সোহম চক্রবর্তী
সোহম চক্রবর্তী (জন্ম: ৪ মার্চ ১৯৮৪) একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ। তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে প্রধান চরিত্রে অভিনয় করেন। তিন বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন। এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি উত্তম কুমার পুরস্কার, বিএফজেএ পুরস্কার ও স্টার জলশা এন্টারটেইনমেন্ট পুরস্কার সহ অসংখ্য প্রশংসা অর্জন করেছেন । তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বোরজোরা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অবশেষে ২০২১ সালের সাধারণ নির্বাচনে জয়ী হন এবং সেই বছর ২রা মে বিধানসভার সদস্য হিসাবে শপথ নেন ।
সোহম চক্রবর্তী | |
---|---|
জন্ম | বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | ৪ মে ১৯৮৪
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, রাজনীতিবিদ |
কর্মজীবন | ১৯৮৮-১৯৯২ (শিশুশিল্পী) ২০০৭-বর্তমান |
রাজনৈতিক দল | তৃণমূল কংগ্রেস[১] |
দাম্পত্য সঙ্গী | তনয়া চক্রবর্তী (বি. ২০১২) |
সন্তান | ২ |
অভিনয় জীবন
সম্পাদনা১৯৮৮ সালে সোহম ৩ বছর বয়সে ছোট বউ ছবিতে শিশুশিল্পী হিসেবে টলিউডে আত্মপ্রকাশ করেন।[২] পরবর্তিতে তার প্রথম মুখ্য ভূমিকায় ছবি চাঁদের বাড়ি।[৩] কর্মজীবনের শুরুর দিকে, মাস্টার বিট্টু হিসাবে পরিচিতি পান এবং শিশু শিল্পী হিসাবে ১৯৮৯ সালে মঙ্গলদীপ, ১৯৮৯ সালে নয়ন মনি, ১৯৯০ সালে জোয়ার ভাটা , ১৯৯০ সালে সত্যজিৎ রায় পরিচালিত শাখা প্রশাখা , ১৯৯৭ সালে ভাগ্য দেবতা সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। জোয়ার ভাটা (১৯৯১) এবং শাখা প্রশাখা (১৯৯০) ছবিতে অভিনয়ের জন্য তিনি বছরের শিশু শিল্পী হিসেবে দুবার উত্তম কুমার পুরস্কারে ভূষিত হন । তিনি বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে উপস্থিত হয়েছেন এবং ১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর দশকের শুরুতে চলচ্চিত্রে সহায়ক ভূমিকা পালন করেছেন।
উচ্চ শিক্ষা শেষ করে বি.কম বিষয়ে ড. (অনার্স), তিনি তরুণ মজুমদার (২০০৭) পরিচালিত চান্দের বাড়ি চলচ্চিত্রে হাজির হন। এরপর তাকে বাজিমাত (২০০৮) চলচ্চিত্রের মাধ্যমে পুরুষ প্রধান চরিত্রে চালু করা হয়। এরপর তিনি ২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস দ্বারা প্রযোজিত প্রেম আমার চলচ্চিত্রে অভিনয় করার পর জনপ্রিয়তা অর্জন করেন, যেটি একটি ব্লকবাস্টার হয়ে ওঠে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে। প্রেম আমার পরে তার আগের স্বল্পদৈর্ঘ্য ছবি রহস্য, জিনা এবং সোলজার মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবে গড় ছিল।[৪][৫] তার অন্য ব্লকবাস্টার ছবি অমানুষ ২০১০ সালে মুক্তি পায়। এই ছবিতে তিনি বিনোদ নামক এক অনাথের চরিত্রে অভিনয় করেন।[৫] ফান্দে পড়িয়া বগা কান্দে রে (২০১১), জীবন রং বেরং (২০১১), লে হালুয়া লে (২০১২), জানেমন (২০১২), বোঝেনা সে বোঝেনা (২০১২), লাভেরিয়া (২০১৩) এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন । বাঙালি বাবু ইংলিশ মেম (২০১৪), অমানুষ ২ (২০১৫) এবং ব্লাক। পরবর্তীতে কমেডি এবং পারিবারিক নাটকের সিরিজগুলি চক্রবর্তী দর্শকদের কাছ থেকে বিশেষ করে কিশোর-কিশোরীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। এই ধরনের চলচ্চিত্রগুলি হল জামাই ৪২০ (২০১৫), কাটমুণ্ডু (২০১৫), জিও পাগলা (২০১৭) এবং হানিমুন (২০১৮) জামাই বদল (২০১৯) এবং থাই কারি (২০১৯)। দেবের সাথে তার অন্য ব্লকবাস্টার চলচ্চিত্র শুধু তোমারই জন্য (২০১৫) সবচেয়ে বেশি আয় করে । ২০১৫ সালে, তিনি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি নিযুক্ত হন ।
টেলিভিশন
সম্পাদনাসোহম চিরদিনই...তুমি যে আমার, প্রেম আমার, চ্যালেঞ্জ এবং অমানুষের নির্মাতাদের দ্বারা চালু করা একটি রিয়েলিটি শো টুইঙ্কল টুইঙ্কল ডান্সিং স্টারও অ্যাঙ্কর করেছেন। তিনি ইটিভি বাংলায় সম্প্রচারিত অনিক ধর-এর স্থলাভিষিক্ত প্যারা সেরা বউথানের উপস্থাপকও ছিলেন । অনুষ্ঠানটি তখন উপস্থাপক ছিলেন অপরাজিতা আঢ্য । সোহম টেলিভিশন ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা- তেও অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন । ২০১৯-২০ সালে মিঠুন চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে স্টার জলসার ডান্স রিয়েলিটি শো ড্যান্স ড্যান্স জুনিয়র বিচারক ।
রাজনীতি
সম্পাদনাসোহম চক্রবর্তী ২০১৪ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছিল৷ ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বারজোরা (বিধানসভা কেন্দ্র) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ও সিপিআই-এম- এর সুজিত চক্রবর্তীর কাছে ৬১৬ ভোটের ব্যবধানে পরাজিত হন ।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৮৮ | ছোট বউ | |||
১৯৮৯ | মঙ্গলদীপ | |||
১৯৯০ | শাখা প্রশাখা | সত্যজিৎ রায় | ||
গরমিল | ||||
দেবতা | ||||
১৯৯১ | নবাব | |||
১৯৯২ | সুরের ভুবনে | |||
১৯৯৭ | মায়ার বাঁধন | |||
২০০১ | এক টুকরো চাঁদ | পিনাকী চৌধুরী | ||
২০০৭ | চাঁদের বাড়ি | তরুন মজুমদার | ||
২০০৮ | বাজিমাৎ | শুভ্র | হরনাথ চক্রবর্তী | |
২০০৯ | প্রেম আমার | রবি | রাজ চক্রবর্তী | |
রহস্য | ||||
জিনা | সিদ্ধার্থ বসু | |||
২০১০ | সোলজার | |||
অমানুষ | বিনোদ | রাজিব বিশ্বাস | ||
হ্যাংওভার | বিশেষ উপস্থিতি | প্রভাত রায় | ||
কিছু পাওয়া কিছু চাওয়া | ||||
২০১১ | আতঙ্ক | বিশেষ উপস্থিতি | ||
ফান্দে পড়িয়া বগা কান্দে রে | রাজু | রাজিব বিশ্বাস | ||
২০১২ | লে হালুয়া লে | রাহুল | রাজা চন্দ | |
জানেমন | দেবা | |||
জীবন রঙ | অভিষেক | |||
বোঝেনা সে বোঝেনা | নূর ইসলাম | রাজ চক্রবর্তী | ||
২০১৩ | লাভেরিয়া | আদিত্য | রাজা চন্দ | |
২০১৪ | বাঙালী বাবু ইংলিশ মেম | অভি | রবি কিনাগী | |
গল্প হলেও সত্যি | রুদ্র | বিরসা দাশগুপ্ত | ||
২০১৫ | জামাই ৪২০ | শান | রবি কিনাগী | |
শুধু তোমারই জন্য | সিরাজ চৌধুরী | বিরসা দাশগুপ্ত | ||
ব্লাক | বিল্টু | রাজা চন্দ | ||
অমানুষ ২ | সালিম / রঘু / অশোক | রাজিব বিশ্বাস | ||
কাটমুণ্ডু | সান্নি | রাজ চক্রবর্তী | ||
২০১৬ | গ্যাংস্টার | বিষ্ণু | অতিথি শিল্পী | |
২০১৭ | আমার আপনজন | জয়দীপ | ||
দেখ কেমন লাগে | রাহুল | |||
জিও পাগলা | ঢোল / গৌরী | |||
২০১৮ | হানিমুন | গিতিন | ||
রং বেরঙের কড়ি | রামচন্দ্র মারমা | |||
তুই শুধু আমার | আদিত্য | |||
বাঘ বন্দি খেলা | ||||
পিয়া রে | রবি | |||
২০১৯ | জামাই বাদল | |||
থাই কারি | আয়ান | |||
গুগলি | অর্জুন | |||
ভূতচক্র প্রা. লিমিটেড | অমিত | |||
২০২০ | হুল্লোর | |||
২০২১ | মিস কল | |||
এই আমি রেনু | ||||
প্রতিঘাট | ||||
লকডাউন | ||||
২০২২ | কলকাতার হ্যারি | |||
শ্রীমতী | ||||
ধর্মযুদ্ধ | জব্বার | |||
হীরকগড়ের হীরে | ধর | |||
পাকা দেখা | জয়দীপ | |||
হার মানা হার | সলিল সেন | |||
বৌদি ক্যান্টিন | বাবলু | |||
২০২৩ | জয় কালী কলকাত্তাওয়ালি | অনীশ | ||
এলএসডি | ||||
অংশুমান এমবিএ | অংশুমান | সুদেষ্ণা রায় | ||
প্রধান | বিবেক রায় | অভিজিৎ সেন | ||
টিবিএ | মির্জা | |||
আমার প্রেম তুমি | টিবিএ | উৎপাদন পরবর্তি; ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা[৬][৭] |
ওয়েব ধারাবাহিক
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | ওটিটি | মন্তব্য |
---|---|---|---|---|
২০২১ | দুজন | অমর | হইচই | [৮] |
প্রশংসা
সম্পাদনা২০২২ সালে সোহম চক্রবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়ককে ভূষিত করেছিলেন ।[৯]
বছর | পুরস্কার | শ্রেণী | ফিল্ম | ফলাফল |
---|---|---|---|---|
২০১০ | স্টার জলসা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস | সেরা অভিনেতা | প্রেম আমার | বিজয়ী |
২০১১ | স্টার জলসা এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস | সেরা অভিনেতা | অমানুষ | বিজয়ী |
টেলি সিনে পুরস্কার | সেরা অভিনেতা | অমানুষ | বিজয়ী | |
জি বাংলা গৌরব সম্মান পুরস্কার | সেরা অভিনেতা | অমানুষ | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Trinamool Youth Congress to protest against fuel price hike"। DNA India। ১৬ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭।
- ↑ Nag, Kushali (মে ২৭, ২০০৮)। "Spotlight"। The Telegraph, Calcutta। Calcutta, India। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২।
- ↑ "Janemon pair Koel & Soham romance in serene Switzerland"। The Telegraph (Calcutta)। Calcutta, India। ৯ মে ২০১২। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২।
- ↑ "I have become choosey: Soham Chakraborty"। Times of India। ২০ জানুয়ারি ২০১০। ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২।
- ↑ ক খ Nag, Kushali (এপ্রিল ২৭, ২০১০)। "Why soham plays a geek in friday release Amanush"। The Telegraph (Calcutta)। Calcutta, India। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২।
- ↑ agaminews.com (২০২০-০২-০৭)। "উষ্ণতা ছড়াচ্ছে সোহম-মিষ্টির নতুন গান (ভিডিও)"। agaminews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮।
- ↑ "প্রযোজক মিষ্টি জান্নাত"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮।
- ↑ "প্রথমবার ওয়েব সিরিজে জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী, দর্শকদের উপহার দেবেন থ্রিলার লাভস্টোরি"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৪।
- ↑ "'মহানায়ক' সোহম, 'মহানায়িকা' নুসরত জাহান, 'দিদি'কে ধন্যবাদ ২ তারকার"। Indian Express Bangla। ২০২২-০৭-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৪।