ইচ্ছে নদী
টিভি সিরিয়াল
ইচ্ছেনদী হল স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় সিরিয়াল । এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প। এই সিরিয়ালটি চলাকালে বিক্রম চট্টোপাধ্যায় কলকাতায় এক গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন। গাড়িতে তার সঙ্গে ছিলেন বন্ধু ও জনপ্রিয় মডেল সোনিকা সিংহ চৌহান। ঘটনাস্থলেই মারা যান তিনি। অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হঠাৎ করেই ‘ইচ্ছে নদী’ শেষ করে দেয় স্টার জলসা কর্তৃপক্ষ।[১]
ইচ্ছে নদী | |
---|---|
ধরন | প্রেমের গল্প |
লেখক | লীনা গঙ্গোপাধ্যায় |
পরিচালক | শৈবাল বন্দ্যোপাধ্যায় |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
নির্মাণ | |
ব্যাপ্তিকাল | ২০ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
গল্প
সম্পাদনাএই গল্পে দেখা যায় ,মেঘলা ও তিতি দুই বোন। বড় বোন তিতি যা চায়, ছোট বোন মেখলাও তা চায়। একবার অনুরাগ আসে তাদের এলাকায় । তখন সে মেঘলার গান শুনে মুগ্ধ হয়, কিন্তু তিতি তাকে ভালোবেসে ফেলে । পরে অনুরাগের সঙ্গে মেঘলার বিয়ে হয়। অনুরাগের পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে নেয় ।
চরিত্র
সম্পাদনা- মেঘলা-শোলাঙ্কি রায়
- অনুরাগ-বিক্রম চট্টোপাধ্যায়
- অনিন্দিতা বসু ওরফে তুয়া -ঐশ্বর্য সেন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'ইচ্ছে নদী'র মেঘলার বিয়ে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৪।