অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট

অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট. লিমিটেড কলকাতা ভিত্তিক একটি ভারতীয় বাংলা ভাষার টেলিভিশন সিরিয়াল এবং চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, এটি অক্টোবর ২০০৬ সালে প্রতিষ্ঠা করা হয়। [] অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সৃজনশীল পরিচালক হলেন- স্নিগ্ধা সুমিত বসু, সুমিত টিঙ্কারি বসু, রজনীশ জয়চন্দ্র হেদাও এবং সানী ঘোষ রায়।[] তারা " অগ্নিপরীক্ষা " এবং "রাশি" এর মতো অনুষ্ঠান দিয়ে তাদের কার্যক্রম শুরু করেছিলেন এবং বাংলা টেলিভিশনে আরও অনেক জনপ্রিয় অনুষ্ঠান নির্মাণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো- বধুবরণ, আমার দূর্গা এবং বকুল কথা

অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট
শিল্পবিনোদন
প্রতিষ্ঠাকাল৬ অক্টোবর ২০০৬; ১৮ বছর আগে (6 October 2006)
প্রতিষ্ঠাতাস্নিগ্ধা সুমিত বসু, সুমিত টিঙ্কারি বসু এবং রজনীশ জয়চন্দ্র হেদাও
সদরদপ্তরকলকাতা, ভারত
পণ্যসমূহটেলিভিশন অনুষ্ঠান, মোশন পিকচার, রেডিও এবং অন্যান্য বিনোদন কার্যক্রম

ফিল্ম প্রোডাকশনস

সম্পাদনা

টেলিভিশন অনুষ্ঠান

সম্পাদনা

বর্তমান অনুষ্ঠানমালা

সম্পাদনা
ধারাবাহিক চ্যানেল প্রচারকাল
আকাশ কুসুম সান বাংলা ২৯ ডিসেম্বর ২০২৩ – বর্তমান
শুভ বিবাহ স্টার জলসা ১৭ জুন ২০২৪ –

বর্তমান

পূর্বের অনুষ্ঠান

সম্পাদনা
সম্প্রচারের বছর শিরোনাম নেটওয়ার্ক ধরন প্রথম প্রচারিত সর্বশেষ সম্প্রচারিত পর্ব
২০০৯-২০১৪ অগ্নিপরীক্ষা জি বাংলা ড্রামা ১০ জুন ২০০৯ ৫ এপ্রিল ২০১৪ ১৫৩
২০১১-২০১৫ রাশি রোমান্স ড্রামা ৩১ জানুয়ারী ২০১১ ১১ জুলাই ২০১৫ ১৩৯৬
২০১৩-২০১৭ বধুবরণ স্টার জলসা পরিবার নাটক রোমান্স ১৯ আগস্ট ২০১৩ ২৯ জানুয়ারী ২০১৭ ১১৬৩
২০১৪-২০১৫ রাইকিশোরী জি বাংলা রোমান্স ড্রামা ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৮ মার্চ ২০১৫ ৩৫১
২০১৪-২০১৫ হয়তো তোমারই জন্য কালার্স বাংলা ফ্যামিলি রোমান্স ১৫ ডিসেম্বর ২০১৪ ৪ জুলাই ২০১৫ ১৭৩
২০১৪-২০১৫ জানি দেখা হবে স্টার জলসা রোমান্স থ্রিলার ড্রামা ২৯ ডিসেম্বর ২০১৪ ৬ জুন ২০১৫ ১৩৯
২০১৫-২০১৭ মিলন তিথি ফ্যামিলি ড্রামা রোমান্স থ্রিলার ২৩ নভেম্বর ২০১৫ ২০ আগস্ট ২০১৭ ৫৮৭
২০১৬-২০১৭ মেমবউ ফ্যামিলি ড্রামা
হরর কমেডি রোমান্স
১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪ মে ২০১৭ ২৩৮
২০১৬-২০১৭ আমার দুর্গা জি বাংলা রাজনৈতিক ড্রামা ফ্যামিলি কমেডি রোমান্স ১৮ জানুয়ারী ২০১৬ ২১ অক্টোবর ২০১৭ ৫৫৩
২০১৭ দেবীপক্ষ স্টার জলসা ড্রামা ফ্যামিলি রোমান্স ৩০ জানুয়ারী ২০১৭ ২৮ মে ২০১৭ ১১৮
২০১৭-২০২০ বকুল কথা জি বাংলা ফ্যামিলি ড্রামা রোমান্স ৪ ডিসেম্বর ২০১৭ (2017-12-04) ১ ফেব্রুয়ারি ২০২০ ৬৭৪
২০১৮ অর্ধাঙ্গিনী স্টার জলসা ড্রামা ফ্যামিলি রোমান্স ৮ জানুয়ারী ২০১৮ ১৮ নভেম্বর ২০১৮ ৩০৬
২০১৮-২০২০ ইরাবতির চুপকথা রোমান্স ড্রামা ফ্যামিলি ৩ সেপ্টেম্বর ২০১৮ (2018-09-03) ২ আগস্ট ২০২০ ৫৯৪
২০১৯ সাগরিকা সান বাংলা খেলাধুলা ড্রামা ৩ ফেব্রুয়ারি ২০১৯ (2019-02-03) ২৫ আগস্ট ২০১৯ ২০৩
২০১৯ 'শশুরবাড়ি জিন্দাবাদ' কালার্স বাংলা কমেডি রোমান্স ১০ জুন ২০১৯ (2019-06-10) ৩০ আগস্ট ২০১৯ ৬০
২০১৯-২০২১ সাঁঝের বাতি স্টার জলসা সামাজিক ড্রামা থ্রিলার রোমান্স ১ জুলাই ২০১৯ (2019-07-01) ১২ ডিসেম্বর ২০২১ ৮০৬
২০২০-২০২১ ধ্রুবতারা রোমান্স ড্রামা থ্রিলার ২৭ জানুয়ারি ২০২০ (2020-01-27) ১৯ সেপ্টেম্বর ২০২১ ৫০০
২০২০-২০২১ ফিরকি জি বাংলা ড্রামা সামাজিক রোমান্স ৩ ফেব্রুয়ারি ২০২০ (2020-02-03) ২ জানুয়ারী ২০২১ ২২৫
২০২০-২০২১ ওগো নিরুপমা স্টার জলসা রোমান্স ড্রামা ৫ অক্টোবর ২০২০ (2020-10-05) ১ আগস্ট ২০২১ ২৯৭
২০২১ রিমলি জি বাংলা ড্রামা রোমান্স ফ্যামিলি ১৫ ফেব্রুয়ারি ২০২১ (2021-02-15) 26 সেপ্টেম্বর 2021 ২১৭
২০২১-২০২২ মন ফাগুন স্টার জলসা ড্রামা রোমান্স ২৬ জুলাই ২০২১ (2021-07-26) ২১ আগস্ট ২০২২ ৩৮৬
২০২১-২০২৩ গাঁটছড়া রোমান্স ড্রামা ফ্যামিলি ২০ ডিসেম্বর ২০২১ (2021-12-20) ১৪ ডিসেম্বর ২০২৩ ৭২০
২০২২-২০২৪ তুমি যে আমার মা কালার্স বাংলা ড্রামা রোমান্স ফ্যামিলি ৬ জুন ২০২২ ৪ ফেব্রুয়ারি ২০২৪ ৬০৭
২০২২-২০২৩ সাহেবের চিঠি স্টার জলসা ড্রামা রোমান্স ফ্যামিলি ২৭ জুন ২০২২ ২২ জানুয়ারী ২০২৩ ২১০
২০২৩ কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ঐতিহাসিক নাটক কমেডি রোমান্স ১৩ মার্চ ২০২৩ ১৯ নভেম্বর ২০২৩ 251
২০২৩-২০২৪ তুঁতে ড্রামা

রোমান্স

৫ জুন ২০২৩ ১১ জানুয়ারী ২০২৪ ২১৯

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Acropolis Entertaiment Pvt Ltd"Just dial (English ভাষায়)। ২ ডিসেম্বর ২০১৮। 
  2. "ACROPOLIIS ENTERTAINMENT PRIVATE LIMITED"Zauba Corp। ১৮ সেপ্টেম্বর ২০১৮। 
  3. Dasgupta, Piyasree (২১ এপ্রিল ২০০৯)। "Song Connection"The Indian Express (ইংরেজি ভাষায়)। 
  4. "Riddhi Sen dedicates his Filmfare win for Best Actor (Critics) to the entire team of Nagarkirtan"filmfare.com (ইংরেজি ভাষায়)। Filmfare। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২