রত্না ঘোষাল
রত্না ঘোষাল (English: Ratna Ghoshal) ভারতীয় একজন জনপ্রিয় অভিনেত্রী।[১] তিনি প্রধানত পার্শ্বঅভিনেত্রী হিসেবেই অভিনয় করেন। তিনি রাজা রামমোহন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে এই জগতে পা রাখেন।[১] তিনি পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।[১]
রত্না ঘোষাল | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ![]() |
পেশা | অভিনয়শিল্পী |
পরিচিতির কারণ | অভিনয় |
ব্যক্তিজীবন
সম্পাদনাপিতা গোপাল চন্দ্র ঘোষাল ও মাতা আশালতা ঘোষালের মেয়ে রত্না ঘোষাল। দি একাডেমি স্কুল থেকে তিনি উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৮০ সালে তিনি একটি নর্তক গোষ্ঠী নিয়ে আমেরিকা ও কানাডা গিয়েছিলেন। তিনি প্রযোজক সুশীল দাসকে বিয়ে করেন। বিয়ের আগে অভিনেতা-পরিচালক সত্য বন্দ্যোপাধ্যায়ের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল।[১]
অভিনয় জীবন ও অন্যান্য
সম্পাদনাবিজয় বসু পরিচালিত রাজা রামমোহন তার প্রথম অভিনীত চলচ্চিত্র। মুখ্য ভূমিকায় অভিনয়ের আগে তিনি ১৯৬৭ সালে দেবী তীর্থ কামরুপ কামাখ্যা ও কেদার রাজা চলচ্চিত্রদ্বয়ে অভিনয় করেন। পান্না হীরে চুনি চলচ্চিত্রে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ১৯৮৯ সালে তিনি ইউনিফোকাস নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি অনেক বাংলা ও হিন্দি ধারাবাহিক নির্মাণ করে।[১]
অভিনীত চলচ্চিত্র
সম্পাদনা- অচেনা অতিথি (১৯৭৩)[২]
- মৌচাক (১৯৭৪)[২]
- রাগ অনুরাগ (১৯৭৫)[২]
- স্বয়ংসিদ্ধা (১৯৭৫)[২]
- ঘটকালি (১৯৭৯)[২]
- ছোট বউ (১৯৮৮)[২]
- দেনা-পাওনা (১৯৮৮)[২]
- সতী (১৯৮৯)[২]
- চন্দনীড় (১৯৮৯)[২]
- হাউস অফ মেমোরিজ (২০০০)[২]
- অন্তর্মহলঃ ভিউজ অফ ইনার চেম্বার (২০০৫)[২]
- রিফিউজি (২০০৬)[২]
- আজব প্রেম এবং (২০১১)[২]
অভিনীত ধারাবাহিক
সম্পাদনাবছর | ধারাবাহিকের নাম | চরিত্রের নাম | পরিচালক | সহশিল্পী | প্রচারকারী চ্যানেল |
---|---|---|---|---|---|
২০১২ | গোয়েন্দার উপর গোয়েন্দাগিরি (চেকমেট ধারাবাহিকের পর্ব) | সঞ্জয়ের মা/স্নেহলতা সিনহা রায় | |||
আমাকে বাঁচতে দাও (চেকমেট ধারাবাহিকের পর্ব) | সঞ্জয়ের মা/স্নেহলতা সিনহা রায় | ||||
২০১৩-২০১৪ | বয়েই গেলো | স্বর্ণেন্দু সমাদ্দার | রোহিত সামন্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় | জি বাংলা | |
২০১৫ - ২০১৬ | গোয়েন্দা গিন্নি | পরমার শ্বাশুড়ি/দীতিপ্রীয়া মিত্র | সাহানা দত্ত | সাহেব
ইন্দ্রাণী হালদার |
জি বাংলা |
২০১৯ | কলের বউ | দীপের মা | স্নেহাশীষ চক্রবর্তী | দীপঙ্কর দে,
রোহন ভট্টাচার্য্য |
স্টার জলসা |
২০২০ - বর্তমান | খড়কুটো | সীদ্ধেশ্বর মুখার্জীর বউ/ননীবালা মুখোপাধ্যায় | লীনা গঙ্গোপাধ্যায় | দুলাল লাহিড়ী, অম্বরীশ ভট্টাচার্য্য | স্টার জলসা |
২০২১ - বর্তমান | ধুলোকণা | হালুয়া ও বুলেটের পিসিমা/রূপরেখা দাশগুপ্ত | লীনা গঙ্গোপাধ্যায় | সাবিত্রী চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী | স্টার জলসা |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রত্না ঘোষাল (ইংরেজি)