লে হালুয়া লে
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
লে হালুয়া লে ২০১২ সালের একটি বাংলা চলচ্চিত্র।[১] রাজা চন্দ'র পরিচালনায় এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারের এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, লাবণী সরকার, অরিত্র দত্ত বণিক, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক সহ আরো অনেকে। এটি প্রিয়দর্শণ পরিচালিত মালায়ালম চলচ্চিত্র পচাক্কুরু মুখুত্তি'র পুনঃনির্মাণ। তিনিই আবার হিন্দিতে হাঙ্গামা চলচ্চিত্রটি নির্মাণ করেন।
লে হালুয়া লে | |
---|---|
![]() লে হালুয়া লে চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | রাজা চন্দ |
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
চিত্রনাট্যকার | এন. কে. সলিল |
শ্রেষ্ঠাংশে | নিচে দেখুন |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | ১৩ এপ্রিল, ২০১২ |
দৈর্ঘ্য | ১২৫ মিনিট |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ২.৭ কোটি |
আয় | ₹ ৪.১ কোটি |
অভিনয়েসম্পাদনা
সঙ্গীতসম্পাদনা
লে হালুয়া লে | ||||
---|---|---|---|---|
সঙ্গীত | ||||
মুক্তির তারিখ | ১৩ এপ্রিল ২০১২ | |||
শব্দধারণের সময় | ২০১১ | |||
ঘরানা | চলচ্চিত্র গানগুলো | |||
ভাষা | বাংলা | |||
সঙ্গীত প্রকাশনী | এসভিএফ | |||
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | |||
কালক্রম | ||||
| ||||
টেমপ্লেট:গানগুলো |
সবগুলি গানের গীতিকার রাজা চন্দ; সবগুলি গানের সুরকার জিৎ গাঙ্গুলী।
নং. | শিরোনাম | শিল্পীগুলো | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "লে হালুয়া লে টাইটেল ট্র্যাক" | বাপ্পী লাহিড়ী,প্রিয়াঙ্কা বৈদ্য | ৩ঃ০৯ |
২. | "ডার্লিং ও অমর ডার্লিং" | জিৎ গাঙ্গুলী, মোনালি ঠাকুর | ২ঃ২০ |
৩. | "চুপি চুপি" | মোহিত চৌহান, শ্রেয়া ঘোষাল | ৩ঃ০২ |
৪. | "লাভ ইউ লাভ ইউ" | কুণাল গাঞ্জাওয়ালা | ৩ঃ৩২ |
বহিঃসংযোগসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Mithun the gardener"। The Telegraph। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১২।
বাংলা চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |