তাপস পাল
তাপস পাল (২৯ সেপ্টেম্বর ১৯৫৮ – ১৮ ফেব্রুয়ারি ২০২০) একজন বাঙালি অভিনেতা ছিলেন। জন্ম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তার পূর্বপুরুষের বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা গ্রামে। তিনি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকেট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন।[৩][৪] এর আগে, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ছিলেন।
তাপস পাল | |
---|---|
জন্ম | চন্দননগর,পশ্চিমবঙ্গ, ভারত | ২৯ সেপ্টেম্বর ১৯৫৮
মৃত্যু | ১৮ ফেব্রুয়ারি ২০২০[১][২] মুম্বই, মহারাষ্ট্র, ভারত | (বয়স ৬১)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, রাজনীতিক |
কর্মজীবন | ১৯৮০–২০২০ |
দাম্পত্য সঙ্গী | নন্দিনী পাল |
সন্তান | সোহিনী পাল |
২০১৪ সালে, কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা দিতে গিয়ে তাপস পাল বিতর্কে জড়িয়ে পড়েন। উক্ত সভায় তিনি নিজেকে "চন্দননগরের মাল" বলে পরিচয় দেন এবং জানান যে তিনি পকেটে "মাল" নিয়ে ঘুরে বেড়ান। এছাড়া তিনি ছেলে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। পরে এই নিয়ে বিতর্ক তৈরী হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান।
২০১৬ সালের শেষ ভাগে তাপস পাল আবার সংবাদ শিরোনামে আসেন। রোজ ভ্যালি নামে একটি চিট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। এই সময়ে তাকে একটি পরচুলা পরতে দেখা যায়।
২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।[৫]
শিক্ষা
সম্পাদনাতাপস পাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে হুগলী মহসিন কলেজ থেকে জীববিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেন।[৩]
চলচ্চিত্র জীবন
সম্পাদনা১৯৮০ সালে জীবনের প্রথম সিনেমা 'দাদার কীর্তি'-তে অভিনয় করেই বাঙালির মন জয় করে নেন। এই ছবিতে তার নায়িকা ছিলেন মহুয়া রায়চৌধুরী। কেদার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। ‘দাদার কীর্তি’র পর ‘ভালোবাসা ভালোবাসা’ নামের আরেকটি ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি।[৬]
পরের ছবিটিও সুপারহিট হয়। ১৯৮১ সালে ‘সাহেব’ ছবিতে ভাল অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল।
এরপর দীর্ঘ সময় বাংলা সিনেমায় রাজত্ব করেছেন এই অভিনেতা। 'সুরের ভুবনে', 'গুরু দক্ষিণা', 'মায়া মমতা', 'সমাপ্তি', 'চোখের আলো', 'অন্তরঙ্গ', 'সাহেব', 'পর্বতপ্রিয়', 'দিপার প্রেম', 'মেজ বউ', 'পথভোলা', 'আশীর্বাদ', 'পরশমণি', 'সুরের আকাশ', 'শুধু ভালোবাসা' সহ বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই সময় তার বেশিরভাগ সিনেমার নায়িকা ছিলেন দেবশ্রী রায়। শেষের দিকে দেবের কয়েকটি সিনেমাতেও দেখা যায় তাকে।
কলকাতা ছাড়াও তিনি অভিনয় করেছেন বলিউডের সিনেমাতেও। মাধুরী দীক্ষিতের প্রথম ছবিতে নায়ক ছিলেন তাপস। ১৯৮৪-তে মাধুরীর বিপরীতে 'অবোধ' ছবিতে অভিনয় করেন তিনি। ওই ছবিতে তাপস পাল মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটিতে মাধুরীর চরিত্রের নাম ছিল গৌরী আর তাপস পালের নাম ছিল শঙ্কর।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | সহশিল্পী | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৮০ | দাদার কীর্তি | তরুণ মজুমদার | মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়, সন্ধ্যা রায় | ||
১৯৮১ | সাহেব | বিজয় বসু | মহুয়া রায়চৌধুরী, মাধবী মুখার্জি, উৎপল দত্ত | ||
১৯৮৩ | সমাপ্তি | বিজয় বোস | দেবশ্রী রায় | ||
১৯৮৪ | আবোধ (হিন্দি) | হিরেন নাগ | মাধুরী দীক্ষিত | ||
১৯৮৪ | অজান্তে | অরবিন্দ মুখোপাধ্যায় | মুনমুন সেন | ||
১৯৮৪ | পারাবত প্রিয়া | দিপরঞ্জন বোস | মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায় | ||
১৯৮৪ | দীপার প্রেম | ||||
১৯৮৫ | বৈদুর্য রহস্য | তপন সিনহা | মুনমুন সেন | ||
১৯৮৫ | নিশান্তে | নারায়ণ চক্রবর্তী | দেবশ্রী রায় | ||
১৯৮৫ | নিশান্তে | নারায়ণ চক্রবর্তী | দেবশ্রী রায় | ||
১৯৮৬ | অনুরাগের ছোয়া | জোহর বিশ্বাস | মহুয়া রায়চৌধুরী | ||
১৯৮৬ | পথভোলা | তরুণ মজুমদার | |||
১৯৮৬ | ভালোবাসা ভালোবাসা | তরুণ মজুমদার | দেবশ্রী রায় | ||
১৯৮৬ | আশির্বাদ | বীরেশ চট্টোপাধ্যায় | মহুয়া রায়চৌধুরী | ||
১৯৮৭ | রুদ্রবিনা | পিনাকী মুখোপাধ্যায় | রঞ্জিত মল্লিক | ||
১৯৮৭ | গুরু দক্ষিণা | অঞ্জন চৌধুরী | শতাব্দী রায় | ||
১৯৮৭ | যা যে প্রিয়া | সলিল দত্ত | অপর্ণা সেন | ||
১৯৮৭ | পাপ পুণ্য | রজত দাস | চিরঞ্জিত, ইন্দ্রাণী দত্ত | ||
১৯৮৭ | সুরের আকাশে | বীরেশ চ্যাটার্জী | দেবশ্রী রায় | ||
১৯৮৮ | তুফান | বীরেশ চ্যাটার্জী | চিরঞ্জিত, অভিষেক চ্যাটার্জী | ||
১৯৮৮ | অন্তরঙ্গ | দিনেন গুপ্ত | শতাব্দী রায় | ||
১৯৮৮ | আগমন | তরুণ মজুমদার | সন্ধ্যা রায়, দেবশ্রী রায় | ||
১৯৮৮ | প্রতীক | প্রভাত রায় | চিরঞ্জিত, সৌমিত্র চ্যাটার্জী, রাখি | ||
১৯৮৮ | পরশমণি | তরুণ মজুমদার | শতাব্দী রায়, সন্ধ্যা রায় | ||
১৯৮৯ | চোখের আলো | শচীন অধিকারী | দেবশ্রী রায় | ||
১৯৮৯ | তুমি কত সুন্দর | মনোজ ঘোষ | মুনমুন সেন | ||
১৯৮৯ | আশা | অনুপ সেনগুপ্ত | চিরঞ্জিত, দেবশ্রী রায় | ||
১৯৮৯ | মঙ্গল দীপ | হরনাথ চক্রবর্তী | শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক | ||
১৯৮৯ | অঙ্গার | শ্রীনিবাস চক্রবর্তী | শতাব্দী রায় | ||
১৯৯০ | আবিষ্কার | সলিল দত্ত | শতাব্দী রায় | ||
১৯৯০ | রাজ নর্তকী | নারায়ণ চক্রবর্তী | সুধা চন্দ্রন | ||
১৯৯০ | গরমিল | দিলীপ রায় | দেবশ্রী রায়, ইন্দ্রানী দত্ত, রূপা গাঙ্গুলি | ||
১৯৯০ | অনুরাগ | জওহর বিশ্বাস | শতাব্দী রায় | ||
১৯৯০ | অনুরাগ | জওহর বিশ্বাস | শতাব্দী রায় | ||
১৯৯০ | মন ময়ূরী | বীরেশ চ্যাটার্জী | মৌসুমী চ্যাটার্জী | ||
১৯৯০ | আপন আমার আপন | তরুণ মজুমদার | শতাব্দী রায় | ||
১৯৯০ | বলিদান | অনিল গাঙ্গুলি | রাখি | ||
১৯৯১ | অন্তরে ভালোবাসা | বিমল রায় | মান্দাকিনী | ||
১৯৯১ | নীলিমায় নীল | বীরেশ চ্যাটার্জী | ইন্দ্রাণী হালদার | ||
১৯৯১ | মান মর্যাদা | সুখেন দাস | শতাব্দী রায় | ||
১৯৯১ | বর দেবার | অমল রায় ঘটক | ইন্দ্রাণী হালদার | ||
১৯৯১ | পাতি পরম গুরু | বীরেশ চ্যাটার্জী | ইন্দ্রাণী দত্ত | ||
১৯৯২ | সুরের ভুবনে | প্রবীর মিত্র | ইন্দ্রাণী দত্ত, রূপা গাঙ্গুলি, প্রসেনজিৎ চ্যাটার্জী | ||
১৯৯২ | বাহাদুর | অভিজিৎ সেন | |||
১৯৯২ | মায়াবিনী | তুষার মজুমদার | দেবশ্রী রায় | ||
১৯৯৩ | মায়া মমতা | অঞ্জন চৌধুরী | চুমকি চৌধুরী | ||
১৯৯৩ | রাজার মেয়ে পারুল | মিলন চৌধুরী | অঞ্জু ঘোষ | ||
১৯৯৩ | দান প্রতিদান | সুখেন দাস | ইন্দ্রাণী হালদার, রচনা বন্দ্যোপাধ্যায় | ||
১৯৯৩ | অতীথি শিল্পী | কালিদাস চক্রবর্তী | রিতু দাস | ||
১৯৯৩ | আমার কাহিনী | ইন্দ্রনীল গোস্বামী | রিতু দাস | ||
১৯৯৩ | দুরন্ত প্রেম | প্রভাত রায় | রচনা ব্যানার্জি | ||
১৯৯৪ | তুমি যে আমার | ইন্দ্র সেন | প্রসেনজিৎ চ্যাটার্জী, শতাব্দী রায় | ||
১৯৯৪ | বৌমনি | পার্থ প্রতিম চৌধুরী | সৌমিত্র চ্যাটার্জী, মাধবী মুখোপাধ্যায় | ||
১৯৯৫ | আন্তার্তামা | ইন্দ্রাণী হালদার | |||
১৯৯৫ | সংঘর্ষ | হরনাথ চক্রবর্তী | প্রসেনজিৎ চ্যাটার্জী, রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী | ||
১৯৯৫ | লেডি ডাক্তার | বিমল দে | লাবনি সরকার, অভিষেক চ্যাটার্জী | ||
১৯৯৫ | প্রতিধ্বনি | অনুপ সেনগুপ্ত | মুনমুন সেন, অভিষেক চ্যাটার্জী, শতাব্দী রায় | ||
১৯৯৫ | আন্তরতম | দিনবন্ধু ঘোষ | ইন্দ্রাণী হালদার, রঞ্জিত মল্লিক | ||
১৯৯৫ | মেজো বউ | বাবলু সমাদ্দার | রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী | ||
১৯৯৬ | জামাইবাবু | দুলাল ভৌমিক | শতাব্দী রায়, সুভেন্দু চ্যাটার্জী | ||
১৯৯৯ | সুন্দর বউ | সুজিত গুহ | দেবশ্রী রায় | ||
২০০০ | উত্তরা | বুদ্ধদেব দাশগুপ্ত | |||
২০০০ | ঋণ মুক্তি | যীশু সেনগুপ্ত, মৌসুমী চ্যাটার্জী | দিনেন গুপ্তজ | ||
২০০২ | মন্ডো মায়ার উপাখ্যান | বুদ্ধদেব দাশগুপ্ত | সমতা দাশ | ||
২০০৩ | মায়ের আঁচল | অনুপ সেনগুপ্ত | প্রসেনজিৎ চ্যাটার্জী, রঞ্জিত মল্লিক | ||
২০০৫ | শুধু ভালোবাসা | রাজ মুখোপাধ্যায় | জিশু সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায়, সমতা দাস | ||
২০০৬ | ঘটক | জিত, কোয়েল মল্লিক, রজতাব দত্ত | |||
২০০৬ | নায়ক | স্বপন সাহা | জিত, কোয়েল মল্লিক | ||
২০০৬ | শিকার | শরণ দত্ত | কোয়েল মল্লিক, অমিতাভ ভট্টাচার্জী, রাজেশ শর্মা | ||
২০০৭ | আমি তোমাকে ভালবাসি | রবি কিনাগী | দেব এবং পায়েল সরকার | ||
২০০৮ | মন মানে না | সুজিত গুহ | দেব এবং কোয়েল মল্লিক | ||
২০০৯ | জোশ | ||||
২০১২ | ৮:০৮ এর বনগাঁ লোকাল | দেবাদিত্য | স্বস্তিকা মুখোপাধ্যায়, সোনালী চৌধুরী, অনামিকা সাহা | ||
চ্যালেঞ্জ ২ | রাজা চন্দ | দেব, পূজা বোস | |||
উল্লাস | ঈশ্বর চক্রবর্তী | বিপ্লব চ্যাটার্জী, সৌমিত্র চ্যাটার্জী | |||
২০১৩ | আমার বডিগার্ড | হরনাথ চক্রবর্তী | |||
সুইট হার্ট | প্রদীপ সাহা | ||||
স্বভূমি | |||||
খিলাড়ি | অশোক পতি | অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মুম্বইয়ে প্রয়াত অভিনেতা তাপস পাল"। এবিপি আনন্দ। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
- ↑ "প্রয়াত অভিনেতা তাপস পাল"। আনন্দবাজার পত্রিকা। ১৮ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ Detailed Profile: Shri Tapas Paul india.gov.in. Retrieved 16 October 2012
- ↑ Tapas Paul ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জানুয়ারি ২০১৬ তারিখে netapedia.in. Retrieved 16 October 2012
- ↑ সংবাদদাতা, নিজস্ব। "বিতর্কের রেশ ছুঁয়ে তাপসের অকালপ্রয়াণ"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২।
- ↑ "ক্ষুধিত পাষাণ পাল"। Epaper Sangbad Pratidin। ২০২০-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে তাপস পাল (ইংরেজি)