চেকমেট (ভারতীয় টিভি ধারাবাহিক)
টেলিভিশন ধারাবাহিক
চেকমেট হলো ভারতীয় বাংলা টেলিভিশন থ্রিলার সিরিজ যা স্টার জলসায় ২১ জানুয়ারী ২০১২ থেকে ১৫ জুন ২০১২ পর্যন্ত প্রচারিত হয়েছিল।[১]
চেকমেট | |
---|---|
ধরন | থ্রিলার |
নির্মাতা | রবি ওঝা |
লেখক | গল্প মিতালী ভট্টাচার্য সংলাপ শর্মিলা মুখোপাধ্যায় |
পরিচালক | বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় রবীন্দ্র গীতা নাম্বিয়ার |
অভিনয়ে | অপরাজিতা ঘোষ দাস অমিতাভ ভট্টাচার্য |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
পর্বের সংখ্যা | ৪৬ |
নির্মাণ | |
প্রযোজক | রবি ওঝা |
নির্মাণের স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
ক্যামেরা সেটআপ | মাল্টি-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ৪৫ মিনিট |
নির্মাণ কোম্পানি | রবি ওঝা প্রোডাকশনস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার জলসা |
মূল মুক্তির তারিখ | ২১ জানুয়ারি ২০১২ ১৫ জুলাই ২০১২ | –
পটভূমি
সম্পাদনাঅনুষ্ঠানটি মূলত থ্রিলার ছিল, যেখানে প্রধান নায়ক ছিলেন গোয়েন্দা মৃণালিনী দস্তিদার (অপরাজিতা ঘোষ দাস অভিনীত)। তিনি এবং তার সহযোগীরা সাথে রহস্য সমাধান করতেন।[২]
কাস্ট
সম্পাদনা- অমলেন্দু দস্তিদার চরিত্রে সৌরভ চট্টোপাধ্যায়
- গোয়েন্দা মৃণালিনী দস্তিদার চরিত্রে অপরাজিতা ঘোষ দাস [৩]
- আদিত্য সেনের চরিত্রে অমিতাভ ভট্টাচার্য
- অপর্ণার চরিত্রে সুচিস্মিতা চৌধুরী
- এসিপি শ্রীজা সেনের ভূমিকায় রূপা ভট্টাচার্য
- এসিপি শ্রীজা সেনের ভূমিকায় রিমঝিম মিত্র
- এষা চরিত্রে রাজন্য মিত্র
- মীরার চরিত্রে ইন্দ্রাণী বসু
- হিরোকের চরিত্রে কৌশিক ভট্টাচার্য
- মধুজার বন্ধুর চরিত্রে সোমজিতা ভট্টাচার্য
- ডেরেক চরিত্রে জয়ন্ত দত্ত বর্মণ
- কৌশিক মুখোপাধ্যায়ের চরিত্রে অনিন্দ্য চক্রবর্তী
- অঞ্জলিমাশির চরিত্রে সোমা ব্যানার্জি
- রোহিতের চরিত্রে সাহেব চ্যাটার্জি (গোয়েন্দা কিউটে)
- রিতু চরিত্রে স্বরলিপি চট্টোপাধ্যায়
- ওসি দত্তের ভূমিকায় বিপ্লব দাশগুপ্ত
- অধীর সিনহার চরিত্রে গৌতম দে
- অমিত লাহিড়ীর চরিত্রে কৌশিক ঘোষ
- সঞ্জয় চরিত্রে রাজেশ কেআর চট্টোপাধ্যায়
- সঞ্জয়ের মায়ের চরিত্রে রত্না ঘোষাল
- অমিতাভ চৌধুরীর চরিত্রে জগন্নাথ
- অবন্তিকা চরিত্রে একাবলি খান্না (২য় পর্ব, ২০১২)
- জুলিয়া আন্টির চরিত্রে অনুসূয়া মজুমদার
- বরুণ সেনের চরিত্রে সম্রাট মুখোপাধ্যায়
- নীল রায় বর্মনের চরিত্রে সুদীপ মুখোপাধ্যায়
- প্রতিমার চরিত্রে পুষ্পিতা মুখোপাধ্যায়
- আকাশের চরিত্রে সপ্তর্ষি রায়
- অনিতার চরিত্রে সায়ন্তনী সেনগুপ্ত
- জয়ের চরিত্রে সৌম্য
- ইমনের চরিত্রে জোয়েব
- ইলা চরিত্রে অপর্ণা
- জাহোরের চরিত্রে অরিন্দোই বাগচী
- পার্থর চরিত্রে দিগন্ত বাগচী
- অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় অনিরুদ্ধ ঘোষ (পাবলিক প্রসিকিউটর) চরিত্রে
- শ্যামের চরিত্রে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়
- কমলিকা বন্দ্যোপাধ্যায় ড. বনলতা দত্ত চরিত্রে
- ললিতা সেনের চরিত্রে রুনা বন্দ্যোপাধ্যায়
- ভাই চরিত্রে সুমন বন্দ্যোপাধ্যায়
- অনির্বাণ চরিত্রে অর্ঘ্য বসু
- শিউলি চরিত্রে দামিনী বসু
- কস্তুরী সামন্তের চরিত্রে তুলিকা বসু
- সুমিত সান্যাল চরিত্রে দীপাঞ্জন ভট্টাচার্য
- বিবেকের চরিত্রে জয় ভট্টাচার্য
- রোজনীর চরিত্রে তিতাস ভৌমিক
- সুরেশ বাগ চরিত্রে রিজু বিশ্বাস
- শেখর দাশগুপ্তের চরিত্রে অভিজিৎ চক্রবর্তী
- মাইকের ভূমিকায় অরুণ চক্রবর্তী
- রণদেব বর্মনের চরিত্রে ববি চক্রবর্তী
- গৌতম চরিত্রে কৌশিক চক্রবর্তী
- অনিরুদ্ধ বসুর চরিত্রে কুশল চক্রবর্তী
- মাধবী চরিত্রে সুভদ্রা চক্রবর্তী
- শম্পা দাশগুপ্তের চরিত্রে অদিতি চট্টোপাধ্যায়
- প্রমিত গুহ চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায়
- দোলনের চরিত্রে দেবযানী চট্টোপাধ্যায়
- শুশীলদেবীর চরিত্রে মিতা চট্টোপাধ্যায়
- মনোহর চরিত্রে শুভময় চট্টোপাধ্যায়
- ইলিনা চক্রবর্তীর চরিত্রে সোনালী চৌধুরী
- অর্পণ দত্ত চরিত্রে দ্বৈপায়ন দাস
- গৌরী চরিত্রে মানালি দে
- জোনাকির চরিত্রে দেবজানি দেব
- প্রদীপ ধর প্রত্যয় বিশ্বাস ওরফে পটকা চরিত্রে
- অ্যাডভোকেট অহনা ঘোষের ভূমিকায় দেবলীনা দত্ত
- নন্দিনী সেনের চরিত্রে জয়মালা গঙ্গোপাধ্যায়
- অখিলের চরিত্রে পীযূষ গঙ্গোপাধ্যায়
- মিসেস সান্যালের চরিত্রে নন্দিনী ঘোষাল
- অনন্যার চরিত্রে চান্দ্রেয়ী ঘোষ
- অমিত লাহিড়ীর চরিত্রে কৌশিক ঘোষ
- ম্যারাথন সংগঠক হিসেবে পল্লবী গগৈ
- ঊর্মি চরিত্রে রূপসা গুহ
- সুপ্তি রায় বর্মনের চরিত্রে মৌমিতা গুপ্ত
- দেবিকা সান্যালের চরিত্রে দীপান্বিতা হাজারী
- শর্মিলার চরিত্রে অনিন্দিতা সাহা কপিলেশ্বরী
- মেঘনা চরিত্রে তানিয়া কর
- মিসেস বনিক চরিত্রে কল্যাণী মন্ডল
- পিসিমনি চরিত্রে বৈশাখী মার্জিত
- রাজু দাসের চরিত্রে রানা মিত্র
- মোহিনী চরিত্রে রূপাঞ্জনা মিত্র
- কৌশিক মুখোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে অর্পিতা মুখোপাধ্যায়
- দীপ গাঙ্গুলি চরিত্রে মৃণাল মুখোপাধ্যায়
- সুকান্ত চৌধুরীর চরিত্রে সুজন মুখোপাধ্যায়
- পামেলার চরিত্রে সর্ব্বরী চট্টোপাধ্যায়
- মিসেস বাগচীর চরিত্রে স্বাগতা মুখোপাধ্যায়
- ইন্দিরা চরিত্রে পিয়ালী মুন্সি
- অ্যাঙ্কর চঞ্চল চরিত্রে নীল
- আয়েশার চরিত্রে কোমল নিষাদ মিত্র
- সুমন্ত চরিত্রে মনোজ ওঝা
- ইন্দ্রের চরিত্রে প্রিয়ম
- ব্রত চরিত্রে মিলন রায়চৌধুরী
- রূপেশ চরিত্রে শাগনিক
- পল্লবের চরিত্রে শয়নটন
- মল্লার চরিত্রে অরিন্দম শীল
- রূপার চরিত্রে লোপামুদ্রা সিনহা
- নন্দনা চরিত্রে মানসী সিনহা
দল
সম্পাদনাপরিচালনা
সম্পাদনা- বিশ্বজিৎ গাঙ্গুলী
- রবীন্দ্র গীতা নাম্বিয়ার
- রত্নদীপ ঘোষ
- মন্দিরা মিত্র
- অনিন্দ্য সরকার
- রমিত ওঝা
সৃজনশীল দিকনির্দেশনা
সম্পাদনা- মন্দিরা মিত্র
- মিতালী ভট্টাচার্য
চিত্রনাট্য
সম্পাদনা- মৌসুমী চৌধুরী
- শর্মিলা মুখার্জি
- কলি মিত্র
- শায়ন চৌধুরী
- রমিত ওঝা
- সৌরভ সেনগুপ্ত
- অঙ্গিকর চৌধুরী
- কুনাল সেনগুপ্ত
চলচ্চিত্র-শিল্প
সম্পাদনা- রূপাঞ্জন পাল
- কিরণময় ভূনিয়া
সম্পাদনা
সম্পাদনা- দেবাশীষ ভট্টাচার্য
- নীলাদ্রি দত্ত
শিল্প নির্দেশনা
সম্পাদনা- নরেন্দ্র ওঝা
শব্দ ব্যবস্থাপনা
সম্পাদনা- রঞ্জন পান্ডে
সঙ্গীত বিভাগ
সম্পাদনা- গৌরব চ্যাটার্জি... ব্যাকগ্রাউন্ড স্কোর /শিরোনাম সঙ্গীত রচিত
- সঙ্গীত: গাওয়া
- চন্দন রায়চৌধুরী... সঙ্গীত পরিচালক / শিরোনাম সঙ্গীত রচনা
- ইন্দ্র রায়... ব্যাকগ্রাউন্ড স্কোর
- শ্রীজাত ... শিরোনাম সঙ্গীত রচনা