চান্দ্রেয়ী ঘোষ
চান্দ্রেয়ী ঘোষ (ইংরেজি: Chandrayee Ghosh) (কখনও বানান চন্দ্রি ঘোষ বা চন্দ্রী ঘোষ) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি এখন বাংলা টিভি ও চলচ্চিত্র জগতে কাজ করছেন।
চান্দ্রেয়ী ঘোষ | |
---|---|
জন্ম | চান্দ্রেয়ী ঘোষ ২৯ আগস্ট ১৯৮০ |
অন্যান্য নাম | অভিনেত্রী, পরিচালক |
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
কর্মজীবনসম্পাদনা
ঘোষ তার চলচ্চিত্রের সূচনা করেছিলেন শেখর দাসের মেহুলবনীর সেরেঙ্গ, ২০০৫ সালে তিস্তা, ২০০৬ সালে মানুষ ভূত ও দোসর এবং ২০০৭ সালে কালের মাধ্যমে। ২০০৮/০৯ সালে তিনি সামার সাথে তার পরিচালনা মূলক উদ্যোগের শুরুর কথা ঘোষণা করেন। সমকামিতা নিয়ে বসবাস করা এই চলচ্চিত্রটি তার নিজের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে এবং সংগীতায়োজন করবেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, "আমি দীর্ঘদিন ধরে দিকনির্দেশে যাওয়ার নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছিলাম," এবং "এই স্বাধীন প্রকল্পটি নিয়ে এগিয়ে যাওয়ার আমার এখন আত্মবিশ্বাস রয়েছে"। তিনি বেশ কয়েকটি টেলিভিশন চরিত্রে অভিনয় করেছেন, যেমন রাত ভোর বৃষ্টি , উত্তরন এবং মোহনা। এরপর তাকে তসলিমা নাসরিনের কাজের উপর ভিত্তি করে দুঃসাহ বাস নামে একটি মেগাসিরিয়ালে দেখা যাবে এবং তিন বোনের জীবন নিয়ে কাজ করবেন। জি বাংলায় প্রচারিত সিরিয়াল লাবণ্যের সংসার এর তিনি কমেডিতে সফল ভাবে অভিনয়ে কাজ করেছেন। তিনি বর্তমানে বেশ কয়েকটি সিরিয়াল নিয়ে সক্রিয় আছেন, তার মধ্যে অন্যতম হলো বেহুলা এর প্রধান এক হিন্দু দেবী হিসেবে মনসা, এখানে আকাশ নীল, সিঁদুরখেলা, কিরণমালা, দেবীপক্ষ এবং বধূ কোন আলো লাগল চোখে ছয়টি মুক্ত-টু-এয়ার চ্যানেল প্রচার স্টার জলসায় প্রচারিত।[১]
উল্লেখযোগ্য কাজসম্পাদনা
ফিল্মসসম্পাদনা
- চিনি (২০২০)
- ৬১নং গড়পার লেন - ফেব্রুয়ারি ২০১৭
- কুহেলি - নভেম্বর ২০১৬
- তিয়াসা - সেপ্টেম্বর ২০১৩
- নেকলেস (২০১১)
- হাতে রইলো পিস্তল (২০১১)
- কালের রাখাল (২০০৯)
- কাল (২০০৭)
- দোসর (২০০৬))
- মানুষ ভূত (২০০৬)
- তিস্তা (২০০৫)
- মেহুলবনীর সেরেঙ্গ (প্রথম চলচ্চিত্র) (২০০৪)
ওয়েব সিরিজসম্পাদনা
- মন্টু পাইলট (২০১৯) বিবিজান হিসাবে
- দময়ন্তী (২০২০) মুনিয়া রায় চরিত্রে
টেলিভিশনসম্পাদনা
- বান্ধবী
- রাত ভোর বৃষ্টি
- বেহুলায় মনসা চরিত্রে
- বধূ কোন আলো লাগলো চোখে দেবযানী মৈত্র/দেবী চরিত্রে
- কিরণমালা রাক্ষসী রানী কটকটির চরিত্রে
- দেবীপক্ষে রাজরাজেশ্বরী দেব বর্মণ/আম্মা চরিত্রে
- সিন্ধুরখেলায় দেবী চরিত্রে
- জয় কালী কালকাত্তায়ালি এর জ্যোতিষীরাণী রাধারানী চরিত্রে
- আমি সিরাজের বেগমে ঘসেটি বেগমের চরিত্রে
- ঠাকুমার ঝুলিতে রাক্ষসী কোঙ্কনি চরিত্রে
পুরস্কারসম্পাদনা
- ২০০৫: বিএফজেএ-সম্ভাবনাময় অভিনেত্রী পুরস্কার: মেহুলবনীর সেরেঙ্গ এর জন্য।[২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Chandreyee's different shades -India Buzz-Entertainment-The Times of India"। indiatimes.com। ২০০৭-১১-১৮। ২০১২-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৫।
- ↑ "69th & 70th Annual Hero Honda BFJA Awards 2007"। www.bfjaawards.com। ৮ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-২৪।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে চান্দ্রেয়ী ঘোষ (ইংরেজি)