাদনা
কর্মজীবনসম্পাদনা
== চলচ্চিত্র তালিকা ==Balika Vadhu 1967
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Padma Awards" (PDF)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১।
- ↑ "চিরতরুণ"। EI Samay। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৭।
- ↑ "Tarun Majumdar"। www.upperstall.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৩।