কাঞ্চন মল্লিক

ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ

কাঞ্চন মল্লিক (জন্ম: ৬ মে ১৯৭০) একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা এবং রাজনীতিবিদ। তিনি মহাকাল এবং রঞ্জনা আমি আর আসব না মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি থিয়েটার নাট্যশিল্পী হিসেবে নাট্যদল স্বপ্নসন্ধনীতে কাজ করেছেন। মল্লিক ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন।

কাঞ্চন মল্লিক
পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২ মে ২০২১
পূর্বসূরীপ্রবীর কুমার ঘোষাল
নির্বাচনী এলাকাউত্তরপাড়া, হুগলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-05-06) ৬ মে ১৯৭০ (বয়স ৫৫)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলতৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গী
  • অনিন্দিতা দাস
  • পিংকি ব্যানার্জী
  • শ্রীময়ী চট্টোরাজ
সন্তান
পেশাঅভিনেতা, রাজনীতিবিদ

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র পরিচালক টীকা
২০০২ সাথী
২০০৩ নাটের গুরু রবির বন্ধু
সঙ্গী কাঞ্চা
২০০৪ গ্যাঁড়াকল
২০০৫ রাজু
২০০৬ শিকার
২০০৮ ১০:১০ মন্টু সিং - দুর্গা প্রসাদের ডানহাতি
বর আসবে এখুনি অভির বন্ধু
মহাকাল
২০০৯ লক্ষ্যভেদ
২০১০ জোর যার মুলুক তার
২০১১ গোঁসাইবাগানের ভূত
হ্যালো মেমসাহেব
তোমাকে চাই
রঞ্জনা আমি আর আসব না
জানালা
জিও কাকা
বাই বাই ব্যাংকক
২০১২ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
বাওয়ালি আনলিমিটেড
বাঙ্গাল ঘোটি ফাটাফাটি অপ্রকাশিত
ভলু সরদার
বেহাল্ফ বাস অব রুট ই
গোড়ায় গন্ডোগোল
২০১৩ শর্টস
খিলাড়ি
গোলমালে পিরিত করো না
২০১৪ যোদ্ধা
বচ্চন
উইন্ডো সংযোগ
২০১৫ রাজকাহিনী
শুধু তোমারই জন্য
২০১৬ হরিপদ ব্যান্ডওয়ালা পথিকৃৎ বসু
ব্যোমকেশ ও চিড়িয়াখানা অঞ্জন দত্ত
অভিমান রাজ চক্রবর্তী
ধ্রুব তেলুগু চলচ্চিত্র
কো ২ তামিল চলচ্চিত্র
জুলফিকার সৃজিত মুখোপাধ্যায়
লাভ এক্সপ্রেস দুলাল রাজীব কুমার বিশ্বাস
কেলোর কীর্তি বাবা
জেনানা
২০১৭ নিমকি ফুলকি
ধনঞ্জয়
উপেন্দ্র মাট্টে কন্নড় চলচ্চিত্র
কার্জোনার কালম
২০১৮ সুলতান: দ্য সেভিয়ার রাজা চন্দ
পূর্ণিমার চাঁদ
২০১৯ প্যান্থার - হিন্দুস্থান মেরি জান অংশুমান প্রত্যুশ
সাগরদ্বীপে যকের ধন বাঁকাশ্যাম সায়ন্তন ঘোষাল
শাহজাহান রিজেন্সি ধেনো চ্যাটার্জি সৃজিত মুখোপাধ্যায়
মহালয়া সৌমিক সেন
শংকর মুদি
গুগলি
কিটন্যাপ বিধায়ক শঙ্কু দেব
১০ মাত্র ১০ দিনের গল্প
জানবাজ অনুপ সেনগুপ্ত
টেকো
২০২০ চলো পটল তুলি সালমান অরিন্দম গঙ্গোপাধ্যায়
ড্রাকুলা স্যার দেবালয় ভট্টাচার্য
টিকি-টাকা পরমব্রত চট্টোপাধ্যায়
২০২১ টনিক অভিজিৎ সেন
বনি রামমোহন পরমব্রত চট্টোপাধ্যায়
বব বিশ্বাস সেলিব্রিটি প্রতিবেশী দিয়া অন্নপূর্ণা ঘোষ হিন্দি চলচ্চিত্র
২০২২ হীরকগড়ের হীরে সায়ন্তন ঘোষাল
হাবজি গাবজি শুভ দা রাজ চক্রবর্তী
২০২৩ জয় কালী কলকাত্তাওয়ালী অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়
টেনিদা এন্ড কোম্পানি টেনিদা সায়ন্তন ঘোষাল
রক্তবীজ নিত্যানন্দ পতিটুন্ডি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়
কুরবান মন্টু মিয়া শৈবাল মুখোপাধ্যায়
কাবুলিওয়ালা পোটিট দে সুমন ঘোষ
প্রধান রতন অভিজিৎ সেন
২০২৪ শাস্ত্রী পথিকৃৎ বসু
ভুল ভুলাইয়া ৩ ফৌলাদ সিং
ভূতের পাল্লয় ভূতনাথ পটকা
২০২৫ সত্যি বলে সত্যি কিছু নেই সৃজিত মুখোপাধ্যায়
আমার বস পল্লীনাথ উন্নিকৃষ্ণন নন্দিতা-শিবপ্রসাদ
অন্নপূর্ণা বিনয় অংশুমান প্রত্যুষ
আসন্ন রক্তবীজ ২

ওয়েব ধারাবাহিক

সম্পাদনা
বছর সিরিজ চরিত্র ওটিটি মন্তব্য
২০১৬ সেলফিয়ার ফান্ডে তুষার মোহান্তি জি৫
২০১৯ শরতে আজ জি৫
অদল বদল নোঙ্গর
২০১৯ - ২০২০ রহস্য রোমাঞ্চ সিরিজ হইচই
২০১৯ - ২০২২ মন্টু পাইলট তৌফিক
২০২১ - ২০২২ বসন্ত বিলাশ মেসবাড়ি
২০২০ মিস ম্যাচ মিলন বাবা
২০২১ মৌচাক হইচই
২০২২ রক্ত বিলাপ
হোস্টেল দিন হইচই
২০২৩ ডাকঘর মধুসূদন
পেত্নী আড্ডাটাইমস
২০২৪ দাদুর কীর্তি
নিকষ ছায়া ভানু তান্ত্রিক হইচই

বিতর্ক

সম্পাদনা

কাঞ্চন মল্লিক ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারী শ্রীময়ী চট্টোরাজকে বিয়ে করেন[] কিন্তু ৬ মার্চ ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সময়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আমন্ত্রণপত্র ব্যাপকভাবে প্রচারিত হয় যেখানে বলা হয় যে প্রেস, নিরাপত্তা কর্মী এবং ড্রাইভারদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। মিডিয়াতে এটির তীব্র সমালোচনা করা হয়।[] পরে মল্লিক সকলের কাছে ক্ষমা চেয়ে নেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kanchan Mullick gets married for third time"Daily Sun (ইংরেজি ভাষায়)। মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৯ 
  2. সাংবাদিকদের প্রবেশ রুখতে সীমা ছাড়ালেন কাঞ্চন-শ্রীময়ী! শ্রীলেখা বললেন, 'ক্লাস ম্যাটার্স'Indian Express। ২০২৪-০৩-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৯ 
  3. 'কষ্ট পাবেন না', সাংবাদিক-সিকিওরিটি-ড্রাইভার বিতর্কে ক্ষমাপ্রার্থী কাঞ্চন-শ্রীময়ীEi Samay। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৯ 
  4. ‘নিজেকে ডগস মাদার বলে…’ রিসেপশন বিতর্কে নাম না করে শ্রীলেখাকে কটাক্ষ শ্রীময়ীর?Hindustan Times। ২০২৪-০৩-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা