অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট. লিমিটেড কলকাতা ভিত্তিক একটি ভারতীয় বাংলা ভাষার টেলিভিশন সিরিয়াল এবং চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, এটি অক্টোবর ২০০৬ সালে প্রতিষ্ঠা করা হয়। [১] অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সৃজনশীল পরিচালক হলেন- স্নিগ্ধা সুমিত বসু, সুমিত টিঙ্কারি বসু, রজনীশ জয়চন্দ্র হেদাও এবং সানী ঘোষ রায়।[২] তারা " অগ্নিপরীক্ষা " এবং "রাশি" এর মতো অনুষ্ঠান দিয়ে তাদের কার্যক্রম শুরু করেছিলেন এবং বাংলা টেলিভিশনে আরও অনেক জনপ্রিয় অনুষ্ঠান নির্মাণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো- বধুবরণ, আমার দূর্গা এবং বকুল কথা ।
শিল্প | বিনোদন |
---|---|
প্রতিষ্ঠাকাল | ৬ অক্টোবর ২০০৬ |
প্রতিষ্ঠাতা | স্নিগ্ধা সুমিত বসু, সুমিত টিঙ্কারি বসু এবং রজনীশ জয়চন্দ্র হেদাও |
সদরদপ্তর | কলকাতা, ভারত |
পণ্যসমূহ | টেলিভিশন অনুষ্ঠান, মোশন পিকচার, রেডিও এবং অন্যান্য বিনোদন কার্যক্রম |
ফিল্ম প্রোডাকশনস
সম্পাদনা- ক্রস কানেকশন (২০০৯)[৩]
- নগরকীর্তন (২০১৯)[৪]
টেলিভিশন অনুষ্ঠান
সম্পাদনাবর্তমান অনুষ্ঠানমালা
সম্পাদনাধারাবাহিক | চ্যানেল | প্রচারকাল |
---|---|---|
আকাশ কুসুম | সান বাংলা | ২৯ ডিসেম্বর ২০২৩ – বর্তমান |
শুভ বিবাহ | স্টার জলসা | ১৭ জুন ২০২৪ –
বর্তমান |
পূর্বের অনুষ্ঠান
সম্পাদনাসম্প্রচারের বছর | শিরোনাম | নেটওয়ার্ক | ধরন | প্রথম প্রচারিত | সর্বশেষ সম্প্রচারিত | পর্ব |
---|---|---|---|---|---|---|
২০০৯-২০১৪ | অগ্নিপরীক্ষা | জি বাংলা | ড্রামা | ১০ জুন ২০০৯ | ৫ এপ্রিল ২০১৪ | ১৫৩ |
২০১১-২০১৫ | রাশি | রোমান্স ড্রামা | ৩১ জানুয়ারী ২০১১ | ১১ জুলাই ২০১৫ | ১৩৯৬ | |
২০১৩-২০১৭ | বধুবরণ | স্টার জলসা | পরিবার নাটক রোমান্স | ১৯ আগস্ট ২০১৩ | ২৯ জানুয়ারী ২০১৭ | ১১৬৩ |
২০১৪-২০১৫ | রাইকিশোরী | জি বাংলা | রোমান্স ড্রামা | ১০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮ মার্চ ২০১৫ | ৩৫১ |
২০১৪-২০১৫ | হয়তো তোমারই জন্য | কালার্স বাংলা | ফ্যামিলি রোমান্স | ১৫ ডিসেম্বর ২০১৪ | ৪ জুলাই ২০১৫ | ১৭৩ |
২০১৪-২০১৫ | জানি দেখা হবে | স্টার জলসা | রোমান্স থ্রিলার ড্রামা | ২৯ ডিসেম্বর ২০১৪ | ৬ জুন ২০১৫ | ১৩৯ |
২০১৫-২০১৭ | মিলন তিথি | ফ্যামিলি ড্রামা রোমান্স থ্রিলার | ২৩ নভেম্বর ২০১৫ | ২০ আগস্ট ২০১৭ | ৫৮৭ | |
২০১৬-২০১৭ | মেমবউ | ফ্যামিলি ড্রামা হরর কমেডি রোমান্স |
১৯ সেপ্টেম্বর ২০১৬ | ১৪ মে ২০১৭ | ২৩৮ | |
২০১৬-২০১৭ | আমার দুর্গা | জি বাংলা | রাজনৈতিক ড্রামা ফ্যামিলি কমেডি রোমান্স | ১৮ জানুয়ারী ২০১৬ | ২১ অক্টোবর ২০১৭ | ৫৫৩ |
২০১৭ | দেবীপক্ষ | স্টার জলসা | ড্রামা ফ্যামিলি রোমান্স | ৩০ জানুয়ারী ২০১৭ | ২৮ মে ২০১৭ | ১১৮ |
২০১৭-২০২০ | বকুল কথা | জি বাংলা | ফ্যামিলি ড্রামা রোমান্স | ৪ ডিসেম্বর ২০১৭ | ১ ফেব্রুয়ারি ২০২০ | ৬৭৪ |
২০১৮ | অর্ধাঙ্গিনী | স্টার জলসা | ড্রামা ফ্যামিলি রোমান্স | ৮ জানুয়ারী ২০১৮ | ১৮ নভেম্বর ২০১৮ | ৩০৬ |
২০১৮-২০২০ | ইরাবতির চুপকথা | রোমান্স ড্রামা ফ্যামিলি | ৩ সেপ্টেম্বর ২০১৮ | ২ আগস্ট ২০২০ | ৫৯৪ | |
২০১৯ | সাগরিকা | সান বাংলা | খেলাধুলা ড্রামা | ৩ ফেব্রুয়ারি ২০১৯ | ২৫ আগস্ট ২০১৯ | ২০৩ |
২০১৯ | 'শশুরবাড়ি জিন্দাবাদ' | কালার্স বাংলা | কমেডি রোমান্স | ১০ জুন ২০১৯ | ৩০ আগস্ট ২০১৯ | ৬০ |
২০১৯-২০২১ | সাঁঝের বাতি | স্টার জলসা | সামাজিক ড্রামা থ্রিলার রোমান্স | ১ জুলাই ২০১৯ | ১২ ডিসেম্বর ২০২১ | ৮০৬ |
২০২০-২০২১ | ধ্রুবতারা | রোমান্স ড্রামা থ্রিলার | ২৭ জানুয়ারি ২০২০ | ১৯ সেপ্টেম্বর ২০২১ | ৫০০ | |
২০২০-২০২১ | ফিরকি | জি বাংলা | ড্রামা সামাজিক রোমান্স | ৩ ফেব্রুয়ারি ২০২০ | ২ জানুয়ারী ২০২১ | ২২৫ |
২০২০-২০২১ | ওগো নিরুপমা | স্টার জলসা | রোমান্স ড্রামা | ৫ অক্টোবর ২০২০ | ১ আগস্ট ২০২১ | ২৯৭ |
২০২১ | রিমলি | জি বাংলা | ড্রামা রোমান্স ফ্যামিলি | ১৫ ফেব্রুয়ারি ২০২১ | 26 সেপ্টেম্বর 2021 | ২১৭ |
২০২১-২০২২ | মন ফাগুন | স্টার জলসা | ড্রামা রোমান্স | ২৬ জুলাই ২০২১ | ২১ আগস্ট ২০২২ | ৩৮৬ |
২০২১-২০২৩ | গাঁটছড়া | রোমান্স ড্রামা ফ্যামিলি | ২০ ডিসেম্বর ২০২১ | ১৪ ডিসেম্বর ২০২৩ | ৭২০ | |
২০২২-২০২৪ | তুমি যে আমার মা | কালার্স বাংলা | ড্রামা রোমান্স ফ্যামিলি | ৬ জুন ২০২২ | ৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৬০৭ |
২০২২-২০২৩ | সাহেবের চিঠি | স্টার জলসা | ড্রামা রোমান্স ফ্যামিলি | ২৭ জুন ২০২২ | ২২ জানুয়ারী ২০২৩ | ২১০ |
২০২৩ | কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ | ঐতিহাসিক নাটক কমেডি রোমান্স | ১৩ মার্চ ২০২৩ | ১৯ নভেম্বর ২০২৩ | 251 | |
২০২৩-২০২৪ | তুঁতে | ড্রামা | ৫ জুন ২০২৩ | ১১ জানুয়ারী ২০২৪ | ২১৯ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Acropolis Entertaiment Pvt Ltd"। Just dial (English ভাষায়)। ২ ডিসেম্বর ২০১৮।
- ↑ "ACROPOLIIS ENTERTAINMENT PRIVATE LIMITED"। Zauba Corp। ১৮ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ Dasgupta, Piyasree (২১ এপ্রিল ২০০৯)। "Song Connection"। The Indian Express (ইংরেজি ভাষায়)।
- ↑ "Riddhi Sen dedicates his Filmfare win for Best Actor (Critics) to the entire team of Nagarkirtan"। filmfare.com (ইংরেজি ভাষায়)। Filmfare। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।