স্টার প্রবাহ
স্টার প্রবাহ হচ্ছে একটি ভারতীয় মারাঠি ভাষার টেলিভিশন চ্যানেল, যেটি ২০০৮ সালে স্টার টিভি এবং ফক্স ইন্টারন্যাশনাল চ্যানেল দ্বারা চালু করা হয়েছিল।[১] এই চ্যানেলের অনুষ্ঠানমালা মারাঠি ভাষার টেলিভিশন অনুষ্ঠান নিয়ে গঠিত।[২] ২০১৬ সালের ১লা মে তারিখে, স্টার প্রবাহ এইচডি নামের চ্যানেলটিতে উচ্চ মাত্রার ফিড চালু করা হয়েছিল।
স্টার প্রবাহ | |
---|---|
![]() | |
উদ্বোধন | ২৪ নভেম্বর ২০০৮ |
মালিকানা | স্টার ইন্ডিয়া ২১ সেঞ্চুরি ফক্স |
চিত্রের বিন্যাস | ১০৮০আই এইচডিটিভি (এসডিটিভির ফিডের জন্য ৫৭৬আই লেটারবক্সে ডাউনস্কেলড |
স্লোগান | मराठी परंपरा, मराठी प्रवाह |
দেশ | ![]() |
প্রচারের স্থান | ভারত |
প্রধান কার্যালয় | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | |
ওয়েবসাইট | স্টার প্রবাহ |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
টাটা স্কাই | চ্যানেল ১২০৯ (এইচডি) চ্যানেল ১২১০ (এসডি) |
ডিশ টিভি | চ্যানেল ১২০৬ (এসডি) চ্যানেল ১২০৫ (এইচডি) |
এয়ারটেল ডিজিটাল টিভি | চ্যানেল ৫২০ (এসডি) চ্যানেল ৫২১ (এইচডি) |
ভিডিওকন ডি২এইচ | চ্যানেল ৭৫৩ (এসডি) চ্যানেল ৯৭২ (এইচডি) |
রিলায়েন্স ডিজিটাল টিভি | চ্যানেল ৯০৩ |
সান ডাইরেক্ট | চ্যানেল ৬৫৯ |
ক্যাবল | |
এশিয়ানেট ডিজিটাল | চ্যানেল ৬০০ |
হাথওয়ে | চ্যানেল ৫০০ (এসডি) চ্যানেল ৩৬৮ (এইচডি) |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Star to launch Marathi GEC 'Star Pravah' by mid-November"। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Star Pravah gets a new programming head"।