রবি কিনাগী
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা
রবি কিনাগী একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।[১] তিনি মূলত বাংলা এবং ওড়িয়া চলচ্চিত্র পরিচালনা করে থাকেন।
রবি কিনাগী | |
---|---|
![]() রবি কিনাগি | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | পরিচালক |
কর্মজীবন | ১৯৯০-বর্তমান |
চলচ্চিত্র জীবনসম্পাদনা
পরিচালনাসম্পাদনা
বছর | চলচ্চিত্র | অভিনেতা/অভিনেত্রী | ভাষা |
---|---|---|---|
২০১৬ | কি করে তোকে বলবো | অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী | বাংলা |
২০১৫ | জামাই ৪২০ | সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, পায়েল সরকার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান | বাংলা |
হিরোগিরি | দেব, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী | বাংলা | |
২০১৪ | বাঙালী বাবু ইংলিশ মেম | সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, লাবণী সরকার | বাংলা |
২০১৩ | দিওয়ানা | জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় | বাংলা |
২০১২ | আওয়ারা | বাংলা | |
১০০% লাভ | বাংলা | ||
২০১১ | ফাইটার | বাংলা | |
২০১০ | জোশ | বাংলা | |
ওয়ান্টেড | বাংলা | ||
২০০৯ | পরাণ যায় জ্বলিয়া রে | বাংলা | |
২০০৮ | ভালবাসা ভালবাসা | বাংলা | |
প্রেমের কাহিনী | বাংলা | ||
২০০৭ | আই লাভ ইউ | বাংলা | |
২০০৬ | অগ্নিপরীক্ষা | বাংলা | |
২০০৫ | যুদ্ধ | বাংলা | |
২০০৪ | বন্ধন | বাংলা | |
মাস্তান | বাংলা | ||
প্রেমী | বাংলা | ||
২০০৩ | চ্যাম্পিয়ন | বাংলা | |
সোনার শাখালী | ওড়িয়া | ||
২০০২ | অন্নদাতা | বাংলা | |
২০০১ | সিঁদুর নিয়ে খেলা | বাংলা | |
১৯৯৮ | পুতুলের প্রতিশোধ | বাংলা | |
সোনার খাঁচা | বাংলা | ||
১৯৯০ | জীবনসঙ্গিনী | বাংলা |
সম্পাদকসম্পাদনা
- প্রেমের কাহিনী (২০০৮)
সংলাপসম্পাদনা
- ভালবাসা ভালবাসা
ওড়িয়া চলচ্চিত্রসম্পাদনা
- আমা ঘরে (১৯৯০)
- পরদেশী চাঁদ হ্যায় (১৯৯২)
- ভাই হেলা ভাগারি (১৯৯৪)
- সুনা পাঞ্জুরি (১৯৯৫)
- সুনা চাঁদ হ্যায় (১৯৯৮)
- স্ত্রী (১৯৯৮)
- সি্দুরা নিহেয় খেলা ঘরে (২০০২)
মতভেদসম্পাদনা
রবি কিনাগীর নির্মিত চলচ্চিত্র নিয়ে অনেক কথা হয়েছে। এর প্রধান কারণ তার নির্মিত প্রায় সব চলচ্চিত্র হিন্দি, তামিল, কন্নড় প্রভৃতি ভাষার ছবির পুনঃনির্মাণ। শুধু তাই নয়, এ ধরনের বেশকিছু ছবি প্রায় হুবহু নকল বলা যায়। আগস্ট, ২০০৯-এ তার নির্মিত পরাণ যায় জ্বলিয়া রে কলকাতা হাই কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করে দেয়া হয়, কারণ এই ছবিটি হিন্দি নমস্তে লন্ডন ছবির সাথে হুবহু সাদূশ্যপূর্ণ। তিনি সালমান খান অভিনীত ম্যায়নে পেয়ার কিয়া ছবিটির পুনঃনির্মাণ আই লাভ ইউ করেন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Rabi Kinagi"। www.citwf.com। ২০১২-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৪।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রবি কিনাগী (ইংরেজি)