আমি সিরাজের বেগম (ধারাবাহিক)
আমি সিরাজের বেগম একটি ভারতীয় বাংলা টেলিভিশন ইতিহাস নির্ভর সোপ অপেরা যা ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত বাংলা জেনারেল এন্টারটেইনমেন্ট চ্যানেল স্টার জলসাতে চলেছিল।[১] অনুষ্ঠানটি দাগ ক্রিয়েটিভ মিডিয়া এবং এসভিএফ গ্রুপের ব্যানারে নির্মিত হয়েছিল। অনুষ্ঠানটি ১৭ শতকের বাঙালি শাসক সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী লুৎফুন্নেসা বেগমের জীবন সম্পর্কে শ্রী পারাবতের একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। সিরাজ ও লুৎফা চরিত্রে অভিনয় করেছেন শন ব্যানার্জী ও পল্লবী দে।
আমি সিরাজের বেগম | |
---|---|
ধরন | ইতিহাস নির্ভর ড্রামা রোমান্টিক |
ভিত্তি | শ্রী পারাবত কর্তৃক আমি সিরাজের বেগম |
পরিচালক | তথাগত মুখোপাধ্যায় |
অভিনয়ে | শন ব্যানার্জি পল্লবী দে |
উদ্বোধনী সঙ্গীত | শ্রেয়া ঘোষাল কর্তৃক আমি সিরাজের বেগম |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
পর্বের সংখ্যা | ১২৫ |
নির্মাণ | |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি |
নির্মাণের স্থান | কলকাতা মুম্বাই |
ক্যামেরা সেটআপ | মাল্টি ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
নির্মাণ কোম্পানি | দাগ ক্রিয়েটিভ মিডিয়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
মূল মুক্তির তারিখ | ১০ ডিসেম্বর ২০১৮ ১৭ মে ২০১৯ | –
ওয়েবসাইট |
সারমর্ম
সম্পাদনাগল্পটি ১৮ শতকের বাংলার অবস্থা সম্পর্কে তৈরি করা হয়েছে যখন বাংলার রাজ্যের শেষ স্বাধীন শাসক নবাব সিরাজউদ্দৌলা তার মাতামহ নবাব আলীবর্দী খানের স্থলাভিষিক্ত হয়ে সিংহাসনে বসেন। একজন শাসক হিসেবে তিনি রাজনৈতিক উত্তেজনা, ইংরেজদের আগ্রাসন, নিকটাত্মীয় (যেমন তার খালা ঘসেটি বেগম) এবং তার প্রধান সামরিক উপদেষ্টা মীর জাফর প্রভৃতির বিশ্বাসঘাতকতা এবং অন্যান্য বিভিন্ন সংগ্রামের সম্মুখীন হন। অনুষ্ঠানটি একটি কাল্পনিক বিবরণ যে কিভাবে সিরাজউদ্দৌলা দাসী লুৎফার প্রেমে পড়েন যিনি তার স্ত্রী বেগম লুৎফুন্নিসা হয়েছিলেন এবং কীভাবে তিনি তার প্রধান সমর্থন হিসাবে নবাবের পাশে দাঁড়িয়েছিলেন।[২]
অভিনয়
সম্পাদনা- নবাব সিরাজউদ্দৌলা ওরফে সিরাজের চরিত্রে শন ব্যানার্জি
- বেগম লুৎফুন্নেসা ওরফে লুৎফা চরিত্রে পল্লবী দে
- ঘসেটি বেগমের চরিত্রে চান্দ্রেয়ী ঘোষ[৩]
- মীর জাফরের চরিত্রে বাদশা মৈত্র
- আসরাফির চরিত্রে সায়ক চক্রবর্তী
- আলীবর্দী খানের চরিত্রে সোহান বন্দোপাধ্যায়
- হামিদা চরিত্রে রূপা ভট্টাচার্য[৪]
- শরফুন্নিসা বেগমের চরিত্রে তুলিকা বসু
- আমিনা বেগমের চরিত্রে মল্লিকা মজুমদার
- উমিচাঁদের চরিত্রে রাজেশ কেআর চট্টোপাধ্যায়
- রাজবল্লভ চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য
- রায় দুর্লোভ চরিত্রে সন্দীপ দে
- হাসিনার চরিত্রে লাবনী ভট্টাচার্য
- রাবেয়ার চরিত্রে সংঘশ্রী সিনহা মিত্র
- দেওয়ান মোহন লালের চরিত্রে অমিতাভ দাস
- জেবুন্নিশার চরিত্রে শ্রীতোমা রায় চৌধুরী
- উমদাদুন্নিসা বাহু বেগমের চরিত্রে নিশা পোদ্দার
- শেহজাদী আফসিন বেগমের চরিত্রে আয়েন্দ্রি লাভনিয়া রায়
- বেগম গুলশানার চরিত্রে মোহনা মীম
- শওকত জং চরিত্রে আনন্দ চৌধুরী
- ফাইজি বাই চরিত্রে পল্লবী মুখোপাধ্যায়
- হাদিয়ার চরিত্রে অনন্যা গুহ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Ami Sirajer Begum' to hit the TV screen soon - Times of India"। The Times of India। ২০ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ "Period-drama 'Ami Sirajer Begum' to end soon - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৪।
- ↑ "Badshah Moitra and Chandreyee Ghosh to be seen in 'Ami Sirajer Begum' - Times of India"। The Times of India। ২০ অক্টোবর ২০১৮।
- ↑ "Rupa Bhattacharjee to play a meaty role in Ami Sirajer Begum - Times of India"। The Times of India। ১১ ডিসেম্বর ২০১৮।