স্টার জলসা
স্টার জলসা হল স্টার টিভি এবং ফক্স ইন্টারন্যাশনাল চ্যানেলের নেটওয়ার্ক কর্তৃক পরিচালিত একটি বাংলা ভাষায় সম্প্রচারিত সাধারণ বিনোদনমূলক চ্যানেল।[১] চ্যানেলটি ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর চালু হয় এবং তার ব্র্যান্ড স্লোগান "চলো পাল্টাই" নাম নিয়ে বিভিন্ন পারিবারিক ঘরানার নাটকীয়তামূলক অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। চ্যানেলটি জনপ্রিয় আরেকটি সহোদর চ্যানেল হল জলসা মুভিজ ও স্টার প্লাস।
স্টার জলসা | |
---|---|
![]() স্টার জলসার লোগো | |
উদ্বোধন | সেপ্টেম্বর ৮, ২০০৮ |
মালিকানা | ২১ সেঞ্চুরি ফক্স |
স্লোগান | চলো পাল্টাই |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | ভারত বাংলাদেশ |
প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | স্টার প্লাস স্টার ওয়ার্ল্ড স্টার বিজয় স্টার উৎসব লাইফ ওকে স্টার প্রভা এশিয়ানেট জলসা মুভিজ স্টার গোল্ড স্টার উৎসব স্টার ভারত স্টার মা |
ওয়েবসাইট | স্টার জলসা |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
টাটা স্কাই (ভারত) | চ্যানেল ১৩১২ |
স্কাই (ইউকে ও আয়ারল্যান্ড) | চ্যানেল ৮০৮ |
ওএসএন (মধ্যপ্রাচ্য) | চ্যানেল ২৯৪ |
সান ডাইরেক্ট চ্যানেল - 621 | |
ক্যাবল | |
স্কাইক্যাবেল (ফিলিপাইন) | চ্যানেল ১৯৮ |
ডেসটিনি ক্যাবেল (ফিলিপাইন) | চ্যানেল ২৭৮ |
আইপিটিভি | |
টকটক প্লাস টিভি(ইউকে) | চ্যানেল ৪৪৫ |
ইতিহাসসম্পাদনা
স্টার জলসা আনুষ্ঠানিকভাবে ৪ সেপ্টেম্বর ২০০৮ এ চালু হয়েছিল এবং এটি www.startv.in - এও উপলব্ধ ছিল ।[২] ২০১১ সালে এটি OSN প্ল্যাটফর্মে চালু হয়েছিল।[৩] ১৭ জুলাই ২০১২ এ 'চালো পাল্টাই' নামে একটি বিশেশ অনুষ্ঠানে চ্যানেলটির লোগো বদলে দেওয়া হয়।[৪] ২০১২ সালের নভেম্বর মাসের ২২ তারিকে চ্যানেলটি ইংল্যান্ডে চালু করা হয়।[৫] ১১ই ফেব্রুয়ারী ২০১৫ সাল থেকে চ্যানেলের সবকটি শো হটস্টারে দেখা যায়। চ্যানেলটি ১৪ এপ্রিল ২০১৬ সালে তার নিজস্ব হাই-ডেফিনিশন ফিড চালু করে। তখন এটি ভারতবর্ষের প্রথম বাংলা HD চ্যানেল ছিল। ২০১৮ সালেসাগ্নিক ঘোষ চ্যানেলের প্রধান কর্তা হন[৬] ১৭ই ফেব্রুয়ারী ২০১৯ সালে চ্যানেলটির লোগো দ্বিতীয়বার বদলানো হয়।
বর্তমান সম্প্রচারসম্পাদনা
দৈনিক ধারাবাহিকসম্পাদনা
শিরোনাম | প্রচারকাল | প্রোডাকশন কোম্পানি |
---|---|---|
খড়কুটো | ১৭ আগস্ট ২০২০ | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স |
খেলাঘর | ৩০ নভেম্বর ২০২০ | ব্লুজ প্রোডাকশন |
গুড্ডি | ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ম্যাজিক মোমেন্টস (লীনা পিসি) |
গোধূলি আলাপ | ২১ মার্চ ২০২২ | রাজ চক্রবর্তী প্রোডাকশনস |
বৌমা একঘর | ২ মে ২০২২ | টেন্ট সিনেমা |
গাঁটছড়া | ১৩ই ডিসেম্বর ২০২১ | এক্রোপলিস এন্টারটেইনমেন্ট |
আলতা ফড়িং | ১০ জানুয়ারি ২০২২ | টেন্ট সিনেমা |
ধুলোকণা | ১৯ জুলাই ২০২১ | ম্যাজিক মোমেন্টস (লীনা পিসি) |
মন ফাগুন | ২৬ জুলাই ২০২১ | এক্রোপলিস এন্টারটেইনমেন্ট |
আয় তবে সহচরী | ১৩ সেপ্টেম্বর ২০২১ | মিসিং ক্রিউ প্রোডাকশন |
অনুরাগের ছোঁয়া | ৭ ফেব্রুয়ারি ২০২২ | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
গঙ্গারাম | ২৮ ডিসেম্বর ২০২০ | ব্লুস প্রোডাকশন |
গ্রামের রানী বীণাপাণি | ৮ মার্চ ২০২১ | বয়হুড প্রোডাকশন |
রিয়েলিটি শো'সসম্পাদনা
শিরোনাম | প্রচারকাল | প্রোডাকশন কোম্পানি |
---|---|---|
ইস্মার্ট জোড়ি | ২৬ মার্চ ২০২২ | গ্রেমাইন্ড কমিউনিকেশনস |
আপনি কি বলেন | ১৬ এপ্রিল ২০২২ | ডাবল হাফ প্রোডাকশনস |
অর্জিত শো'সসম্পাদনা
শিরোনাম | প্রচারকাল | প্রোডাকশন কোম্পানি | ডাবিং প্রোডাকশন |
---|---|---|---|
রাধা কৃষ্ণ | ১১ মে ২০২০ | স্বস্তিক প্রোডাকশন | আইওয়াশ প্রোডাকশন |
জয় গোপাল | ৬ ডিসেম্বর ২০২১ | সাউন্ড হাউস ব্লুজ |
আসন্ন সম্প্রচারসম্পাদনা
শিরোনাম | প্রচারকাল | প্রোডাকশন কোম্পানি |
---|---|---|
সাহেবের চিঠি[৭] | ঘোষিত হবে | এক্রোপলিস এন্টারটেইনমেন্ট |
প্রাক্তন সম্প্রচারসম্পাদনা
অনুষ্ঠানের নাম | মূল সম্প্রচার | পর্ব নং |
---|---|---|
@ভালোবাসা.কম | ৩১ মে ২০১০ - ২২ মার্চ ২০১৪ | ১২০১ |
আজ আড়ি কাল ভাব | ২১ সেপ্টেম্বর ২০১৫ - ৮ মে ২০১৬ | ২৩১ |
আঁচল | ১৮ জুন ২০১২ - ৮ নভেম্বর ২০১৪ | ৭৫২ |
অদ্বিতীয়া | ১৩ জুুন ২০১১ - ২ মার্চ ২০১২ | ২০৮ |
আদরিণী | ৪ সেপ্টেম্বর ২০১৭ - ১৮ মার্চ ২০১৮ | ১৯৪ |
অগ্নিজল | ২১ নভেম্বর ২০১৬ - ২৩ জুলাই ২০১৭ | ২৪১ |
অলৌকিক না লৌকিক | ১৩ জুলাই - ৩ নভেম্বর ২০১৯ | ৩২ |
আমি সিরাজের বেগম | ১০ ডিসেম্বর ২০১৮ - ১৭ মে ২০১৯ | ১২৫ |
অপরাজিত | ১৩ জুন ২০১১ - ১৩ জুলাই ২০১২ | ৩০৩ |
অর্ধাঙ্গিনী | ৮ জানুয়ারি - ১৮ নভেম্বর ২০১৮ | ৩০৭ |
বাজলো তোমার আলোর বেণু | ২০ আগস্ট ২০১৮ - ১ সেপ্টেম্বর ২০১৯ | ৩৭৪ |
বেহুলা | ১৫ মার্চ ২০১০ - ২১ আগস্ট ২০১১ | ৪৫০ |
রাখী বন্ধন | ২৮ নভেম্বর ২০১৬ - ৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৭৮৭ |
ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ | ২১ মার্চ ২০১৬ - ৭ জানুয়ারি ২০১৮ | ৬৫৭ |
ভাষা | ২৭ ফেব্রুয়ারি ২০১২ - ১৭ আগস্ট ২০১৩ | ৪৬৬ |
ভূমিকন্যা | ৩০ জুলাই ২০১৯ - ২০ জানুয়ারি ২০১৯ | ১৬৬ |
বিধির বিধান | ২৬ নভেম্বর ২০১২ - ২৩ মার্চ ২০১৩ | ১০২ |
বিজয়িনী | ২৪ ডিসেম্বর ২০১৮ - ২৩ আগস্ট ২০১৯ | ১৮৪ |
বধূ কোন আলো লাগলো চোখে | ১৬ জানুয়ারি ২০১২ - ২৮ জুন ২০১৪ | ৭৭২ |
বধূবরণ | ১৯ আগস্ট ২০১৩ - ২৯ জানুয়ারি ২০১৭ | ১১৬৩ |
বোঝেনা সে বোঝেনা | ৪ নভেম্বর ২০১৩ - ১৮ জুন ২০১৬ | ৮২২ |
ভজ গোবিন্দ | ২৯ মে ২০১৭ - ৮ ডিসেম্বর ২০১৮ | ৫৩৯ |
ভাগ্যলক্ষী | ৩১ আগস্ট ২০২০ - ২১ মার্চ ২০২১ | ২০১ |
বউ কথা কও | ৫ জানুয়ারি ২০০৯ - ১৪ জানুয়ারি ২০১২ | ৯১৩ |
কেয়ার করি না | ১৬ জুলাই ২০১২ - ৯ মার্চ ২০১৩ | ২০৩ |
চারুলতা | ||
চেকমেট | ২১ জানুয়ারি - ১৫ জুলাই ২০১২ | ৪৬ |
চিরসাথী | ১৪ মে ২০১২ - ১৮ জুলাই ২০১৪ | ৫৫৭ |
চোখের তারা তুই | ২৪ মার্চ ২০১৪ - ২৪ জুলাই ২০১৬ | ৭৯৩ |
দেবী চৌধুরাণী | ১৬ জুলাই ২০১৮ - ২৫ অক্টোবর ২০১৯ | ৪২৬ |
দেবীপক্ষ | ৩০ জানুয়ারি - ২৮ মে ২০১৭ | ১১৮ |
ধন্যি মেয়ে | ||
দুগ্গা দুগ্গা | ৭ মার্চ - ২৫ জুন ২০১৬ | ১১১ |
দূর্গা | ||
এখানে আকাশ নীল | ৮ সেপ্টেম্বর ২০০৮ - ২৯ মে ২০১০ | ৪৮৩ |
এখানে আকাশ নীল ২ | ২৩শে সেপ্টেম্বর ২০১৯ - ৪ঠা অক্টোবর ২০২০ | ২৮৯ |
গানের ওপারে | ২৮ জুন ২০১০ - ১৬ এপ্রিল ২০১১ | ২৫১ |
ঘরে ফেরার গান | ৩ সেপ্টেম্বর ২০১২ - ৯ ফেব্রুয়ারি ২০১৩ | ১৩৭ |
গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে | ২১ জানুয়ারি ২০১৯ - ১৪ মার্চ ২০২০৩ | ৪১৩ |
ইচ্ছেডানা | ২০০৯ - ২০১০ | |
ইচ্ছেনদী | ১৫ জুন ২০১৫ - ২৮ মে ২০১৭ | ৭১২ |
ইষ্টি কুটুম | ২৪ অক্টোবর ২০১১ - ১৩ ডিসেম্বর ২০১৫ | ১৩৩২ |
জয় কালী কলকাত্তাওয়ালী | ২৪ জুলাই ২০১৭ - ১ জুন ২০১৯ | ৬৬১ |
জানি দেখা হবে | ২৯ ডিসেম্বর ২০১৪ - ৬ জুন ২০১৫ | ১৩৯ |
ঝাঁঝ লবঙ্গ ফুল | ২০ জুন ২০১৬ - ২৯ জানুয়ারি ২০১৭ | ২০০ |
জল নূপুর | ২১ জানুয়ারি ২০১৩ - ৫ ডিসেম্বর ২০১৫ | ৯০১ |
জীবন জ্যোতি | ১৯ মার্চ - ১৫ জুলাই ২০১৮ | ১১৮ |
কানামাছি | ৯ জুন ২০১৪ - ১৪ মার্চ ২০১৫ | ২৪০ |
কিরণমালা | ৪ আগস্ট ২০১৪ - ১৯ নভেম্বর ২০১৬ | ৭৩২ |
কে আপন কে পর | ২৫ জুলাই ২০১৬ - ২৭ ডিসেম্বর ২০২০ | ১৫০৭ |
কুন্দ ফুলের মালা | ২৯ মে ২০১৭ - ১৮ মার্চ ২০১৮ | ২৯৩ |
কুঞ্জছায়া | ২৬ আগস্ট ২০১৯ - ১১ জানুয়ারি ২০২০ | ১০১ |
কলের বউ | ২৭ মে ২০১৯ - ২৪ জানুয়ারি ২০২০ | ১৮৫ |
কুসুম দোলা | ২২ আগস্ট ২০১৬ - ২ সেপ্টেম্বর ২০১৮ | ৭৩১ |
কপালকুন্ডলা | ২ ডিসেম্বর ২০১৯ - ২৮ আগস্ট ২০২০ | ১৫০ |
খোকাবাবু | ৯ মে ২০১৬ - ২৯ জুলাই ২০১৮ | ৮০৫ |
মা | ১৯ অক্টোবর ২০০৯ - ৩ আগস্ট ২০১৪ | ১৫০৮ |
মহানায়ক | ২৭ জুন - ১৬ অক্টোবর ২০১৬ | ১১২ |
মায়ার বাঁধন | ২৯ মে ২০১৭ - ১৭ জুন ২০১৮ | ৩৮৪ |
ময়ূরপঙ্খী | ১২ নভেম্বর ২০১৮ - ২২ সেপ্টেম্বর ২০১৯ | ৩০৮ |
মেঘের পালক | ২১ মার্চ - ২২ অক্টোবর ২০১১ | ১৮২ |
মেমবউ | ১৯ সেপ্টেম্বর ২০১৬ - ১৪ মে ২০১৭ | ২৩৮ |
মিলন তিথি | ২৩ নভেম্বর ২০১৫ - ২০ আগস্ট ২০১৭ | ৫৮৭ |
মন নিয়ে কাছাকাছি | ১২ জানুয়ারি - ১৯ সেপ্টেম্বর ২০১৫ | ২১৬ |
মৌচাক | ২৫ মার্চ ২০১৩ - ২ আগস্ট ২০১৪ | ৪২৬ |
মুখোশ মানুষ | ||
নীড় ভাঙ্গা ঝড় | ||
নজর | ১৮ মার্চ - ৩ নভেম্বর ২০১৯ | ১৯৮ |
ওগো বধূ সুন্দরী | ৩ আগস্ট ২০০৯ - ৫ ডিসেম্বর ২০১০ | ৪১০ |
ওগো নিরুপমা | ৫ অক্টোবর ২০২০ - ১ আগস্ট ২০২১ | ২৯৭ |
ফাগুন বউ | ১৯ মার্চ ২০১৮ - ২৯ নভেম্বর ২০১৯ | ৫৩৫ |
পটল কুমার গানওয়ালা | ১৪ ডিসেম্বর ২০১৫ - ১০ সেপ্টেম্বর ২০১৭ | ৬৩২ |
প্রেমের কাহিনি | ২০ মার্চ - ৩ ডিসেম্বর ২০১৭ | ২৫৬ |
প্রতিদান | ২১ আগস্ট ২০১৭ - ২৩ ডিসেম্বর ২০১৮ | ৪৮১ |
পুুুন্যি পুুুকুুর | ৭ ডিসেম্বর ২০১৫ - ২৮ মে ২০১৭ | ৪৯১ |
রাখি বন্ধন | ২৮ নভেম্বর ২০১৬ - ৩ ফেব্রুয়ারি ২০১৯ | ৭৮৭ |
রইলো ফেরার নিমন্ত্রণ | ১০ জানুয়ারি - ২ জুলাই ২০১১ | ১৫০ |
সেদিন দুজনে | ২১ মার্চ ২০১১ - ২৫ ফেব্রুয়ারি ২০১২ | |
সব চরিত্র কাল্পনিক | ১৬ মার্চ - ২৯ আগস্ট ২০১৫ | ১৪৫ |
সিঁদুরখেলা | ৬ ডিসেম্বর ২০১০ - ১৬ জুুুন ২০১২ | ৪৮২ |
সখী | ১১ ফেব্রুয়ারি ২০১৩ - ৭ জুন ২০১৪ | ৪১৫ |
স্বপ্ন হলেও সত্যি | ||
স্বপ্নউড়ান | ৩০ জানুয়ারি - ২ সেপ্টেম্বর ২০১৭ | ২১৪ |
সন্ন্যাসীরাজা | ১১ সেপ্টেম্বর ২০১৭ - ১৫ জুলাই ২০১৮ | ৩০৬ |
সংসার সুখের হয় রমণীর গুনে | ২২ আগস্ট ২০১১ - ১৯ জানুয়ারি ২০১৩ | ৪৪৭ |
তারে আমি চোখে দেখিনি | ||
টাপুর টুপুর | ১৪ ফেব্রুয়ারি ২০১১ - ২ নভেম্বর ২০১৩ | ৮৬০ |
টেক্কা রাজা বাদশা | ১৬ জুলাই ২০১৮ - ১৭ মার্চ ২০১৯ | ২৩৭ |
ঠিক যেন লাভ স্টোরী | ১০ নভেম্বর ২০১৪ - ২১ নভেম্বর ২০১৫ | ৩২৪ |
কোড়াপাখি | ১৩ জানুয়ারি ২০২০ - ১ জানুয়ারি ২০২১ | ২০৫ |
ইরাবতীর চুপকথা | ৩ সেপ্টেম্বর ২০১৮ - ২ আগস্ট ২০২০ | ৫৯৫ |
তোমায় আমায় মিলে | ১১ মার্চ ২০১৩ - ২০ মার্চ ২০১৬ | ৯৯২ |
ধ্রুবতারা | ২৭ শে জানুয়ারি ২০২০ - ১৯ শে সেপ্টেম্বর ২০২১ | ৫০০ |
তুমি আসবে বলে | ৩০ জুন ২০১৪ - ২৫ জুন ২০১৬ | ৬৬২ |
প্রাক্তন রিয়ালিটি শোসম্পাদনা
অনুষ্ঠানের নাম | মূল সম্প্রচার | পর্ব নং | মৌসুম |
---|---|---|---|
সুপার সিঙ্গার জুনিয়র | ১ জুন ২০১৯ - ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ৩২ | ১ |
ঠাকুমার ঝুলি | ২৪ ফেব্রুয়ারি - ৭ জুলাই ২০১৯ | ৩৭ | |
সুপার সিঙ্গার | ১২ জানুয়ারি ২০২০ - ৪ অক্টোবর ২০২০ | ৫৯ | ২ |
সুপার সিঙ্গার | ২৮ আগস্ট ২০২১ - বর্তমান | বর্তমান | ৩ |
হাসিওয়ালা & কোম্পানি | ১০ অক্টোবর ২০২০ - ১০ জানুয়ারি ২০২১ | ২৮ | ১ |
ড্যান্স ড্যান্স জুনিয়র | ২১ সেপ্টেম্বর ২০১৯ - ৫ জানুয়ারি ২০২০ | ৩২ | ১ |
ড্যান্স ড্যান্স জুনিয়র | ১৬ জানুয়ারি ২০২১ - ২২ আগস্ট ২০২১ | ৫৯ | ২ |
স্টার্ট মিউজিক | ২৪ নভেম্বর ২০১৯ - ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ১২ | ১ |
ফিরে আসার গান | ১৩ মার্চ ২০১৬ - ৩১ জুলাই ২০১৬ | ২০ | ১ |
আই লাফ ইউ | ৩১ মে ২০১৫ - ১৩ সেপ্টেম্বর ২০১৫ | ১৬ | ৩ |
- আই লাফ ইউ
- আই লাফ ইউ মৌসুম ২
- আই লাফ ইউ মৌসুম ৩
- ১০০০ ঘন্টা
- কোটি টাকার বাজি
- এনজয় গুরু
- আমার বর সুপারস্টার
- প্রিয়ো বান্ধবী
- রয়েল বেঙ্গল সুপারস্টার
- সাত পাকে বাঁধা
- এবার জলসা রান্নাঘরে মৌসুম ১,২,৩
- সয়ম্বর
- যত হাসি তত রান্না
- কন্যে তুই মেগাস্টার
- আমরা না ওরা
- আমরা না ওরা মৌসুম ২
- ভ্যাবাচ্যাকা
- ভ্যাবাচ্যাকা মৌসুম ২
- এবার জমবে মজা
- ঠাকুমার ঝুলি
- সুপার সিঙ্গার জুনিয়র
- ড্যান্স ড্যান্স জুনিয়র
- স্টাট্ মিউজিক
- সুপার সিঙ্গার
- সুপারস্টার পরিবার
- সুপারস্টার পরিবার মৌসুম ২
- হাসিওয়ালা এন্ড কোম্পানি
অভ্যর্থনাসম্পাদনা
২০০৯ সালের এপ্রিলে সম্প্রচার শুরুর সাত মাসের মধ্যে এটি বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় চ্যানেলে পরিনত হয়।[৮]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Star Jalsa: No. 1 Bengali Entertainment Channel | Calcutta Music Blog"। Calcuttaglobalchat.net। ২০১১-০৫-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-০৮।
- ↑ Reporter, B. S. (২০০৮-০৮-২২)। "Star's Bengali channel from September 8"। Business Standard India। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭।
- ↑ "1st Bengali entertainment channel, STAR Jalsha launches in the Middle East on the Pehla platform"। www.startv.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭।
- ↑ "Regional TV gets competitive - Indian Express"। archive.indianexpress.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।
- ↑ Laghate, Gaurav (২০১২-১১-১৯)। "Star launches Bengali channel in UK"। Business Standard India। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।
- ↑ "Sagnik Ghosh to now head Star Jalsha - Exchange4media"। Indian Advertising Media & Marketing News – exchange4media (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।
- ↑ "Upcoming show 'Saheber Chithi' to narrate an interesting love story - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২২।
- ↑ https://wap.business-standard.com/article/economy-policy/star-jalsa-emerges-numero-uno-109051400107_1.html