শ্রীমান পৃথ্বীরাজ
শ্রীমান পৃথ্বীরাজ হলো ১৯৭৩ সালের একটি বাংলা ভাষার ভারতীয় প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। পরিচালনা করেছিলেন তরুণ মজুমদার। প্রধান চরিত্রে অভিনয় করেন অয়ন বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া রায়চৌধুরী। এর পটভূমি কিশোর প্রেমের কাহিনী অনুসরণ করে।
শ্রীমান পৃথ্বীরাজ | |
---|---|
পরিচালক | তরুণ মজুমদার |
শ্রেষ্ঠাংশে | মহুয়া রায়চৌধুরী অয়ন বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা রায় সত্য বন্দ্যোপাধ্যায় উৎপল দত্ত বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নিভাননী দেবী উৎপল দত্ত |
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
মুক্তি | ১৯৭৩ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাশ্রীমান পৃথ্বীরাজ তরুণ মজুমদার পরিচালিত অন্যতম সফল একটি চলচ্চিত্র। ভারতের প্রাক স্বাধীনতা যুগের প্রেক্ষাপটে দুই সদ্যবিবাহিত কিশোর কিশোরীর সরল প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে। যা বিনোদন এবং শৈল্পিক দিক থেকে অনবদ্য হয়ে উঠেছে। একদিকে আছেন উৎপল দত্ত অভিনীত একটি চরিত্র যে ব্রিটিশদের কাছ থেকে রায়বাহাদুর পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে অন্য দিকে বিশ্বজিৎ অভিনীত অপর একটি স্বদেশী চরিত্র যে ইংরেজদের শিক্ষা দেবার জন্য উদগ্রীব।
ভারতের স্বাধীনতা সংগ্রামের মৃদু প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হলেও ছবির মূল দৃষ্টি পড়েছে তার কিশোর নায়কের উপরে। তার নানা রকমের দুষ্টুমি এবং বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে তার বিয়ে এবং বিয়ের পরে তার কিশোরী স্ত্রীর সাথে পরিচয় ও আস্তে আস্তে দুজনে দুজনকে চেনা এবং তাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠা তা সবই পরিচালক অনবদ্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। ছবিটি একটি সার্থক কমেডি হয়ে উঠেছে যা দর্শকের মনে নির্মল আনন্দের খোরাক যোগায়।
অভিনয়শিল্পী
সম্পাদনা- রসিকলাল মুখোপাধ্যায়ের চরিত্রে অয়ন বন্দ্যোপাধ্যায়
- অমলবালা মুখোপাধ্যায়ের চরিত্রে মহুয়া রায়চৌধুরী
- অখিল মিত্রের চরিত্রে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
- সরস্বতী মিত্রের চরিত্রে সন্ধ্যা রায়
- হরিদাসের চরিত্রে রবি ঘোষ
- রাশিকের স্কুল-শিক্ষকের ভূমিকায় সন্তোষ দত্ত
- পান্নালাল রায়চৌধুরী চরিত্রে উৎপল দত্ত
- বনমালী মুখোপাধ্যায়ের চরিত্রে সত্য বন্দ্যোপাধ্যায়
- পান্নালালের গাড়িচালকের চরিত্রে চিন্ময় রায়
- পান্নালালের সেবক হিসেবে তপেন চ্যাটার্জি
- বনমালীর হেঁচকির চরিত্রে হরিধন মুখোপাধ্যায়
- জয়ের চরিত্রে মোহতাসিম ফুয়াদ মাহি