রক্তবীজ (২০২৩-এর চলচ্চিত্র)

নন্দিতা - শিবপ্রসাদ পরিচালিত ২০২৩-এর চলচ্চিত্র

রক্তবীজ ২০২৩ সালের একটি ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এটি নন্দিতা রায়শিবপ্রসাদ মুখোপাধ্যায় দ্বারা সহ-রচিত এবং পরিচালিত। পটভূমি মূলত ২০১৪ সালের বর্ধমান বিস্ফোরণের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, যা বাংলা ও জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছিল। প্রধান চরিত্রে ছিলেন আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীভিক্টর বন্দ্যোপাধ্যায়[১][২] এই চলচ্চিত্রটি উইন্ডোজ দ্বারা প্রযোজনা এবং বিতরণ এবং সঞ্জয় আগরওয়াল দ্বারা উপস্থাপিত।

রক্তবীজ
প্রচারণা পোস্টার
পরিচালক
প্রযোজকসঞ্জয় আগরওয়াল
উৎস২০১৪ বর্ধমান বিস্ফোরণ
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকপ্রতীপ মুখোপাধ্যায়
সম্পাদকমলয় লাহা
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকউইনডোজ প্রোডাকশন
সিনেপোলিস
মুক্তি
  • ১৯ অক্টোবর ২০২৩ (2023-10-19)
স্থিতিকাল১৪২ মিনিট
দেশভারত
ভাষা
  • বাংলা
  • হিন্দি
  • ওড়িয়া
  • অসমীয়া

এই ছবির মাধ্যমে ভিক্টর বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেন। এটি দুর্গা পূজা উপলক্ষে ২০২৩ সালের ১৯শে অক্টোবর পশ্চিমবঙ্গে এবং ২৭শে অক্টোবর বাংলার বাইরে অন্যান্য ভাষায় মুক্তি পায়।[৩] সঙ্গীতজ্ঞ হিসেবে ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায় ও দোহার ব্যান্ড।

অভিনয় শিল্পী সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

২০২৩ সালের ১৫ মার্চ এটির শ্যুটিং শুরু হয়। কলকাতায় সামান্য কিছু অংশের শ্যুটিং হয়। এছাড়া ধূলাগড়, বোলপুর ও বানতলার বিভিন্ন স্থান বেঁচে নেওয়া হয়েছিল শ্যুটিং লোকেশন হিসাবে।[৫]

মুক্তি সম্পাদনা

চলচ্চিত্রটি ২০২৩ সালের ১৯ অক্টোবর দুর্গা পূজা উপলক্ষে মুক্তি পায় । এটি ৪টি ভাষায় মুক্তি পাওয়া প্রথম বাংলা চলচ্চিত্র।[৬][৭][৩] ২০২৪ সালের ১৮ই ফেব্রুয়ারী এই মুভিটি স্টার জলসায় সম্প্রচারিত হয় এবং সেই দিন এই মুভিটি ডিজনি + হটস্টার-এর পাশাপাশি হইচই-এ প্রচারিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ananda, A. B. P. (২০২৩-০৮-২৫)। "'রক্তবীজ' যেন ভিক্টরের প্রত্যাবর্তনের বার্তা, পঞ্চমবার 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' পেলেন শ্রেয়া"bengali.abplive.com। ২০২৩-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৮ 
  2. Ananda, A. B. P. (২০২৩-০৮-২৬)। "নতুন ছবির প্রস্তুতি শুরু দেব, বিক্রম, সোহিনীর, 'রক্তবীজ' নিয়ে আসছেন ভিক্টর, নজরে সোশ্যালে সেরা"bengali.abplive.com। ২০২৩-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৮ 
  3. "Raktabeej Official Poster: স্বাধীনতা দিবসে 'রক্তবীজ' ছবির মূল পোস্টার, বাংলার সঙ্গে মুক্তি হিন্দি-ওড়িয়া ভাষাতেও"ETV Bharat News। ২০২৩-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৮ 
  4. Ananda, A. B. P. (২০২৩-০৯-০৯)। "আইটেম গানে অঙ্কুশ হাজরা, প্রকাশ্যে 'রক্তবীজ' ফিল্মের নতুন গান 'গোবিন্দ দাঁত মাজে না'"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৯ 
  5. "Raktabeej Movie: নতুন বাংলা থ্রিলারে আবীর- মিমি, ভিক্টর-অনুসূয়া! আসছে নন্দিতা- শিবুর 'রক্তবীজ'"Aaj Tak বাংলা। ২০২৩-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০১ 
  6. "Raktabeej Is Going To Be The First Bengali Film Releasing In Four Languages, Including Hindi"ফিল্মিবেট (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৯ 
  7. PTI। "With 'Raktabeej', 2014 Burdwan blast that shook Bengal makes it to big screen"Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা