অদ্বিতীয়া
অদ্বিতীয়া (ইংরেজি: Adwitiya); স্টার জলসা চ্যানেলে ১৩ জুন ২০১১ থেকে ২ মার্চ ২০১২ পর্যন্ত প্রচারিত একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন ধারাবাহিক।[১] এটি ছিলো আইডিয়াস ক্রিয়েশনের প্রযোজনা এবং প্রসেনজিৎ চ্যাটার্জীর আইডিয়া।[২] অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি এবং স্ক্রিপ্টটি যৌথভাবে লিখেছেন অনুজা চট্টোপাধ্যায় এবং কৌশিক ভট্টাচার্য। সিরিজটির শুটিং হয়েছে সুন্দরবনের তটভূমিতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় বাঙালি অভিনেতা ইন্দ্রাশীষ
অদ্বিতীয়া | |
---|---|
ধরন | নাটক প্রণয় থ্রিলার |
নির্মাতা | আইডিয়াস ক্রিয়েশন |
লেখক | গল্প অনুজা চট্টোপাধ্যায় সংলাপ কৌশিক ভট্টাচার্য |
পরিচালক | জয়দীপ মুখোপাধ্যায় |
অভিনয়ে | ইন্দ্রাশিষ রায় সোহিনী সরকার গৌরব চক্রবর্তী অপরাজিতা আঢ্য |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ২০৮ |
নির্মাণ | |
প্রযোজক | প্রসেন চট্টোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায়ের |
ব্যাপ্তিকাল | ২১ মি/পর্ব |
নির্মাণ কোম্পানি | আইডিয়াস ক্রিয়েশন |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
ছবির ফরম্যাট | 576i SDTV 1080i HDTV |
মূল মুক্তির তারিখ | ১৩ জুন ২০১১ ২ মার্চ ২০১২ | –
ওয়েবসাইট |
রায়, সোহিনী সরকার, গৌরব চক্রবর্তী।[৩] এটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং বিশেষত গতানুগতিকতার বাইরের গল্পের কারণে দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। এটি ২০১২ সালে সেরা খলনায়ক এবং সেরা দম্পতি ক্যাটাগরিতে স্টার জলসা পরিবার পুরস্কার জয় করে।
কাহিনীসংক্ষেপ
সম্পাদনাঅদ্বিতীয়া [৪] চিকিৎসা বিজ্ঞানের এজজন ছাত্রী যে অল্প বয়সী মেয়েকে ঘিরে। অদ্বিতীয়ার বাবার আকস্মিক মৃত্যুর কারণে তাকে পড়াশোনা ছেড়ে সুন্দরবন জেলার কমলতলির একটি গ্রামীণ ব্যাংকে চাকরি করতে যেতে হয়েছিল। কমলতলি হ'ল একটি গ্রাম, যার নেতৃত্বাধীন চৌধুরী জমিদাররা রবিকিরণ চৌধুরী এবং চন্দ্রকিরণ চৌধুরী দ্বারা পরিচালিত। যদিও গ্রামে বাইরে থেকে সমস্ত কিছু ঠিক আছে, তবে ভিতরে, চৌধুরী ভাইদের দ্বারা নিয়ন্ত্রিত বেশ কয়েকটি রাজনৈতিক এবং দূষিত কার্যকলাপ চলছে। গ্রামের মানুষ এই অনুশীলনের শিকার হয় তবে চৌধুরী পরিবারের হিংস্র ভাইদের বিরুদ্ধে কেউ আওয়াজ করতে ভয় পায় না। কমলতলির অন্ধকারের নিচে থাকা অনেক ধাঁধা আবিষ্কার ও অবিচ্ছিন্ন করার সময় অদ্বিতীয়া গ্রামে প্রবেশ করে এবং এই গ্রামটিকে অগ্রগতির পথে রাখার শপথ গ্রহণ করে।
অভিনয়শিল্পী
সম্পাদনা- সোহিনী সরকার [৫] অদ্বিতীয়া সেন / মমু হিসাবে
- চন্দ্রকিরণ চৌধুরী / চাঁদ চরিত্রে ইন্দ্রশিশ রায়
- গৌরব চক্রবর্তী রবিকিরণ চৌধুরী / রবি চরিত্রে
- মনিমালা / মনিমা চরিত্রে অপরাজিতা আঢ্য
- অনুরাধা সেন (অদ্বিতীয়ার মা) চরিত্রে মিঠু চক্রবর্তী
- আদ্রিশ সেন (অদ্বিতীয়ার বাবা) চরিত্রে সুরজিৎ ব্যানার্জি
- বিভান চরিত্রে বিভান ঘোষ
- দিশা গাঙ্গুলি বুলবুলির চরিত্রে
- শোভন / ডাক্তার বাবু চরিত্রে জয়দীপ মুখার্জি
- অনিন্দিতা বোস ইন্দিরা চৌধুরী / রাত্রি মুখার্জি চরিত্রে
- সুখলতা / সুখি চরিত্রে নবানী মুখোপাধ্যায় দাস
- মাস্টার মোশাই চরিত্রে অনিমেষ ভাদুড়ি
- ভিরিঙ্গী চরিত্রে মৃণাল বন্দ্যোপাধ্যায়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "STAR Jalsha announces new & big prime time offerings & shooting of its shows in HD"। Media News। ৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১১।
- ↑ Chbabra, Aarti। "STAR Jalsha hit the streets to announce two new shows"। ৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১১।
- ↑ Bhattacharya, Sreemita। "Indrasish on a high"। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১১।
- ↑ "Adwitiya, Star Jalsa serial"। ৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Sohini Sarkar returns to television!"। The Times of India। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১১।